বলশেভিক

বলশেভিক (ইংরেজি: Bolsheviks[২] বা আদিরূপ Bolshevists[৩]; রুশ: большевики, большевик (singular), আ-ধ্ব-ব[bəlʲʂɨˈvʲik]; উৎপত্তি bol'shinstvo থেকে যার অর্থ "majority" বা সংখ্যাগরিষ্ঠতা) হল মার্কসবাদী রাশিয়ান সোস্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির একটি উপদল যা ১৯০৩ সালের দ্বিতীয় পার্টি কংগ্রেসে এর অপর উপদল মেনশেভিক[৪] থেকে আলাদা হয়ে যায়।[৫]

বোরিস কাস্টোডিভ অঙ্কিত ১৯২০ সালের চিত্রকর্ম " বলশেভিক "
বলশেভিক
Большевики
১৯২০ সালে বলশেভিক পার্টির সভাঃ চেয়ারে বসে আছেন (বাম দিক থেকে): আভেল এনুকিদজে, মিখাইল কালিনিন, নিকোলাই বুখারিন, মিখাইল তমস্কি, মিখাইল লাচেভিক, লেভ কামেনেভ, ইয়েভগেনি প্রেওব্রাজেনস্কি, লিওনিড সেরেব্রায়েকোভ, ভ্লাদিমির লেনিন এবং অ্যালেক্সেই রেকভ (সামনে)।
উত্তরসূরীরাশিয়ান কমিউনিস্ট পার্টি (বলশেভিক)
গঠিত১৯০৩; ১২১ বছর আগে (1903)
প্রতিষ্ঠাতাভ্লাদিমির লেনিন
বিলীন হয়েছে১৯৫২; ৭২ বছর আগে (1952)[১]
সদরদপ্তরবৈচিত্র্যময়
পণ্যsপ্রভদা (সংবাদপত্র)
নেতাভ্লাদিমির লেনিন
প্রধান প্রতিষ্ঠান
রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি
প্রাক্তন নাম
"হার্ডস" (কঠোর/কঠিন/রক্ষণশীল)

বলশেভিকেরা একটি গুরুত্বপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাই তাদের এই নাম। পরবর্তীতে তারা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত হয়।[৬] বলশেভিকেরা ১৯১৭ সালের রুশ বিপ্লবকালীন অক্টোবরের বিপ্লবের সময় রাশিয়ার ক্ষমতায় আসে এবং রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোস্যালিস্ট রিপাবলিকের পত্তন করে যা পরবর্তীকালে ১৯২২ সালে গঠিত সোভিয়েত ইউনিয়নের মুখ্য প্রশাসনিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

ভ্লাদিমির লেনিন এবং আলেকজান্ডার বগদানভ কর্তৃক প্রতিষ্ঠিত বলশেভিক ১৯০৫ সাল নাগাদ একটি গণসংগঠনে পরিণত হয় যার সদস্য মূলতঃ ছিল অভ্যন্তরীণ গণতান্ত্রিক পদবিন্যাসে সংগঠিত শ্রমিক জনগোষ্ঠী যা কেন্দ্রীভূত গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হতো। তারা নিজেদেরকে রাশিয়ার বিপ্লবী শ্রমিক শ্রেণীর নেতা হিসেবে বিবেচনা করতো। তাদের বিশ্বাস ও কার্মকান্ডকে প্রায়ই বলশেভিকবাদ হিসেবে অভিহিত করা হয়।

সোভিয়েত ইউনিয়ন থেকে নির্বাসনের পর বিপ্লবী বলশেভিক নেতা লিওন ত্রোত্‌স্কি তার প্রত্যক্ষ করা প্রকৃত লেনিনবাদ এবং জোসেফ স্তালিনের নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র ও দলের মধ্যকার পার্থক্য বোঝাতে সাধারণভাবে "বলশেভিক" এবং "বলশেভিস্ট শব্দ দুটি ব্যবহার করতেন।

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ