রাশিয়ার ভূগোল

রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, যা ১৭ নিযুত বর্গকিলোমিটার (৬.৬×১০^ মা) এরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর বাসযোগ্য ভূমির আট ভাগের এক ভাগেরও বেশি ভূমি নিয়ে গঠিত। রাশিয়া এগারোটি সময় অঞ্চল জুড়ে বিস্তৃত এবং বিশ্বের যেকোনো দেশের মধ্যে সর্বাধিক সীমানা বহুল রাষ্ট্র এটি, যার রয়েছে ষোলটি সার্বভৌম রাষ্ট্রের সাথে সীমান্ত এলাকা।[খ]

রাশিয়া ভূগোল
মহাদেশইউরোপএশিয়া
অঞ্চলমধ্য, উত্তর ও পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া
স্থানাঙ্ক
আয়তন১ম
 • মোট[রূপান্তর: অকার্যকর সংখ্যা]
 • স্থলভাগ৯৫.৭৮%
 • জলভাগ৪.২২%
উপকূলরেখা৩৭,৬৫৪ কিমি (২৩,৩৯৭ মা)
সীমানা৪,১৬১ কিমি (২,৫৮৬ মা)

নরওয়ে ১৯৫.৮ কিমি (১২১.৭ মা)
ফিনল্যান্ড ১,২৭১.৮ কিমি (৭৯০.৩ মা)
এস্তোনিয়া ১৩৮ কিমি (৮৬ মা)
লাটভিয়া ২৭০.৫ কিমি (১৬৮.১ মা)
লিথুয়ানিয়া ২৬৬ কিমি (১৬৫ মা)
পোল্যান্ড ২০৪.১ কিমি (১২৬.৮ মা)
বেলারুশ ১,২৩৯ কিমি (৭৭০ মা)
ইউক্রেন ১,৯২৫.৮ কিমি (১,১৯৬.৬ মা)
জর্জিয়া ৮৭৫.৫ কিমি (৫৪৪.০ মা)
আজারবাইজান ৩৭২.৬ কিমি (২৩১.৫ মা)
কাজাখস্তান ৭,৫১২.৮ কিমি (৪,৬৬৮.২ মা)
মঙ্গোলিয়া ৩,৪৮৫ কিমি (২,১৬৫ মা)
চীন ৪,২০৯.৩ কিমি (২,৬১৫.৫ মা)

উত্তর কোরিয়া ১৭ কিমি (১১ মা)
সর্বোচ্চ বিন্দুএলব্রুস পর্বত
৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফু)
সর্বনিম্ন বিন্দুকাস্পিয়ান সাগর
−২৮ মিটার (−৯২ ফু)
দীর্ঘতম নদীইয়েনিসেইআঙ্গারাসেলেংগা
৫,৫৩৯ কিমি (৩,৪৪২ মা)
বৃহত্তম হ্রদবৈকাল হ্রদ ৩১,৭২২ কিমি (১২,২৪৮ মা)
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল৭৫,৬৬,৬৭৩ কিমি (২৯,২১,৫০৯ মা)

রাশিয়া একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র যা ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে বিস্তৃত।[১] এটি ইউরেশিয়ার উত্তরাঞ্চলীয় কোণ জুড়ে বিস্তৃত এবং এর উপকূল রেখা বিশ্বের চতুর্থ-দীর্ঘতম, যার দৈর্ঘ্য ৩৭,৬৫৩ কিমি (২৩,৩৯৬ মা)।[গ][৩] কানাডার পাশাপাশি রাশিয়া বিশ্বের দুটি দেশের একটি যার সাথে তিনটি মহাসাগরের উপকূল রয়েছে এবং এর ফলে এর সাথে তেরোটি প্রান্তিক সমুদ্রের সাথে সংযোগ রয়েছে। এটি ৪১° উত্তর অক্ষাংশ হতে ৮২° উত্তর অক্ষাংশের এবং , এবং ১৯° পূর্ব দ্রাঘিমা হতে ১৬৯° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এবং ওশেনিয়া, ইউরোপ এবং অ্যান্টার্কটিকা - এই তিনটি মহাদেশের চেয়েও আকারে বড়; প্লুটোর সমান পৃষ্ঠভূমি দ্বারা গঠিত।

মানবিক ভূগোল

২০১০ সালের আদমশুমারি অনুসারে রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪২.৮ মিলিয়ন,[৪] যা ২০১১ সালে ক্রিমিয়া দখলের পর ২০২১ সালের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৪৬.২ মিলিয়নে।[৫] এটি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ এবং বিশ্বের নবম সবচেয়ে জনবহুল দেশ; যাতে প্রতি বর্গ কিলোমিটারে ৯ জন অধিবাসীর বাস (প্রতি বর্গ মাইল ২৩ জন)।[৬]

শহুরে এলাকা

প্রাকৃতিক দূর্যোগ

রাশিয়ার প্রাকৃতিক দূর্যোগের মধ্যে রয়েছে কুরিল দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিসমূহের অগ্ন্যুৎপাত এবং কামচাতকা উপদ্বীপে সংগঠিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প।

টীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ