লেস পল

লেস্টার উইলিয়াম পলফাস (জুন ৯, ১৯১৫ - আগস্ট ১২, ২০০৯) যিনি লেস পল নামে পরিচিত, হলেন একজন মার্কিন জ্যাজ, কান্ট্রি এবং ব্লুজ গিটারবাদক, গীতিকার এবং আবিষ্কারক। তিনি ছিলেন সলিড-বডি ইলেকট্রিক গিটারের অগ্রদূত যা রক এ্যন্ড রোল সঙ্গীতকে সম্ভব করে তুলেছে।[১] আধুনিক অনেক রেকর্ডিং উদ্ভাবনের কৃতিত্ব তাকে দিতে হয়। যদিও তিনি এই কৌশল ব্যবহার করায় প্রথম ছিলেন না, কিন্তু তার প্রাথমিক গবেষণা ছিলো ওভারডাবিং,(এছাড়াও সাউন্ড অন সাউন্ড হিসাবে পরিচিত),[২] ডিলে ইফেক্ট, যেমন টেপ ডিলে, ফ্যাসিং ইফেক্ট এবং মাল্টিট্র্যাক রেকর্ডিং যা গোটা পৃথিবীর নজর কেড়ে নেয়।[৩]

লেস পল
লেস পল ইরিডিয়াম জ্যাজ ক্লাবে সরাসরি অনুষ্ঠানে গিবসন লেস পল বাজাচ্ছেন, নিউ ইয়র্ক সিটি, ২০০৮
লেস পল ইরিডিয়াম জ্যাজ ক্লাবে সরাসরি অনুষ্ঠানে গিবসন লেস পল বাজাচ্ছেন, নিউ ইয়র্ক সিটি, ২০০৮
প্রাথমিক তথ্য
জন্মনামলেস্টার উইলিয়াম পলফাস
জন্ম(১৯১৫-০৬-০৯)৯ জুন ১৯১৫
ওয়াউকেশা, উইসকনসিন, ইউএস
মৃত্যু১২ আগস্ট ২০০৯(2009-08-12) (বয়স ৯৪)
হোয়াইট প্লেইনস্, নিউ ইয়র্ক, ইউএস
ধরনজ্যাজ, কান্ট্রি, ব্লুজ, রক এ্যন্ড রোল
পেশাআবিষ্কারক, সঙ্গীতজ্ঞ, গীতিকার
বাদ্যযন্ত্রগিটার, ব্যাঞ্জো, হারমোনিকা, পিয়ানো
কার্যকাল১৯২৮–২০০৯
ওয়েবসাইটlespaulfoundation.org

গ্র্যামি হল অব ফেম

মেরি ফোর্ডের সাথে লেস পলের নিম্নলিখিত রেকর্ডিং গ্র্যামি হল অফ ফেমের অর্ন্তভুক্ত করা হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত গ্র্যামি পুরস্কারের এই বিশেষ সম্মান কমপক্ষে ২৫ বছর বয়সী এবং "গুণগত বা ঐতিহাসিক তাৎপয্যপূর্ণ" রেকর্ডের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে।

লেস পল এবং মেরি ফোর্ড: গ্র্যামি হল অব ফেম পুরস্কার[৪]
রেকর্ডের বছরশিরোনামধারালেবেলঅর্ন্তভুক্তির বছরটীকা
১৯৫১"হাও হাই দ্য মুন"ঐতিহ্যগত পপ (একক)ক্যাপিটল রেকর্ডস১৯৭৯
১৯৫৩"ভায়া কন দিওস"ঐতিহ্যগত পপ (একক)ক্যাপিটল রেকর্ডস২০০৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ