পর্তুগাল জাতীয় ফুটবল দল

পর্তুগাল জাতীয় ফুটবল দল (পর্তুগিজ: Seleção Portuguesa de Futebol, ইংরেজি: Portugal national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম পর্তুগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পর্তুগিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২১ সালের ১৮ই ডিসেম্বর তারিখে, পর্তুগাল প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত উক্ত ম্যাচে পর্তুগাল স্পেনের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। পর্তুগাল হচ্ছে উয়েফা নেশনস লীগের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে নেদারল্যান্ডসকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

পর্তুগাল
দলের লোগো
ডাকনামআ সেলেসাও (বাছাইকৃত)
ওস নাভেগাদোরেস (নাবিক)
অ্যাসোসিয়েশনপর্তুগিজ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচফের্নান্দো কোস্তা সান্তোস
অধিনায়কক্রিস্তিয়ানো রোনালদো
সর্বাধিক ম্যাচক্রিস্তিয়ানো রোনালদো (১৬৭)
শীর্ষ গোলদাতাক্রিস্তিয়ানো রোনালদো (১০১)
মাঠএস্তাদিও নাসিওনাল
ফিফা কোডPOR
ওয়েবসাইটwww.fpf.pt
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমানঅপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(মে–জুন ২০১০, অক্টোবর ২০১২, এপ্রিল–জুন ২০১৪, সেপ্টেম্বর ২০১৭ – এপ্রিল ২০১৮)
সর্বনিম্ন৪৩ (আগস্ট ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমানবৃদ্ধি ২ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(জুন ২০০৬)
সর্বনিম্ন৪২ (নভেম্বর ১৯৬২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্পেন ৩–১ পর্তুগাল 
(মাদ্রিদ, স্পেন; ১৮ ডিসেম্বর ১৯২১)
বৃহত্তম জয়
 পর্তুগাল ৮–০ লিশটেনস্টাইন 
(লিসবন, পর্তুগাল; ১৮ নভেম্বর ১৯৯৪)
 পর্তুগাল ৮–০ লিশটেনস্টাইন 
(কুইব্রা, পর্তুগাল; ৯ জুন ১৯৯৯)
 পর্তুগাল ৮–০ কুয়েত 
(লেইরিয়া, পর্তুগাল; ১৯ নভেম্বর ২০০৩)
বৃহত্তম পরাজয়
 পর্তুগাল ০–১০ ইংল্যান্ড 
(লিসবন, পর্তুগাল; ২৫ মে ১৯৪৭)
বিশ্বকাপ
অংশগ্রহণ৭ (১৯৬৬-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (১৯৬৬)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৮ (১৯৮৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৬)
উয়েফা নেশনস লীগ
অংশগ্রহণ২ (২০১৯-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৯)
কনফেডারেশন্স কাপ
অংশগ্রহণ১ (২০১৭-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০১৭)

৩৭,৫৯৩ ধারণক্ষমতাবিশিষ্ট এস্তাদিও নাসিওনালে ওস নাভেগাদোরেস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফের্নান্দো কোস্তা সান্তোস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইয়ুভেন্তুসের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো

পর্তুগাল এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যাদের সেরা সাফল্য হচ্ছে ১৯৬৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা, যেখানে তারা সোভিয়েত ইউনিয়নকে কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পর্তুগাল এপর্যন্ত ৮ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর শিরোপা জয়লাভ করা, যেখানে তারা ফ্রান্সকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। এছাড়াও, ২০১৭ ফিফা কনফেডারেসন্স কাপে পর্তুগাল তৃতীয় স্থান অর্জন করেছে।

ক্রিস্তিয়ানো রোনালদো, পাউলেতা, ইউসেবিও, লুইশ ফিগো এবং পেপের মতো খেলোয়াড়গণ পর্তুগালের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১০ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পর্তুগাল তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৪৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে পর্তুগালের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২য় (যা তারা ২০০৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
 ব্রাজিল১৭৮৪.০৯
 নেদারল্যান্ডস১৭৪৫.৪৮
 পর্তুগাল১৭৪৫.০৬
 স্পেন১৭৩২.৬৪
 ইতালি১৭১৮.৮২
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
 আর্জেন্টিনা২১৩৮
 ফ্রান্স২১১০
 স্পেন২০৩৩
 পর্তুগাল২০৩৩
 ইংল্যান্ড২০১৫

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ প্রত্যাখ্যান
১৯৩৪উত্তীর্ণ হয়নি১১
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬৩য় স্থান নির্ধারণী৩য়১৭
১৯৭০উত্তীর্ণ হয়নি১০
১৯৭৪১০
১৯৭৮১২
১৯৮২১১
১৯৮৬গ্রুপ পর্ব১৭তম১২১০
১৯৯০উত্তীর্ণ হয়নি১১
১৯৯৪১০১৮
১৯৯৮১০১২
২০০২গ্রুপ পর্ব২১তম১০৩৩
২০০৬৩য় স্থান নির্ধারণী৪র্থ১২৩৫
২০১০১৬ দলের পর্ব১১তম১২১৯
২০১৪গ্রুপ পর্ব১৮তম১২২৪১১
২০১৮১৬ দলের পর্ব১৩তম১০৩২
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট৩য় স্থান নির্ধারণী৭/২১৩০১৪১০৪৯৩৫১৩৯৭৬৩৩৩০২৬২১৩৯

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ