ম্যাথু রায়ান

অস্ট্রেলীয় ফুটবল খেলোয়াড়

ম্যাথু ডেভিড রায়ান (জন্ম: ৮ এপ্রিল ১৯৯২) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

ম্যাথু রায়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামম্যাথু ডেভিড রায়ান[১]
জন্ম (1992-04-08) ৮ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)[২]
জন্ম স্থানপ্লাম্পটন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
উচ্চতা১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[৩]
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০০৮মারকোনি স্টালিয়ন্স
২০০৮–২০০৯ব্ল্যাকটাউন সিটি
২০০৯–২০১০সেন্ট্রাল কোস্ট মারিনার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৯–২০১০ব্ল্যাকটাউন সিটি১১(০)
২০১০–২০১৩সেন্ট্রাল কোস্ট মারিনার্স৮০(০)
২০১৩–২০১৫ক্লাব ব্রুহে৭৭(০)
২০১৫–২০১৭ভালেনসিয়া১০(০)
২০১৭→ খেঙ্ক (ধার)১৭(০)
২০১৭–ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন১০০(০)
জাতীয় দল
২০১১–২০১২অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩(০)
২০১২–অস্ট্রেলিয়া৫৯(০)
অর্জন ও সম্মাননা
 অস্ট্রেলিয়া
প্রথম স্থানএএফসি এশিয়ান কাপ২০১৫
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১ মার্চ ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ নভেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

রায়ান সিডনিতে জন্মগ্রহণ করেছেন। তিনি মারকোনি স্টালিয়ন্স, ব্ল্যাকটাউন সিটি এবং সেন্ট্রাল কোস্ট মারিনার্সের যুব পর্যায়ের হয়ে খেলেছেন। তিনি ২০১০ সালে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের জ্যেষ্ঠ দলে যোগদানের পূর্বে ব্ল্যাকটাউন সিটির জ্যেষ্ঠ দলের হয়ে অভিষেক করেছেন। ২০১৩ সালে, রায়ান ক্লাব ব্রুহে-এ যোগদান করেন, যেখানে তিনি মৌসুম খেলার পর, লা লিগার ক্লাব ভালেনসিয়ায় যোগদান করেন। তিনি ২০১৭ সালে, প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নে যোগদান করেন, যেখানে তিনি এপর্যন্ত ৩০-এর অধিক ম্যাচ খেলেছেন।

রায়ান ২০১২ সালে, অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তখন থেকেই তিনি অস্ট্রেলিয়ার গোলরক্ষক হিসেবে ১ নম্বর বিকল্পে পরিণত হন। তিনি তার শৈশবের প্রতিমূর্তি মার্ক শোয়ারজারকে প্রতিস্থাপন করে উক্ত স্থান দখল করেন।[৪] তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৫ এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে অস্ট্রেলিয়া প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০১৫ এএফসি এশিয়ান কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জয়লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন এফসি দল

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ