মার্কিন বিমানবাহিনী

ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স (ইংরেজি: United States Air Force) (বাংলা ভাষায়: মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী), সংক্ষেপে ইউএসএএফ (USAF) হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর একটি শাখা, যারা আকাশ, মহাশূন্য, যুদ্ধে অংশ নেয়। এটি যুক্তরাষ্ট্রের ইউনিফর্মড সার্ভিসের একটি অংশ। প্রাথমিকভাবে মার্কিন সেনাবাহিনীর একটি অংশ হিসেবে এই বাহিনীর সৃষ্টি। পরবর্তীকালে ১৯৪৭ সালের জাতীয় নিরাপত্তা আইন অনুসারে এটি একটি পৃথক সশস্ত্র বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে।[১] এটি মার্কিন সশস্ত্র বাহিনীর সবচেয়ে নবীন শাখা।

ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লোগো
সক্রিয়১৮ সেপ্টেম্বর, ১৯৪৭[১] - বর্তমান
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
শাখাবিমান বাহিনী
ভূমিকাTo fly, fight and win ... in air, space and cyberspace.’ (‘উড্ডয়ন, যুদ্ধ ও জয়ের জন্য ... আকাশে, শূন্যে ও মহাশূন্যে’)[১]
আকার৩,২৭,৪৫২ কার্যরত সদস্য
১,১৫,৩০০ সংরক্ষিত সদস্য
১,০৬,৭০০ এয়ার ন্যাশনাল গার্ড
৫,৫৭৩টি যুদ্ধবিমান (এর মধ্যে জঙ্গী বিমান ২,১৩২টি)
৪৫০টি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র
৩২টি উপগ্রহ
অংশীদারপ্রতিরক্ষা মন্ত্রণালয়
ডিপার্টমেন্ট অফ দ্য এয়ার ফোর্স
সদরদপ্তরপেন্টাগণ
নীতিবাক্যAbove All (সবকিছুর ওপরে)
Colorsআলট্রামেরিন নীল ও এয়ার ফোর্স হলুদ[২]          
কুচকাত্তয়াজদি ইউএস এয়ার ফোর্স
যুদ্ধসমূহকোরীয় যুদ্ধ
ভিয়েতনাম যুদ্ধ
উপসাগরীয় যুদ্ধ
কসোভো ক্যাম্পেইন
আফগানিস্তানের যুদ্ধ
ইরাক যুদ্ধ
কমান্ডার
সেনাপ্রধানজেনারেল নর্টন এ. শয়ার্টজ
উপ সেনাপ্রধানজেনারেল ক্যারল এইচ. চ্যান্ডলার
চিফ মাস্টার সার্জেন্টসিএমএসএএফ জেমস এ. রয়
প্রতীকসমূহ
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রতীক
রাউন্ডেল
বিমানবহর
আক্রমণএ-১০, এসি-১৩০
বোমারু বিমানবি-৫২এইচ, বি-১বি, বি-২
বৈদ্যুতিক যুদ্ধই-৩, ই-৮, ইসি-১৩০
জঙ্গী বিমানএফ-১৫সি, এফ-১৫ই, এফ-১৬, এফ-২২
হেলিকপ্টারইউএইচ-১এন, এইচএইচ-৬০
গোয়েন্দা বিমানইউ-২, আরসি-১৩৫, আরকিউ-৪, আরকিউ-১
প্রশিক্ষণ বিমানটি-৬, টি-৩৮, টি-৪৩, টি-১, টিজি-১০
পরিবহন বিমানসি-১৩০, সি-১৩৫, কেসি-১৩৫, সি-৫, সি-৯, কেসি-১০, সি-১৭, ভিসি-২৫, সি-৩২, সিভি-২২, সি-৩৭, সি-২১, সি-১২, সি-৪০

২০০৯ সাল পর্যন্ত ইউএসএএফ ৫,৫৭৩টি মনুষ্যবাহী বিমান পরিচালনা করে আসছে। এর মধ্যে সরাসরি বিমান বাহিনীর হে্ছে ৩,৯৯০টি, ও এয়ার ন্যাশনাল গার্ডের আওতায় ১,২১৩টি।[৩] এছাড়াও ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্সের প্রায় ১৮০টি মনুষ্যবিহীন আকাশযান, ২,১৩০টি আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র,[৪] এবং ৪৫০টি আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী এই বাহিনীর জনবলের মধ্যে রয়েছে কার্যরত সদস্যের সংখ্যা ৩,২৭,৪৫২ জন, সংরক্ষিত সদস্য সংখ্যা ১,১৫,২৯৯ জন, এবং এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য প্রায় ১,০৬,৭০০ জন। এছাড়াও ইউএসএএফ-এর প্রায় ১,৭১,৩১৩ জন বেসামরিক সদস্য,[৫] ও সিভিল ওয়ার প্যাট্রলের আওতাধীন প্রায় ৫৭,০০০ সহযোগী সদস্য রয়েছে।[৬]

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর এই শাখা নিয়ন্ত্রণ করেন বেসামরিক প্রশাসক বিমান বাহিনী সচিব। তিনি এই বাহিনীর প্রশাসন সংক্রান্ত ও নীতিনির্ধারণী সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। ডিপার্টমেন্ট অফ দি এয়ার ফোর্স বা বিমান বাহিনী বিভাগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগ। এই বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা হচ্ছে চিফ অফ স্টাফ অফ দি ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স।

বিমানের তালিকা

AircraftPhotoOriginTypeVersionsNumbers In ServiceComments
বোমারু বিমান
নরথ্রপ গ্রামেন বি-২ স্পিরিটUSAস্ট্র্যাটেজিক বোম্বারবি-২এ২০২০৫৮ পর্যন্ত সেবায় থাকবে
রকওয়েল বি-১ ল্যান্সারUSAস্ট্র্যাটেজিক বোম্বারবি-১বি৬২শুধুমাত্র সুপারসনিক বিমানগুলোই সেবায় রয়েছে
বোয়িং বি-৫২ স্ট্রাটফোর্ট্রেসUSAস্ট্র্যাটেজিক বোম্বারবি-৫২এইচ৭৬২০৪৫ পর্যন্ত সেবায় থাকবে
কার্গো বিমান
লকহিড LC-১৩০USAকার্গো বিমান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ