লারিসা লাতিনিনা

লারিসা সিমাইওনোভনা লাতিনিনা (ইউক্রেনীয়: Лариса Семенівна Дирій, রুশ: Лари́са Семёновна Ди́рий; জন্ম: ২৭ ডিসেম্বর, ১৯৩৪) সাবেক সোভিয়েত জিমন্যাস্ট ছিলেন। জিমন্যাস্টিক বিষয়ে তিনি একচ্ছত্র প্রভাব বিস্তার করে ক্রীড়া জগতে স্মরণীয় হয়ে রয়েছেন।[১] ১৯৫৬, ১৯৬০ এবং ১৯৬৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে তিনি ব্যক্তিগতভাবে ১৪টি অলিম্পিক পদক লাভ করেন যা ঐ সময়কার জন্যে একটি রেকর্ড ছিল। ব্যক্তিগত ও দলীয়ভাবে তিনি স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ মিলে সর্বমোট ১৮টি পদক লাভ করেছিলেন। অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পদক হিসেবে এ সংখ্যাটি ৪৮ বছর টিকে ছিল। কিন্তু, ৩১ জুলাই, ২০১২ তারিখে আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস উক্ত পদকসংখ্যাকে অতিক্রম করে নতুন রেকর্ড স্থাপন করেন।

লারিসা লাতিনিনা
২০০০ সালে লারিসা লাতিনিনা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামলারিসা সিমাইওনোভনা লাতিনিনা
প্রতিনিধিত্ব দেশ সোভিয়েত ইউনিয়ন
জন্ম (1934-12-27) ডিসেম্বর ২৭, ১৯৩৪ (বয়স ৮৯)
Kherson, ইউক্রেন এসএসআর, সোভিয়েত ইউনিয়ন
শৃঙ্খলামহিলা শৈল্পিক জিমন্যাস্টিকস্‌
শ্রেণীসিনিয়র ইন্টারন্যাশনাল
জিমরাউন্ড লেক ন্যাশনাল ট্রেনিং সেন্টার; বুরেভেস্তনিক ভলান্ট্যারি স্পোর্টস সোসাইটি
অবসর১৯৬৬
পদকের তথ্য
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৫৬ মেলবোর্নদল
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৫৬ মেলবোর্নAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৫৬ মেলবোর্নVault
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৫৬ মেলবোর্নFloor exercise
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৬০ রোমদল
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৬০ রোমAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান১৯৬০ রোমFloor exercise
স্বর্ণ পদক - প্রথম স্থান1964 Tokyoদল
স্বর্ণ পদক - প্রথম স্থান1964 TokyoFloor exercise
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1956 MelbourneUneven bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1960 RomeUneven bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1960 RomeBalance beam
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1964 TokyoAll-around
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1964 TokyoVault
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1956 MelbourneTeam, apparatus
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1960 RomeVault
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1964 TokyoUneven bars
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1964 TokyoBalance beam
World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1954 Romeদল
স্বর্ণ পদক - প্রথম স্থান1958 Moscowদল
স্বর্ণ পদক - প্রথম স্থান1958 MoscowAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান1958 MoscowVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1958 MoscowBalance beam
স্বর্ণ পদক - প্রথম স্থান1958 MoscowUneven bars
স্বর্ণ পদক - প্রথম স্থান1962 Pragueদল
স্বর্ণ পদক - প্রথম স্থান1962 PragueAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান1962 PragueFloor exercise
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1958 MoscowFloor exercise
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1962 PragueVault
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1962 PragueBalance beam
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1966 Dortmundদল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1962 PragueUneven bars
European Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1957 BucharestAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান1957 BucharestVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1957 BucharestBalance beam
স্বর্ণ পদক - প্রথম স্থান1957 BucharestUneven bars
স্বর্ণ পদক - প্রথম স্থান1957 BucharestFloor exercise
স্বর্ণ পদক - প্রথম স্থান1961 LeipzigAll-around
স্বর্ণ পদক - প্রথম স্থান1961 LeipzigFloor exercise
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1961 LeipzigBalance beam
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1961 LeipzigUneven bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1965 SofiaAll-round
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1965 SofiaUneven bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1965 SofiaBalance beam
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1965 SofiaFloor exercise
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1965 SofiaVault

১৯৮৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অলিম্পিক অর্ডার (রৌপ্য) লাভ করেন। এছাড়াও, ১৯৯৮ সালে ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস্‌ হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত হয়।[২]

প্রারম্ভিক জীবন

লাতিনিনা শৈশবে ব্যালে নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করলেও কিন্তু পরবর্তীতে জিমন্যাস্টিকসে মনোনিবেশ ঘটান। তার কোরিওগ্রাফার তাকে ইউক্রেনের খেরসন থেকে বাইরে নিয়ে যেতে সহায়তা করেন। ১৯৫৩ সালে হাইস্কুল থেকে পাশ করে কিয়েভে অবস্থিত লেনিন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। পাশাপাশি বুরেভেস্তনিক ভলান্ট্যারি স্পোর্টস সোসাইটিতে প্রশিক্ষণ কার্য গ্রহণ করতে থাকেন। ১৯ বছর বয়সে ১৯৫৪ সালে রোমে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে নিজেকে অভিষেক ঘটান এবং দলীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন।

খেলোয়াড়ী জীবন

১৯৫৬ সালে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে লাতিনিনা হাঙ্গেরীর আগ্নেস কেলেতি'র সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হন। ঐ অলিম্পিকে তিনি সবচেয়ে সফলতম জিমন্যাস্টরূপে পরিচিতি পান। কেলেতিকে তিনি অল-এরাউন্ড ইভেন্টে পরাভূত করেন এবং সোভিয়েত দলও দলগত বিষয়ে জয়ী হয়। ফ্লোর ইভেন্টে কেলেতি'র সাথে যুগ্মভাবে ও ভল্টে স্বর্ণপদক জয়লাভ করেন। আনইভেন বারে রৌপ্যপদক এবং দলগত এপারেটাস বিষয়ে ব্রোঞ্জপদক পান।

১৯৫৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে ছয়টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে জয়ী হন। এ সময় তিনি ৪ মাসের গর্ভবতী ছিলেন। রোম অলিম্পিকে তিনি শীর্ষস্থানীয় প্রতিযোগী ছিলেন।[৩] অল-এরাউন্ড বিষয়ে তিনি সোভিয়েত ইউনিয়ন দলকে নেতৃত্ব দিয়ে প্রথম চারটি স্থান দখলে সহায়তা করেন। এছাড়াও তিনি নয় পয়েন্টের ব্যবধানে দলগত বিষয়ে জয়লাভ করান। ফ্লোরে শিরোপা ধরে রাখেন। ব্যালেন্স বীম ও আনইভেন বারে রৌপ্য পদক এবং ভল্ট প্রতিযোগিতায় ব্রোঞ্জ লাভ করেন।

অবসর জীবন

১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের পর খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেন লারিস লাতিনিনা। এরপর তিনি সোভিয়েত জাতীয় জিমন্যাস্টিকস্‌ দলের জন্যে কোচ হিসেবে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পরিচালনায় সোভিয়েত নারী জিমন্যাস্টগণ দলগতভাবে ১৯৬৮, ১৯৭২ এবং ১৯৭৬ সালের অলিম্পিকে স্বর্ণ জয় করে।[৩] ১৯৮০ সালে মস্কোতে অনুষ্ঠিত অলিম্পিক্‌সের জিমন্যাস্টিক্‌স প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পালন করেন।

২০০০ সালে তিনি সোভিয়েত স্পোর্টস ওয়ার্স শিরোনামীয় আমেরিকান পিবিএস টেলিভিশনের তথ্যচিত্রের দ্য রেড ফাইলসে অংশ নেন। সেখানে তিনি জিমন্যাস্ট ও সোভিয়েত কোচ হিসেবে তার অভিজ্ঞতা, দর্শন তুলে ধরেন। বর্তমানে তিনি একজন রুশ নাগরিক। মস্কো অঞ্চলের সিমেনোভস্কোয়ে এলাকায় তিনি বসবাস করছেন।

পদক প্রাপ্তি

পদক
সালপ্রতিযোগিতার বিবরণপদক ও বিভাগ
১৯৫৪বিশ্ব চ্যাম্পিয়নশীপ১ স্বর্ণ (দলগত)
১৯৫৬মেলবোর্ন অলিম্পিক গেমস৪ স্বর্ণ (অল-এরাউন্ড, দলগত, ভল্ট এবং ফ্লোর এক্সারসাইজ); ১ রৌপ্য (বার); ১ ব্রোঞ্জ (অবজেক্ট এক্সারসাইজ)
১৯৫৭ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ৫ স্বর্ণ (অল-এরাউন্ড, ভল্ট, বার, ব্যালেন্স বীম এবং ফ্লোর এক্সারসাইজ)
১৯৫৮বিশ্ব চ্যাম্পিয়নশীপ৫ স্বর্ণ (অল-এরাউন্ড, দলগত, ভল্ট, বার এবং ব্যালেন্স বীম); ১ ব্রোঞ্জ (ফ্লোর এক্সারসাইজ)
১৯৬০রোম অলিম্পিক গেমস৩ স্বর্ণ (অল-এরাউন্ড, দলগত এবং ফ্লোর এক্সারসাইজ); ২ রৌপ্য (বার এবং ব্যালেন্স বীম); ১ ব্রোঞ্জ (ভল্ট)
১৯৬১ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ২ স্বর্ণ (অল-এরাউন্ড এবং ফ্লোর এক্সারসাইজ); ২ রৌপ্য (বার এবং ব্যালেন্স বীম)
১৯৬২বিশ্ব চ্যাম্পিয়নশীপ৩ স্বর্ণ (অল-এরাউন্ড, দলগত এবং ফ্লোর এক্সারসাইজ); ২ রৌপ্য (ভল্ট এবং ব্যালেন্স বীম); ১ ব্রোঞ্জ (বার)
১৯৬৪টোকিও অলিম্পিক গেমস২ স্বর্ণ (দলগত এবং ফ্লোর এক্সারসাইজ); ২ রৌপ্য (অল-এরাউন্ড এবং ভল্ট); ২ ব্রোঞ্জ (বার এবং ব্যালেন্স বীম)
১৯৬৫ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ৪ রৌপ্য (অল-এরাউন্ড, বার, ব্যালেন্স বীম এবং ফ্লোর এক্সারসাইজ); ১ ব্রোঞ্জ (ভল্ট)
১৯৬৬বিশ্ব চ্যাম্পিয়নশীপ১ রৌপ্য (দগলত)

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ