দ্য ডোর্‌স

দ্য ডোরস ছিলো লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় ১৯৬৫ সালে গঠিত একটি মার্কিন রক ব্যান্ড। গায়ক জিম মরিসন, কিবোডূবাদক রে ম্যানজারেক, গিটারবাদক রবি ক্রিগার এবং ড্রামবাদক জন ডেনসমোর ব্যান্ডটির সদস্য ছিলেন। দলটি অ্যালডাস হাক্সলি রচিত দ্য ডোর্‌স অব পরসেপশন[২] বই থেকে তাদের নাম নিয়েছে। মরিসনের খেয়ালি গীতিকবিতা ও মঞ্চে তার চমকপ্রদ উপস্থাপন ভঙ্গির কারণে ব্যান্ডটি রক জগতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে ওঠে। ১৯৭১ সালে মরিসনের মৃত্যুর পরে ব্যান্ডটি কিছুদিন একটি ট্রায়ো হিসেবে কাজ করেছিলো। ১৯৭৩ সালে ব্যান্ডটি পুরোপুরি ভেঙে যায়। ভেঙে গেলেও এর জনপ্রিয়তা হ্রাস পায় নি। শুধু যুক্তরাষ্ট্রেই এ পর্যন্ত ব্যান্ডটির বিক্রিকৃত অ্যালবাম কপির সংখ্যা ৩২'৫ মিলিয়ন। সারা বিশ্বের জন্যে সংখ্যাটি ৯০ মিলিয়ন। ব্যান্ডটির তিনটি স্টুডিও অ্যালবাম, দ্য ডোরস (১৯৬৭), এল এ উম্যান (১৯৭১) ও স্ট্রেঞ্জ ডেইজ (১৯৬৭) রোলিং স্টোনের জরিপে সর্বকালের সেরা ৫০০ অ্যালবামের মধ্যে যথাক্রমে ৪২তম, ৩৬২তম ও ৪০৭তম স্থান পেয়েছে। ১৯৯৩ সালে দ্য ডোরস রক অ্যান্ড রোল হল অফ ফেমে স্থান পায়।

দ্য ডোর্‌স
দ্য ডোর্‌স দলের চার সদস্যের আবক্ষ সাদা-কালো আলোকচিত্র।
১৯৬৬ সালের শেষে দ্য ডোর্‌সের প্রচারণামূলক আলোকচিত্র
(ডেনসমোর, ক্রিগার, ম্যানজারেক এবং মরিসন)
প্রাথমিক তথ্য
উদ্ভবলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
ধরন
কার্যকাল১৯৬৫ (1965)–১৯৭৩ (1973),
(পুনর্মিলন: ১৯৭৮, ১৯৯৩, ১৯৯৭, ২০০০, ২০০১)
লেবেল
  • ইলেক্ট্রা
  • রাইনো
প্রাক্তন
সদস্য
ওয়েবসাইটthedoors.com

ইতিহাস

জিম মরিসন ও রে ম্যানজারেক ইউসিএলএ ফিল্ম স্কুলে সহপাঠী ছিলেন। ১৯৬৫ সালের জুলাইয়ে লস এঞ্জেলেস শহরের ভেনিস বিচে দু’জনের আলাপচারিতার এক পর্যায়ে মরিসন ম্যানজারেককে জানান তিনি গান লিখছেন। ম্যানজারেক তাঁর গান শুনতে আগ্রহ প্রকাশ করলে মরিসন “মুনলাইট ড্রাইভ” গানটি গেয়ে শোনান। মরিসনের গীতিকবিতা ম্যানজারেককে মুগ্ধ করে এবং তিনি একটি ব্যান্ড গড়ার প্রস্তাব দেন। ওদিকে ড্রামার জন ডেনসমোর ও ম্যানজারেক ধ্যান শেখার ক্লাসের মাধ্যমে পরস্পরকে চিনতেন। অগাস্ট মাসে ডেনসমোর ও গিটারিস্ট রবি ক্রিগার ব্যান্ডে যোগদান করেন।

দ্য ডোরসের গানগুলো মূলত সাইকেডেলিক রক (psychedelic rock), ব্লুজ রক (blues rock) ও হার্ড রক (hard rock) ধাঁচের।

কর্মিবৃন্দ

  • জিম মরিসন – প্রধান কণ্ঠ (১৯৬৫–১৯৭১; মুত্যৃ ১৯৭১)
  • রে ম্যানজারেক – কিবোর্ড, কিবোর্ড বেস, কণ্ঠ (১৯৬৫–১৯৭৩, ১৯৭৮, ১৯৯৩, ১৯৯৭, ২০০০, ২০১১; মুত্যৃ ২০১৩)
  • জন ডেনসমোর – ড্রাম, পারকিউশন (১৯৬৫–১৯৭৩, ১৯৭৮, ১৯৯৩, ১৯৯৭, ২০০০, ২০১১, ২০১৩)
  • রবি ক্রিগার – গিটার, কণ্ঠ (১৯৬৫–১৯৭৩, ১৯৭৮, ১৯৯৩, ১৯৯৭, ২০০০, ২০১১, ২০১৩)
অতিথি সঙ্গীতশিল্পী
  • হার্বি ব্রুকস্ – বেস গিটার "সফ্ট প্যারাডে"
  • লনি ম্যাক – গিসন ফ্লাইং ভি "নং. ৭" মরিসন হোটেল (১৯৭০)
  • রে নেপোলিতান – বেস গিটার মরিসন হোটের (১৯৭০)
  • জন সিবাস্টেইন ("জি. পাগলেস") – হামোনিকা মরিসন হোটেলl (১৯৭০)
  • জ্যাক কনরার্ড – বেস গিটার (১৯৭১–১৯৭৩)
  • ববি রে হ্যানসন – রিদম গিটার, নেপথ্য কণ্ঠ, পারকিউশন (১৯৭১–১৯৭৩)
  • মার্ক বেনো – রিদম গিটার এল.এ. ওমেন (১৯৭১)
  • জেরি শেফ – বেস গিটার এল.এ. ওমেন (১৯৭১, ১৯৭৮)
  • রেইনল অন্ডিনো – পারকিউশন (১৯৭৮)
  • অর্তার ব্যারো – সিন্থেসাইজার প্রোগ্রামিং (১৯৭৮; on "দ্য মুভি")
  • বব গ্লাউব – বেস (১৯৭৮; "অ্যালবিননি – আডাজিয়ো")
  • ইডি ভাডের – প্রধান কণ্ঠ (১৯৯৩)
  • ডন ওয়াস – বেস গিটার (১৯৯৩)
  • এঞ্জেল ও বাববেরা – বেস গিটার (২০০০)
  • ডগলাস লুবান – বেস গিটার Strange Days, Waiting for the Sun; Soft Parade

ডি২১সি/রাইডার্স অন দ্য স্ট্রম/ম্যানজারেক–ক্রিগার

ডিস্কতালিকা

  • দ্য ডোর্‌স (১৯৬৭)
  • স্ট্রেঞ্জ ডেজ (১৯৬৭)
  • ওয়েটিং ফর দ্য সান (১৯৬৮)
  • দ্য সফ্ট প্যারাডে (১৯৬৯)
  • মরিসন হোটেল (১৯৭০)
  • এল.এ. ওমেন (১৯৭১)
  • আদার অয়েসেস্‌ (১৯৭১)
  • ফুল সার্কেল (১৯৭২)
  • এন আমেরিকান প্রেয়ার (১৯৭৮)

তথ্যসূত্র

উৎস

আরো পড়ুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ