শাআনশি

উত্তর-পশ্চিম চীনের একটি প্রদেশ

শাআনশি[টীকা ১] গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। এটি আনুষ্ঠানিকভাবে চীনের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত ধরা হলেও কার্যত এটী চীনের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। প্রদেশটির উত্তর-পূর্বে শানশি, পূর্বে শানশিহনান, দক্ষিণ-পূর্বে হপেই, দক্ষিণে ছুংছিং, দক্ষিণ-পশ্চিমে সিছুয়ান, পশ্চিমে কানসু, উত্তর-পশ্চিমে নিংশিয়া এবং উত্তরে অন্তর্দেশীয় মঙ্গোলিয়া প্রদেশ বা প্রাদেশিক পর্যায়ের অঞ্চলগুলি অবস্থিত। এর আয়তন প্রায় ২,০৫,০০০ কিমি (৭৯,১৫১ মা) এবং অধিবাসী সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লক্ষ। এর রাজধানীর নাম শিআন। এই শহরে চীনের প্রাক্তন দুই রাজধানী ফেংহাও এবং ছাংআন অবস্থিত। শিআনের কাছেই অবস্থিত শিয়েনিয়াং শহরটিও একসময় ছিন রাজবংশের রাজধানী ছিল। ভৌগলিকভাবে শাআনশি ওয়েই নদীর উপত্যকা এবং একে ঘিরে থাকা উর্বর লোয়েস মালভূমি নিয়ে গঠিত, যা দক্ষিণে ছিন পর্বতমালা ও শান্নান পর্যন্ত এবং উত্তরে ওর্দোস মরুভূমি পর্যন্ত বিস্তৃত। পার্শ্ববর্তী শানশি ও হনান প্রদেশের সাথে মিলে শাআনশি প্রদেশ চীন সভ্যতার আঁতুড়ঘর ছিল। এর কুয়াংচুং অঞ্চলে চৌ, ছিন, পশ্চিম হান, সিমা চিন, সুই এবং থাং রাজবংশের রাজধানীগুলি অবস্থিত ছিল। পীত নদীর দ্বারা বেষ্টিত ওর্দোস মালভূমির পুরোটা শাআনশি প্রদেশে পড়েনি; চীনের মহাপ্রাচীর দ্বারা এটি অন্তর্দেশীয় মঙ্গোলিয়ার তৃণভূমি ও মরুভূমিগুলি থেকে বিচ্ছিন্ন।

শাআনশি প্রদেশ
陕西省
প্রদেশ
নামের প্রতিলিপি
 • চীনা陕西省 (Shǎnxī Shěng শানশি শেং)
 • সংক্ষিপ্ত রূপ (Shǎn)
(Qín)
চীনের মানচিত্রে শাআনশি প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
চীনের মানচিত্রে শাআনশি প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
Capital
(and largest city)
শিআন
প্রশাসনিক বিভাজন১০ জেলা, ১০৭ উপজেলা, ১৭৪৫ শহর
সরকার
 • সচিবলৌ ছিন্‌চিয়েন
 • গভর্নর বা প্রশাসকহু হপিং
আয়তন[১]
 • মোট২,০৫,৮০০ বর্গকিমি (৭৯,৫০০ বর্গমাইল)
এলাকার ক্রম১১শ
জনসংখ্যা (২০১০)[২]
 • মোট৩,৭৩,২৭,৩৭৮
 • ক্রম১৬শ
 • জনঘনত্ব১৮০/বর্গকিমি (৪৭০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম২১শ
জনপরিসংখ্যান
 • জাতিগত গঠনহান – ৯৯.৫%
হুই – ০.৪%
 • ভাষা ও আঞ্চলিকতাচুংইউয়েন ম্যান্ডারিন, দক্ষিণ-পশ্চিমী ম্যান্ডারিন, চিন
আইএসও ৩১৬৬ কোডCN-61
GDP (২০১৬)CNY 1.92 trillion
USD 289 billion (১৭শ)
 • মাথাপিছুCNY 50,530
USD 7,609 (১৫শ)
এইচডিআই (২০১০)0.695[৩] (মধ্য) (১৪শ)
ওয়েবসাইটwww.shaanxi.gov.cn (Simplified Chinese)
শাআনশি
সরলীকৃত (উপরে) এবং প্রথাগত (নিচে) অক্ষরে "শাআনশি"
সরলীকৃত চীনা 陕西
ঐতিহ্যবাহী চীনা 陝西
আক্ষরিক অর্থ"শান গিরিপথের পশ্চিমে"
শাআনশি বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর

টীকা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ