পারমা কালচো ১৯১৩

পারমা কালচো ১৯১৩ (সাধারণত পারমা কালচো অথবা শুধুমাত্র পারমা নামে পরিচিত) হচ্ছে পারমা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯১৩ সালের ১৬ই ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। পারমা কালচো তাদের সকল হোম ম্যাচ পারমার স্তাদিও এন্নিও তারদিনিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,৩৫৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফাবিও লিভেরানি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কাইল ক্রাউস। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় ব্রুনো আলভেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

পারমা
পূর্ণ নামপারমা কালচো ১৯১৩ এস.আর.এ.
ডাকনামই ক্রোচিয়াতি[১] (ধর্মযোদ্ধা)
ই জাল্লোব্লু[১] (হলুদ এবং নীল)
ই দুকালি[১] (ওলন্দাজ)
গ্লি এমিলিয়ানি[১] (এমিলীয়)
প্রতিষ্ঠিত
তালিকা
  • ১৬ ডিসেম্বর ১৯১৩; ১১০ বছর আগে (16 December 1913)
    পারমা ফুট বল ক্লাব হিসেবে
    ১৯৩০; ৯৪ বছর আগে (1930)
    পারমা আসোচাজিনে স্পোর্তিভা হিসেবে
    ১৯৬৭; ৫৭ বছর আগে (1967)
    পারমা ফুটবল ক্লাব হিসেবে
    ১৯৭০; ৫৪ বছর আগে (1970)
    পারমা আসোচাজিনে কালচো হিসেবে
    ২৯ জুন ২০০৪; ১৯ বছর আগে (29 June 2004)
    পারমা ফুটবল ক্লাব এস.পি.এ. হিসেবে
    ২৭ জুলাই ২০১৫; ৮ বছর আগে (27 July 2015)
    এস.এস.ডি. পারমা কালচো ১৯১৩ হিসেবে
    ২২ জুলাই ২০১৬; ৭ বছর আগে (22 July 2016)
    পারমা কালচো ১৯১৩ হিসেবে
মাঠস্তাদিও এন্নিও তারদিনি
ধারণক্ষমতা২২,৩৫৯
মালিক          ক্রাউস গ্রুপ
সভাপতিইতালি কাইল ক্রাউস
প্রধান কোচইতালি ফাবিও লিভেরানি
লিগসেরিয়ে আ
২০১৯–২০১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, পারমা কালচো এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি কোপ্পা ইতালিয়া এবং ১টি সুপারকোপ্পা ইতালিয়ানা শিরোপা রয়েছে। এছাড়াও ক্লাবটি ১টি সেকোন্দা দিভিজিওনে, ৪টি সেরিয়ে চি, ২টি সেরিয়ে দি এবং ১টি কোপ্পা দেল্লে আল্পি শিরোপা জয়লাভ করেছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি উয়েফা কাপ, ১টি উয়েফা কাপ উইনার্স কাপ এবং ১টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।[২][৩][৪]

অর্জন

ঘরোয়া

  • কোপ্পা ইতালিয়া:
    • চ্যাম্পিয়ন (৩): ১৯৯১–৯২, ১৯৯৮–৯৯, ২০০১–০২
  • সুপারকোপ্পা ইতালিয়ানা:
    • চ্যাম্পিয়ন (১): ১৯৯৯

ইউরোপীয়

গৌণ

  • সেকোন্দা দিভিজিওনে:
    • চ্যাম্পিয়ন (১): ১৯২৪–২৫
  • সেরিয়ে চি:
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৫৩–৫৪, ১৯৭২–৭৩, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬
  • সেরিয়ে দি:
    • চ্যাম্পিয়ন (২): ১৯৬৯–৭০, ২০১৫–১৬
  • কোপ্পা দেল্লে আল্পি:
    • চ্যাম্পিয়ন (১): ১৯৬০–৬১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ