মুহাম্মদ আল নানি

মিশরীয় ফুটবলার

মুহাম্মদ নাসির আল সাইদ আল নানি (আরবি: محمد ناصر السيد النني‎; জন্ম: ১১ জুলাই ১৯৯২; মুহাম্মদ আল নানি নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং মিশর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদ আল নানি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমুহাম্মদ নাসির আল সাইদ আল নানি[১]
জন্ম (1992-07-11) ১১ জুলাই ১৯৯২ (বয়স ৩১)[২]
জন্ম স্থানএল মাহাল্লা এল কুবরা, মিশর
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর২৫
যুব পর্যায়
১৯৯৭–২০০৮আল আহলি
২০০৮–২০১০আল মুকাউলুন
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১০–২০১৩আল মুকাউলুন৩৫(২)
২০১৩বাজেল (ধার)১৫(০)
২০১৩–২০১৬বাজেল৭৬(৫)
২০১৬–আর্সেনাল৭০(১)
২০১৯–২০২০বেশিকতাশ (ধার)২৭(১)
জাতীয় দল
২০০৯–২০১১মিশর অনূর্ধ্ব-২০(২)
২০১০–২০১৫মিশর অনূর্ধ্ব-২৩(১)
২০১১–মিশর৭৯(৭)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৩১, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩১, ৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

১৯৯৭–৯৮ মৌসুমে, মাত্র ৬ বছর বয়সে, মিশরীয় ফুটবল ক্লাব আল আহলির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আল নানি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আল মুকাউলুনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১০–১১ মৌসুমে, মিশরীয় ক্লাব আল মুকাউলুনের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল মুকাউলুনের হয়ে দুই মৌসুমে ৩৫ ম্যাচে ২টি গোল করার পর ২০১২–১৩ মৌসুমে তিনি প্রায় ০.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে সুইজারল্যান্ডীয় ক্লাব বাজেলে যোগদান করেছেে, এরপূর্বে তিনি বাজেলের হয়ে এক মৌসুমের জন্য ধারে খেলেছিলেন। বাজেলের হয়ে তার ৪ মৌসুমে তিনি ৪টি সুইস সুপার লিগ শিরোপা জয়লাভ করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি প্রায় ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে বাজেল হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন। মাঝে ২০১৯–২০ মৌসুমে তিনি এক মৌসুমের জন্য ধারে তুর্কি ক্লাব বেশিকতাশের হয়ে খেলেছেন, যেখানে তিনি ২৭ ম্যাচে ১টি গোল করেছেন।

২০০৯ সালে, আল নানি মিশর অনূর্ধ্ব-২০ দলের হয়ে মিশরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত মিশরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে মিশরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মিশরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৯ ম্যাচে ৭টি গোল করেছেন। তিনি মিশরের হয়ে ২০১৮ ফিফা বিশ্বকাপ এবং ২টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১৭ এবং ২০১৯) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৭ সালে এক্তোর কুপেরের অধীনে আফ্রিকা কাপ অব নেশন্সের রানার-আপ হয়েছেন। দলগতভাবে, আল নানি এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৪টি বাজেলের হয়ে এবং ৩টি আর্সেনালের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

মুহাম্মদ নাসির আল সাইদ আল নানি ১৯৯২ সালের ১১ই জুলাই তারিখে মিশরের এল মাহাল্লা এল কুবরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৪]

আন্তর্জাতিক ফুটবল

আল নানি মিশর অনূর্ধ্ব-২০ এবং মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মিশরের প্রতিনিধিত্ব করেছেন। মিশর অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনি ২০১১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[৫][৬] তবে তার দল উক্ত আসরের ১৬ দলের পর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে আসর হতে বিদায় নিয়েছিল।[৭] এই আসরে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৮] একই বছরে তিনি মিশর অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১১ ক্যাফ অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছেন, উক্ত প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশর সেনেগাল অনূর্ধ্ব-২৩ দলকে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিলেন।[৯] উক্ত প্রতিযোগিতার ৫ ম্যাচে অংশগ্রহণ করে তিনি ১টি গোল করেছিলেন। আল নানি লন্ডনে অনুষ্ঠিত ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত মিশর অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন;[১০] যেখানে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[১১] মিশরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১২ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, মাত্র ১৯ বছর ১ মাস ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আল নানি সিয়েরা লিওনে বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১২ আফ্রিকা কাপ অব নেশন্স বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মিশরের হয়ে অভিষেক করেছেন।[১২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[১৩][১৪] ম্যাচটিতে মিশর ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[১৫] মিশরের হয়ে অভিষেকের বছরে আল নানি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ৯ মাস ১ দিন পর, মিশরের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[১৬] ২০১৪ সালের ৪ঠা জুন তারিখে, জ্যামাইকার বিরুদ্ধে ম্যাচে মোহাম্মদ সালাহের অ্যাসিস্ট হতে মিশরের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[১৭][১৮]

আল নানি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য এক্তোর কুপেরের অধীনে ঘোষিত মিশর দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।[১৯][২০] ১৫ই জুন তারিখে, তিনি উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন।[২১][২২][২৩] এই আসরে মিশর গ্রুপ পর্ব শেষে কোন পয়েন্ট অর্জন করতে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল, যেখানে তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[২৪]

ব্যক্তিগত জীবন

এলনেনি হলেন একজন ধর্মপ্রাণ মুসলিম।[২৫] ২০১৯ সালের জুলাই মাসে মিশরের এল মাহাল্লা এল কুবরায় আল নানির সম্পত্তিতে এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল, যাকে চোর বলে মনে করা হয়েছিল। লাশটি তার বাবা খুঁজে পেয়েছিলেন, যিনি তৎক্ষণাৎ পুলিশকে ঘটনাটি জানিয়েছিল। মনে করা হয় যে লোকটি বাসার তার চুরি করার চেষ্টা করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছিল।[২৬]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মিশর২০১১
২০১২১৭
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১১
২০১৮১০
২০১৯
২০২০
সর্বমোট৭৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ