বাতিক এয়ার মালয়েশিয়া

বাতিক এয়ার মালয়েশিয়া (পূর্বে মালিন্দো এয়ার নামে পরিচিত) হল একটি মালয়েশীয় পূর্ণ পরিষেবা বাহক,[৩][৪] ইন্দোনেশীয় লায়ন এয়ার গোষ্ঠীর একটি সহযোগী বাহক, যার সদর দপ্তর মালয়েশিয়ায় সেলাঙ্গরের পেটালিং জায়াতে রয়েছে।[৫][৬][৭][৮] মূল নাম মালিন্দো মালয়েশিয়াইন্দোনেশিয়ার মধ্যে একটি সমবায় চুক্তিকে নির্দেশ করে।

বাতিক এয়ার মালয়েশিয়া
আইএটিএআইসিএওকলসাইন
ওডিএমএক্সডিমালিন্দো
প্রতিষ্ঠাকাল২৭ সেপ্টেম্বর ২০১২; ১১ বছর আগে (2012-09-27) (মালিন্দো এয়ার হিসাবে)
২৮ এপ্রিল ২০২২; ২৩ মাস আগে (2022-04-28) (বাতিক এয়ার মালয়েশিয়া হিসাবে)
কার্যক্রম শুরু২২ মার্চ ২০১৩; ১১ বছর আগে (2013-03-22)
হাব
ফোকাস শহরপেনাং
নিয়মানুযায়ী উড়ান পরিকল্পনামালিন্দো মাইলস
বিমানবহরের আকার৩১
গন্তব্য৬৯
প্রধান কোম্পানি
  • স্কাই ওয়ান ইনভেস্টর এসডিএন বিএইচডি.[১]
  • লায়ন এয়ার গোষ্ঠী
প্রধান কার্যালয়আরা দামানসারা, পেটালিং জায়া, সেলাঙ্গর, মালয়েশিয়া
গুরুত্বপূর্ণ ব্যক্তিমুশাফিজ মোস্তফা বাকরি (সিইও)[২]
এডওয়ার্ড সিরাইত (লায়ন গোষ্ঠীর সভাপতি পরিচালক)
ওয়েবসাইটmalindoair.com

পটভূমি

লায়ন এয়ারের হোম টার্ফে মালয়েশিয়া থেকে এয়ারএশিয়ার প্রবেশ ইন্দোনেশিয়ান এয়ারলাইনকে একটি সহায়ক বিমান সংস্থার সঙ্গে মালয়েশিয়ার বাজারে প্রবেশ করতে উত্সাহিত করেছিল। এয়ারএশিয়ার সহযোগী সংস্থা ইন্দোনেশিয়া এয়ারএশিয়া, তার মূল সংস্থার সঙ্গে অংশীদারিত্বে, ইন্দোনেশিয়ায় প্রবেশের জন্য ইন্দোনেশীয় বিমানসংস্থা বাতাভিয়া এয়ারকে ক্রয়ের চেষ্টা করেছিল, কিন্তু নিয়ন্ত্রক জটিলতার কারণে চুক্তিটি হয়নি এবং বাতাভিয়া এয়ার দেউলিয়া হয়ে যায়। প্রচেষ্টার চুক্তির ফলে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় কম খরচের বাহক লায়ন এয়ার এবং এশিয়ার সবচেয়ে কম খরচের বাহক এয়ারএশিয়ার মধ্যে তুমুল বাণিজ্যিক যুদ্ধ হয়।

ওয়েসিস আরা দামানসারা, যেখানে মালিন্দো এয়ারের সদর দফতর রয়েছে

লায়ন এয়ারের সভাপতি পরিচালকের ব্যক্তিগত সহকারী নির্বাহী শ্রী চন্দ্রন রামা মুর্থীকে বাতিক এয়ার মালয়েশিয়ার সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিমানসংস্থার উদ্বোধনী উড়ান ২০১৩ সালের ২২শে মার্চ চালু হয়।

বহর

একটি মালিন্দো এয়ার এয়ার এটিআর ৭২-৬০০ তার প্রধান আঞ্চলিক কেন্দ্র সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে।

জানুয়ারি ২০২৩-এর হিসাব অনুযায়ী, বাতিক এয়ার মালয়েশিয়া নিম্নলিখিত বিমান পরিচালনা করে:[৯][১০]

বাতিক এয়ার মালয়েশিয়া বহর
বিমানপরিষেবায়ক্রয়াদেশযাত্রীটীকা
সিওয়াইমোট
এয়ার এটিআর ৭২-৬০০১২৭২৭২
বোয়িং ৭৩৭-৮০০১২১৫০১৬২
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮১২১৫০১৬২
১৩১৮০১৮০লায়ন এয়ার থেকে স্থানান্তরিত।[৯][১১]
মোট৩১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ