নিংশিয়া

উত্তর-পশ্চিম চীনের হুই জাতি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল

নিংশিয়া[টীকা ১] (চীনা: 宁夏; نٍ ﺷﯿَا ﺧُﻮِ ذُﻮْ ذِ جِ ﺛُﻮْ), যার সরকারী নাম নিংশিয়া হুয়েই স্বায়ত্বশাসিত অঞ্চল, গণপ্রজাতন্ত্রী চীনের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। এটি দেশটির উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। অতীতে এটি চীনের একটি প্রদেশ ছিল। ১৯৫৪ সালে এটিকে কানসু প্রদেশের অন্তর্ভুক্ত করে নেয়া হলেও ১৯৫৮ সালে কানসু থেকে এটিকে আলাদা করা হয় এবং হুয়েই জাতির লোকদের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করা হয়। হুয়েই জাতি চীনের ৫৬টি সরকারীভাবে স্বীকৃত জাতিগুলির একটি। চীনের হুয়েই জাতির প্রায় ২০% লোক নিংশিয়া অঞ্চলে বাস করে।[৫]

নিংশিইয়া হুয়েই স্বায়ত্বশাসিত অঞ্চল
宁夏回族自治区
স্বায়ত্বশাসিত অঞ্চল
নাম প্রতিলিপি
 • চীনা宁夏回族自治区 (Níngxià Huízú Zìzhìqū)
 • সংক্ষিপ্ত রূপসরলীকৃত চীনা: ; প্রথাগত চীনা: ; ফিনিন: Níng
চীনের মানচিত্রে নিংশিয়া হুয়েই স্বায়ত্বশাসিত অঞ্চলের অবস্থান দেখানো হয়েছে।
চীনের মানচিত্রে নিংশিয়া হুয়েই স্বায়ত্বশাসিত অঞ্চলের
অবস্থান দেখানো হয়েছে।
নামকরণের কারণ níng—tranquil
xià—Western Xia
"Tranquil Xia"
রাজধানীl
(এবং বৃহত্তম শহর)
ইনচুয়ান
বিভাগসমূহ৫ টিজেলা, ২১ টি উপজেলা, ২১৯ টি শহর
সরকার
 • Secretaryলি চিয়েনহুয়া
 • Chairwomanশিয়েন হুয়েই
আয়তন[১]
 • মোট৬৬,৩৯৯.৭৩ বর্গকিমি (২৫,৬৩৭.০৮ বর্গমাইল)
এলাকার ক্রম২৭তম
জনসংখ্যা (2010)[২]
 • মোট৬৩,০১,৩৫০
 • আনুমানিক (31 December 2014)[৩]৬৬,২০,০০০
 • ক্রম29th
 • জনঘনত্ব৮৯.১/বর্গকিমি (২৩১/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম25th
Demographics
 • Ethnic compositionহান: ৬২%
হুয়েই: ৩৪%
মাঞ্চু: ০.৪%
 • ভাষা ও উপভাষাসমূহLanyin Mandarin, Zhongyuan Mandarin
আইএসও ৩১৬৬ কোডCN-64
GDP (2016)CNY 0.3 trillion
USD 47 billion (29th)
 - per capitaCNY47,165
USD 7,103 (17th)
HDI (2010)0.674[৪] (medium) (21st)
ওয়েবসাইটhttp://www.nx.gov.cn/
নিংশিয়া
প্রথাগত (উপরে) এবং সরলীকৃত (নিচে) চীনা অক্ষরে "নিংশিয়া"
সরলীকৃত চীনা
ঐতিহ্যবাহী চীনা
Xiao'erjingنٍ ﺷﯿَا
পোস্টালNingsia
Ningxia Hui Autonomous Region
সরলীকৃত চীনা 宁夏回族自治区
ঐতিহ্যবাহী চীনা 寧夏回族自治區
Xiao'erjingنٍ ﺷﯿَا ﺧُﻮِ ذُﻮْ ذِ جِ ﺛُﻮْ
পোস্টালNingsia Hui Autonomous Region

নিংশিয়ার পূর্বে শাআনশি, দক্ষিণে ও পশ্চিমে কানসু এবং উত্তর অন্তর্দেশীয় মঙ্গোলিয়া। এর আয়তন প্রায় ৬৬,৪০০ বর্গকিলোমিটার (২৫,৬০০ মা)*.[১]। এটি মূলত একটি জনবিরল, মরুপ্রায় অঞ্চল। এর কিছু অংশ লোয়েস মালভূমি এবং অন্য অংশ পীত নদীর বিশাল সমভূমিতে পড়েছে। এর উত্তর-পূর্ব সীমানা দিয়ে চীনের মহাপ্রাচীর চলে গেছে। বিগত বছরগুলিতে এখানে একটি বৃহৎ খাল ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি অধিকরণ এবং সেচ প্রকল্পের কারণে কৃষিকাজ বৃদ্ধি পেয়েছে।

টংক্সিন গ্রেট মসজিদ, নিংশিয়ার অন্যতম প্রাচীন মসজিদ। স্থানীয় বিখ্যাত সাংস্কৃতিক নিদর্শন।

টীকা

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ