মোহাম্মদ সালাহ

মিশরীয় ফুটবলার

মোহাম্মদ সালাহ হামেদ মাহরুস ঘালে (মিশরীয় আরবি: محمد صلاح حامد محروس غالى  মিশরীয় আরবি: mæˈħamæd sˤɑˈlɑːħ ˈɣæːli; জন্ম ১৫ জুন ১৯৯২) একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে জনপ্রিয় ব্রিটিশ ক্লাব লিভারপুল এবং মিশরীয় জাতীয় দল-এ খেলে থাকেন।

মোহাম্মদ সালাহ
২০২১ সালে লিভারপুল সাথে মোহাম্মদ সালাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ সালাহ হামেদ মাহরুস ঘালে[১]
জন্ম (1992-06-15) ১৫ জুন ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থাননাগ্রিগ, ঘাড়বিয়া, মিশর[২]
উচ্চতা১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থানফরওয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর১১
যুব পর্যায়
২০০৬–২০১০এল সোকাউলুন
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১০–২০১২এল সোকাউলুন৩৮(১১)
২০১২–২০১৪বাসেল৪৭(৯)
২০১৪–২০১৬চেলসি১৩(২)
২০১৫ফিওরেন্টিয়া (ধারে)১৬(৬)
২০১৫–২০১৬রোমা (ধারে)৩৪(১৪)
২০১৬–২০১৭রোমা৩১(১৫)
২০১৭–লিভারপুল১৪৮(৯৭)
জাতীয় দল
২০১০–২০১১মিশর অনূর্ধ্ব ২০১১(৩)
২০১১–২০১২মিশর অনূর্ধ্ব ২৩১১(৪)
২০১১–মিশর৭০(৪৩)
অর্জন ও সম্মাননা
 মিশর-এর প্রতিনিধিত্বকারী
আফ্রিকান ইউথ চ্যাম্পিয়নশিপ
তৃতীয় স্থান২০১১ দক্ষিণ আফ্রিকা
অাফ্রিকা কাপ অব নেশনস
রানার-আপ২০১৭ গাবন
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ জানুয়ারী ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৮ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

সালাহ একজন পেশাদার ফুটবলার হিসেবে এল মাকোলুন নামক ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে ২০১২ সালে, তিনি সুইজারল্যান্ড এর বাসেল শহর ভিত্তিক ক্লাব এফসি বাসেল এ স্থানান্তরিত হন, এর পরে, ২০১৭ সালে জনপ্রিয় ক্লাব লিভারপুল-এ স্থানান্তর হওয়ার আগ পযন্ত তিনি জনপ্রিয় ব্রিটিশ ক্লাব চেলসি, ইটালীয় ক্লাব ফিওরেন্টিনা (ধারে) এবং আরেকটি ইটালীয় ক্লাব রোমা'র হয়ে খেলেছেন।এর পাশাপাশি তিনি ২০১১ সাল থেকে মিশরীয় জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করে আসছেন, তিনি আফ্রিকা অনূর্ধ্ব-২০ কাপ অব নেশনস-এ তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন , এছাড়াও তিনি ২০১১ সালে কলাম্বিয়ায় আয়োজিত ২০১১ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-এ ও অংশগ্রহণ করেছেন, লন্ডন-এ অনুষ্ঠেও ২০১২ সামার অলিম্পিকস, লিবিয়াতে অনুষ্ঠেও সিএএফ কাপ অব নেশনস ২০১৭ অংশগ্রহণ করেছেন, এবং তার দল ফাইনালেও পৌছে যায় তবে ফাইনাল ম্যাচটি আর জেতা হয়নি তাদের, এর পরে তিনি ২০১৮ সালে রাশিয়া'তে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০১৮-তে তার জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। অত:পর, তিনি ২০১৮ বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জনকারী ফিফা বিশ্বকাপ কোয়ালিফিকেশন(সাফ)-এ সর্বোচ্চ গোলদাতা হন।

তিনি তার ক্লাব বাসেল এর সাথে প্রথম সিজনেই সুইস সুপার লিগ এবং ২০১৪–১৫ মৌসুমের প্রিমিয়ার লিগ জয় করেন, এছাড়া চেলসি'র সাথে ২০১৪–১৫ মৌসুমের ফুটবল লিগ কাপ জয় করেন, ২০১২ সালে তাকে বছরের সেরা সাফ সবচেয়ে প্রতিশ্রুতিশীল আফ্রিকান প্রতিভা'র পুরস্কার প্রদান করা হয়। [৪] ২০১৩ সালে, সুইস সুপার লিগে সেরা খেলোয়াড় হওয়ার জন্য, তাকে এসএফপি গোল্ডেন প্লেয়ার অ্যাওয়ার্ড নামক পুরস্কার প্রদান করা হয়।

২০১৭ সালে, সাফ বছরের সেরা অাফ্রিকান ফুটবলার হিসেবে, সাহাহ এর নাম ঘোষণা করা হয়,[৫] বিবিসি বছরের সেরা অাফ্রিকান ফুটবলার,[৬] এছাড়া ২০১৭ সালের নভেম্বর মাসের মাসের সেরা প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবেও তার নাম ঘোষণা করা হয়।[৭] এছাড়াও তিনি বছরের সেরা সাফ দল এবং সাফ অাফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের সেরা দল-এ নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন

২০১৩ সালে সালাহ, ম্যাগিকে বিয়ে করেন। একসাথে দম্পতিটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মক্কা, যিনি ২০১৪ সালে জন্মগ্রহণ করেন।[৮] তার কন্যার নাম ইসলামের সবচেয়ে পবিত্রতম শহর মক্কা'র নাম অনুসারে রাখা হয়েছে, তার কন্যা লন্ডনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ওয়েস্ট মিনিস্টার হাসপাতাল এ জন্ম গ্রহণ করে।[৯] সালাহ একজন মুসলিম, এবং প্রায়ই তিনি সিজদা প্রদানের মাধ্যমে গোল উদ্‌যাপন করেন।[১০] তিনি তিনটি আলাদা ভাষায় কথা বলতে পারেন: আরবী, ইংরেজি এবং ইটালিয়ান[১১]

আধুনিক সংস্কৃতিতে

লিভারপুলের ভক্তরা ডডির "Good Enough" এর সুরে একটি ছড়া তৈরি করে বলেছিল যে সালাহ যদি গোল করতে থাকে তবে তারা ইসলামে ধর্মান্তরিত হবে - "যদি সে আপনার পক্ষে যথেষ্ট ভাল হয় তবে সে আমার পক্ষে যথেষ্ট ভাল, যদি সে আরও কয়েকটি গোল করে, তাহলে আমিও মুসলিম হব।সালাহ একে তাঁর অনুমোদন দিয়েছিল। তাঁর মনোহর ও আপোসবাদী ব্যক্তিত্ব তাকে যুক্তরাজ্যে একটি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলেছে। তার লক্ষ্য উদ্‌যাপনের সময়, সালাহ সুজুদে আল্লাহকে ধন্যবাদ জানাতে সিজদা অবস্থায় শুয়ে থাকে। এটি FIFA 19 এ প্রদর্শিত হয়।

২০১৩ সালে সালাহ ইউয়েফা ইউরোপা লিগ-এ তার দল বাসেল এর হয়ে রাশিয়ান ক্লাব জেনিট এসটি পিটার্সবার্গ এর মাঠে খেলছেন
২০১৫ সালের ১লা জানুয়ারী মাসে সালাহ, চেলসির হয়ে টটেনহাম হটস্পার এর মাঠে খেলছেন
২০১৫ সালে সালাহ ফিওরেন্টিনা'র হয়ে খেলছেন
২০১২ সালে সালাহ (বায়ে) তিউনিশিয়া জাতীয় দলের বিপক্ষে খেলছেন

কর্মজীবনের পরিসংখ্যান

ক্লাব

match played 14 January 2018 পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবে উপস্থিতির সংখ্যা এবং গোল সমূহ, সিজন এবং প্রতিযোগিতা
ক্লাবসিজনলিগকাপলিগ কাপমহাদেশীয়সর্বমোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
এল মোকাউলুন২০০৯–১০মিশরীয় প্রিমিয়ার লিগ
২০১০–১১২০২৪
২০১১–১২১৫১৫
সর্বমোট৩৮111৪৪১২
বাসেল২০১২–১৩সুইস সুপার লিগ২৯১৬৫০১০
২০১৩–১৪১৮১০২৯১০
সর্বমোট৪৭0২৬৭৯২০
চেলসি২০১৩–১৪প্রিমিয়ার লিগ১০১১
২০১৪–১৫
সর্বমোট১৩১৯
ফিওরেন্টিনা (ধারে)২০১৪–১৫সিরি এ১৬২৬
রোমা (ধারে)২০১৫–১৬৩৪১৪৪২১৫
রোমা২০১৬–১৭৩১১৫৪১১৯
সর্বমোট৬৫২৯১৫৮৩৩৪
লিভারপুল২০১৭–১৮প্রিমিয়ার লিগ২২১৮৩০২৪
পুরো খেলোয়াড়ী জীবনে সর্বমোট২০১৭৫১৯৫৯১৭২৮১১০১

আন্তর্জাতিক

8 October 2017 পর্যন্ত হালনাগাদকৃত।.[১২]
জাতীয় দলে উপস্থিতির সংখ্যা এবং গোল সমূহ এবং সাল
জাতীয় দলসালউপস্থিতিগোল
মিশর২০১১
২০১২১৫
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১১
সর্বমোট৫৬৩২

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ