লুই ভুইতোঁ

লুই ভুইতোঁ মালতিয়ে (ফরাসি: Louis Vuitton Malletier), যা সাধারণভাবে লুই ভুইতোঁ নামে পরিচিত, ফ্রান্সের একটি পোশাকশৈলী ও খুচরা বিলাসদ্রব্য বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠান। ১৮৫৪ সালে ফরাসি পোশাকশৈলী নকশাবিদ লুই ভুইতোঁ প্রতিষ্ঠানটি চালু করেন। প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের গায়েই "LV" মার্কাটি মুদ্রিত থাকে। প্রতিষ্ঠানটি বিলাসবহুল অন্তর্বাসচামড়ার পণ্য, তৈরি পোশাক, জুতা, ঘড়ি, গয়না, আনুষঙ্গিক পণ্য, রোদচশমা ও বই বিক্রি করে থাকে। লুই ভুইতোঁ বর্তমানে বিশ্বের অগ্রগণ্য পোশাকশৈলীঘর বা ফ্যাশন হাউজগুলির একটি। প্রতিষ্ঠানটি নিজস্ব একক দোকানে কিংবা উচ্চমানের বিপণীবীথির অংশবিশেষ ভাড়া নিয়ে এবং ইন্টারনেটে নিজস্ব ওয়েবসাইটের ইলেক্ট্রনিক বাণিজ্য পাতার মাধ্যমে তাদের পণ্যগুলি বিক্রয় করে থাকে।[৫][৬] ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ছয় বছর লুই ভুইতোঁকে বিশ্বের সবচেয়ে মূল্যবান মার্কার মর্যাদা দেওয়া হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ২৮৪০ কোটি মার্কিন ডলার এবং আয় ছিল ৯৪০ কোটি মার্কিন ডলার।[৭] প্রতিষ্ঠানটি বিশ্বের ৫০টি দেশের ৪৬০টি দোকানে ব্যবসা পরিচালনা করে।[৮]

লুই ভুইতোঁ
Louis Vuitton
ধরনবিভাগ
শিল্পপোশাকশৈলী
প্রতিষ্ঠাকাল১৮৫৪; ১৭০ বছর আগে (1854)
প্রতিষ্ঠাতালুই ভুইতোঁ
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
মাইকেল বার্ক
(সভাপতিপ্রধান নির্বাহী কর্মকর্তা)[১]
নিকোলা গেস্কিয়ের
ভির্জিল আবলো[২]
(সৃজনশীল পরিচালকবৃন্দ)
পণ্যসমূহবিলাসদ্রব্য
আয়বৃদ্ধি ৯৯০ কোটি মার্কিন ডলার(২০১৭)[৩]
কর্মীসংখ্যা
১,২১,২৮৯ (২০১৪)[৪]
মাতৃ-প্রতিষ্ঠানমোয়ে হেনেসি লুই ভুইতোঁ
ওয়েবসাইটwww.louisvuitton.com
প্যারিসে লুই ভুইতোঁ-র কার্যালয় ভবনের অভ্যন্তরভাগ

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ