পিক্সার

পিক্সার অ্যানিমেশন স্টুডিও ([Pixar, Pixar Animation Studios, The Graphics Group] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (/ˈpɪksɑːr/, লোগোতে PIXAR) যার পূর্বের নাম দ্যা গ্রফিক্স গ্রুপ , একটি মার্কিন কম্পিউটার অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেরিভিলে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। তারা জনপ্রিয়তা পায় সিজিআই চলচ্চিত্রগুলো তৈরির জন্য যা ফটোরিয়েলিস্টিক রেনডার ম্যানের সাথে মিলে নির্মাণ হয়ে ছিল। ১৯৭৯ সালে পিক্সার প্রথমে দ্যা গ্রাফিক্স গ্রুপ নামে লুকাস ফিল্মের কম্পিউটার বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। এটি ১৯৮৬ অন্যের অধিনে চলে যায় যখন অ্যাপল ইনকর্পোরেটেড ও পিক্সারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এর অধিকাংশ ফ্রেঞ্ছাইসি কিনে নেয়।[১] ২০০৬ সালে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি জবসের পিক্সারকে ৭৪০ কোটি ডলার অংশীদারত্ব কিনে নেয়, যা ডিজনিকে পিক্সারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার বানায়।

পিক্সার অ্যানিমেশন স্টুডিও
ধরনসহায়কারী সংস্থা
শিল্প
পূর্বসূরীলুকাস ফিল্মের কম্পিউটার বিভাগ (১৯৭৯–৮৬)
প্রতিষ্ঠাকাল
  • ১৯৭৯ (1979) থেকে দ্যা গ্রফিক্স গ্রুপ হিসেবে আগস্ট ১৭, ১৯৮৬ থেকে বর্তমানে (August 17, 1986 থেকে বর্তমানে) পিক্সার হিসেবে
প্রতিষ্ঠাতা
  • এড ক্যাটমূল
  • এলভি রেয় স্মিথ
  • স্টিভেন পল জবস[১]
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
  • এড ক্যাটমূল (প্রধান)
  • জন লেস্টার (প্রধান সমন্বয়কারী কর্মকর্তা)
  • জিম মরিস (ব্যবস্থাপক এবং পণ্যের কার্যনির্বাহী উপপ্রধান)
পণ্যসমূহপিক্সার ইমেজ কম্পিউটার, রেনডার ম্যান, মরিয়োনেটে
কর্মীসংখ্যা
১,২৩৩ (২০২০) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মাতৃ-প্রতিষ্ঠানলুকাস ফিল্ম (১৯৭৯–৮৬) , ইন্ডিপেন্ডেন্ট (১৯৮৬–২০০৬),
দ্য ওয়াল্ট ডিজনি স্টুডিওস
( দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি) (২০০৬ থেকে বর্তমান)
অধীনস্থ প্রতিষ্ঠানপিক্সার কানাডা
ওয়েবসাইটপিক্সারডটকম
এমেরিভিলের পিক্সার ক্যাম্পাসে স্টিভ জবস বিল্ডিং

পিক্সার ১৯৯৫-তে টয় স্টোরি দিয়ে শুরু করে এখন পর্যন্ত ১৪টি অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেছে। সবকটি চলচ্চিত্রই লক্ষ পূরণে সফল হয়; এর মধ্যে কারস্ ২ পিক্সারের জন্য সবচেয়ে বেশি বাণিজ্যিক সাফল্য বয়ে আনে।[২] সবকটিই হলিউড ভিত্তিক চলচ্চিত্রের সাফল্যের জরিপ সংস্থা সিনেমাস্কোর A(এ) দিয়ে চিহ্নিত করে। [৩] তারা বিভিন্ন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রও প্রযোজনা করে থাকে। ২০১৩ সালের জুলাই পর্যন্ত তাদের চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী ৮৩০ কোটি ডলার আয় করে এবং যা তাদের গড়ে প্রতিটি সিনেমার জন্য ৫৮ কোটি ৯০ লাখ করে আয় হয়।

এই নির্মাতারা এখন পর্যন্ত ২৭টি অস্কার পুরস্কার, ৭টি গোল্ডেন গ্লোব পুরস্কার, ১১টি গ্র্যামি এ্যাওয়ার্ডসহ এছাড়া আরো অনেক পুরস্কার লাভ করে তাদের অসাধারণ চলচ্চিত্র নির্মাণের জন্য। ২০০১-এর পর থেকে পিক্সারের অধিকাংশ চলচ্চিত্র একাডেমি পুরস্কারের সেরা অ্যানিমেশন চলচ্চিত্র বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, এর মধ্যে ২টি বাদে ৭টিই পুরস্কার পেয়েছে; ফাইন্ডিং নিমু, দ্য ইনক্রেডেবলস, র‌্যাটাটুই (চলচ্চিত্র), ওয়াল-ই, আপ, টয় স্টোরি ৩ এবং ব্রেভআপ এবং টয় স্টোরি ৩ দ্বিতীয় ও তৃতীয় অ্যানিমেশন চলচ্চিত্র যা একাডেমি পুরস্কারের সেরা চলচ্চিত্রের মর্যাদা লাভ করে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ