শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেএবিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার হল ক্রিটিক চয়েস অ্যাসোসিয়েশন (সিসিএ) প্রদত্ত বার্ষিক ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের একটি বিভাগ। ১৯৯৫ সালে ১ম ক্রিটিকস চয়েস পুরস্কার আয়োজনে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়। ২০০১ সাল পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়নি। বর্তমানে বার্ষিক ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়। ২০০৮, ২০০৯ ও ২০১৮ সালে তিনবার দুইজন অভিনেত্রী যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার
২০২২-এর বিজয়ী: কেট ব্লানচেট
প্রদানের কারণচলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় পারদর্শিতার জন্য
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
পুরস্কারদাতাক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন
বর্তমানে আধৃতকেট ব্লানচেট
টার (২০২২)
ওয়েবসাইটwww.criticschoice.com

এটি একজন অভিনেত্রীর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার। পূর্বে চলচ্চিত্রের ধারা অনুযায়ী দুটি ভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হত: একটি হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২-২০১৯) এবং অন্যটি মারপিটধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (২০১২-২০১৯)।

কেট ব্লানচেট সর্বাধিক তিনবার এই পুরস্কার অর্জন করেছেন। এছাড়া হিলারি সোয়াঙ্ক, মেরিল স্ট্রিপ, জুলিঅ্যান মুর, ন্যাটালি পোর্টম্যান, ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডজেসিকা চ্যাস্টেইন দুইবার করে এই পুরস্কার পেয়েছেন। সাম্প্রতিক পুরস্কার বিজয়ী কেট ব্লানচেট টার (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীত

এই বিভাগে প্রথম বিজয়ী নিকোল কিডম্যান টু ডাই ফর (১৯৯৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ফারগো (১৯৯৬) ও থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
হেলেনা বোনাম কার্টার দ্য উইংস অব দ্য ডাভ (১৯৯৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
কেট ব্লানচেট এলিজাবেথ (১৯৯৮), ব্লু জেসমিন (২০১৩) ও টার (২০২২)-এ অভিনয়ের জন্য তিনবার পুরস্কৃত হন।
হিলারি সোয়াঙ্ক বয়েজ ডোন্ট ক্রাই (১৯৯৯) ও মিলিয়ন ডলার বেবি (২০০৪)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
জুলিয়া রবার্টস এরিন ব্রকোভিচ (২০০০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
সিসি স্পেসেক ইন দ্য বেডরুম (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জুলিঅ্যান মুর ফার ফ্রম হেভেন (২০০২) ও স্টিল অ্যালিস (২০১৪)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
শার্লিজ থেরন মনস্টার (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
রিজ উইদারস্পুন ওয়াক দ্য লাইন (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
হেলেন মিরেন দ্য কুইন (২০০৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
জুলি ক্রিস্টি অ্যাওয়ে ফ্রম হার (২০০৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
অ্যান হ্যাথাওয়ে রেচেল গেটিং ম্যারিড (২০০৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
মেরিল স্ট্রিপ ডাউট (২০০৮) ও জুলি অ্যান্ড জুলিয়া (২০০৯)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
সান্ড্রা বুলক দ্য ব্লাইন্ড সাইড (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
ন্যাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান (২০১০) ও জ্যাকি (২০১৬)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
জেসিকা চ্যাস্টেইন জিরো ডার্ক থার্টি (২০১২) ও দি আইজ অব ট্যামি ফে (২০২১)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৯০-এর দশক

বছরঅভিনেত্রীচরিত্রচলচ্চিত্রসূত্র.
১৯৯৫নিকোল কিডম্যানসুজান স্টোন-ম্যারেটোটু ডাই ফর[১]
১৯৯৬ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডমার্জ গুন্ডারসনফারগো[২]
১৯৯৭হেলেনা বোনাম কার্টারকেট ক্রয়দ্য উইংস অব দ্য ডাভ[৩]
১৯৯৮কেট ব্লানচেটরানী প্রথম এলিজাবেথএলিজাবেথ[৪]
১৯৯৯হিলারি সোয়াঙ্কব্র্যান্ডন টিনাবয়েজ ডোন্ট ক্রাই[৫]

২০০০-এর দশক

বছরঅভিনেত্রীচরিত্রচলচ্চিত্রসূত্র.
২০০০জুলিয়া রবার্টসএরিন ব্রকোভিচ এরিন ব্রকোভিচ[৬]
২০০১সিসি স্পেসেকরুথ ফাউলারইন দ্য বেডরুম[৭]
নিকোল কিডম্যানস্যাটিনমুলাঁ রুজ!
রানে জেলওয়েগারব্রিজেট জোন্সব্রিজেট জোন্স্‌স ডায়েরি
২০০২জুলিঅ্যান মুরক্যাথি হুইটেকারফার ফ্রম হেভেন[৮]
সালমা হায়েকফ্রিদা কাহলোফ্রিদা
নিকোল কিডম্যানভার্জিনিয়া উল্‌ফদি আওয়ার্স
ডায়ান লেনকনস্ট্যান্স "কনি" সামনারআনফেইথফুল
২০০৩শার্লিজ থেরনএইলিন উরনোসমনস্টার[৯]
জেনিফার কনেলিক্যাথি নিকোলোহাউজ অব স্যান্ড অ্যান্ড ফগ
ডায়ান কিটনএরিকা ব্যারিসামথিংস গটা গিভ
নিকোল কিডম্যানঅ্যাডা মনরোকোল্ড মাউন্টেন
সামান্থা মর্টনসারা সুলিভানইন আমেরিকা
নেওমি ওয়াটসক্রিস্টিনা "ক্রিস" পেক২১ গ্রাম্‌স
২০০৪হিলারি সোয়াঙ্কমার্গারেট "ম্যাগি" ফিট্‌জেরাল্ডমিলিয়ন ডলার বেবি[১০]
অ্যানেট বেনিংজুলিয়া ল্যাম্বার্টবিয়িং জুলিয়া
কাতালিনা সান্দিনো মোরেনোমারিয়া আলভারেজমারিয়া ফুল অব গ্রেস
ইমেল্ডা স্টনটনভেরা ড্রেকভেরা ড্রেক
কেট উইন্সলেটক্লেমেন্টিন ক্রুৎসিন্‌স্কিইটার্নাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
উমা থারম্যানবিয়াট্রিক্স "কিডো"কিল বিল: ভলিউম টু
২০০৫রিজ উইদারস্পুনজুন কার্টার ক্যাশওয়াক দ্য লাইন[১১]
জোন অ্যালেনটেরি উল্‌ফমেয়ারদি আপসাইড অব অ্যাঙ্গার
জুডি ডেঞ্চলরা হেন্ডারসনমিসেস হেন্ডারসন প্রেজেন্টস
ফেলিসিটি হাফম্যানসাবরিনা "ব্রি" অসবর্নট্রান্সআমেরিকা
কিয়ারা নাইটলিএলিজাবেথ বেনেটপ্রাইড অ্যান্ড প্রেজুডিস
শার্লিজ থেরনজোজি এইমসনর্থ কান্ট্রি
২০০৬হেলেন মিরেনরানী দ্বিতীয় এলিজাবেথদ্য কুইনা[১২]
পেনেলোপে ক্রুজরাইমুন্ডাভলভার
জুডি ডেঞ্চবারবারা কভেটনোটস অন আ স্ক্যান্ডাল
মেরিল স্ট্রিপমিরান্ডা প্রিস্টলিদ্য ডেভল ওয়্যারস প্রাডা
কেট উইন্সলেটসারা পিয়ার্সলিটল চিলড্রেন
২০০৭জুলি ক্রিস্টি ফিওনা অ্যান্ডারসনঅ্যাওয়ে ফ্রম হার[১৩]
অ্যামি অ্যাডামসপ্রিন্সেস গিজেলএনচ্যান্টেড
কেট ব্লানচেটরানী প্রথম এলিজাবেথএলিজাবেথ: দ্য গোল্ডেন এজ
মারিয়োঁ কোতিয়ারএদিত পিয়াফলা ভি অঁ রোজ
অ্যাঞ্জেলিনা জোলিমারিয়ান পার্লআ মাইটি হার্ট
এলেন পেজজুনো ম্যাকগাফজুনো
২০০৮অ্যান হ্যাথাওয়ে (যৌথ)কিম বুচম্যানরেচেল গেটিং ম্যারিড[১৪]
মেরিল স্ট্রিপ (যৌথ)সিস্টার অ্যালোয়সিয়াস বোভিয়ারডাউট
কেট বেকিনসেলরেচেল আর্মস্ট্রংনাথিং বাট দ্য ট্রুথ
কেট ব্লানচেটডেইজি ফুলার (প্রাপ্তবয়স্ক)দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন
অ্যাঞ্জেলিনা জোলিক্রিস্টিন কলিন্সচেঞ্জলিং
মেলিসা লিওরে এডিফ্রোজেন রিভার
২০০৯সান্ড্রা বুলক (যৌথ)লেই অ্যান তুওহিদ্য ব্লাইন্ড সাইড[১৫]
[১৬]
মেরিল স্ট্রিপ (যৌথ)জুলিয়া চাইল্ডজুলি অ্যান্ড জুলিয়া
এমিলি ব্লান্টরাণী ভিক্টোরিয়াদ্য ইয়াং ভিক্টোরিয়া
কেরি মুলিগানজেনি মিলারঅ্যান এডুকেশন
সার্শা রোনানসুজি স্যালমনদ্য লাভলি বোনস
গ্যাবরে সিডিবেক্লেইরিস "প্রেশাস" জোন্সপ্রেশাস

২০১০-এর দশক

বছরঅভিনেত্রীচরিত্রচলচ্চিত্রসূত্র.
২০১০ন্যাটালি পোর্টম্যাননিনা সয়ারসব্ল্যাক সোয়ান[১৭]
অ্যানেট বেনিংডক্টর নিকোল "নিক" অলগুডদ্য কিডস আর অল রাইট
নিকোল কিডম্যানবেকা করবেটর‍্যাবিট হোল
জেনিফার লরেন্সরি ডলিউইন্টার্স বোন
নোমি রাপাসলিজবেথ স্যালান্ডারদ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু
মিশেল উইলিয়ামসসিন্থিয়া "সিন্ডি" হেলারব্লু ভ্যালেন্টাইন
২০১১ভায়োলা ডেভিসএইবিলিন ক্লার্কদ্য হেল্প [১৮]
[১৯]
এলিজাবেথ ওলসেনমার্থামার্থা মার্সি মে মার্লিন
মেরিল স্ট্রিপমার্গারেট থ্যাচারদি আয়রন লেডি
টিল্ডা সুইন্টনইভা খাটচাডুরিয়ানউই নিড টু টক অ্যাবাউট কেভিন
শার্লিজ থেরনমেভিস গ্যারিইয়াং অ্যাডাল্ট
মিশেল উইলিয়ামসমেরিলিন মনরোমাই উইক উইথ মেরিলিন
২০১২জেসিকা চ্যাস্টেইনমায়া হ্যারিসজিরো ডার্ক থার্টি[২০]
মারিয়োঁ কোতিয়ারস্টেফানিরাস্ট অ্যান্ড বোন
জেনিফার লরেন্সটিফানি ম্যাক্সওয়েলসিলভার লাইনিংস প্লেবুক
এমানুয়েল রিভাআন লরঁআমুর
কোয়াভ্যানজানে ওয়ালিসহাশপাপিবিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড
নেওমি ওয়াটসমারিয়া বেনেটদি ইম্পসিবল
২০১৩কেট ব্লানচেটজিনেট "জেসমিন" ফ্রান্সিসব্লু জেসমিন[২১]
[২২]
সান্ড্রা বুলকডক্টর রায়ান স্টোনগ্র্যাভিটি
জুডি ডেঞ্চফিলোমেনা লিফিলোমেনা
ব্রি লারসনগ্রেস হাওয়ার্ডশর্ট টার্ম টুয়েলভ
মেরিল স্ট্রিপভায়োলেট ওয়েটসনঅগাস্ট: ওসেজ কাউন্টি
এমা টমসনপি. এল. ট্র্যাভার্সসেভিং মিস্টার ব্যাঙ্কস
২০১৪জুলিঅ্যান মুরডক্টর অ্যালিস হাউল্যান্ডস্টিল অ্যালিস[২৩]
[২৪]
জেনিফার অ্যানিস্টনক্লেয়ার বেনেটকেক
মারিয়োঁ কোতিয়ারস্যান্ড্রা বায়াদো জুর, উন নুই
ফেলিসিটি জোন্সজেন ওয়াইল্ড হকিংদ্য থিওরি অব এভরিথিং
রোজামন্ড পাইকঅ্যামি ইলিয়ট-ডানগন গার্ল
রিজ উইদারস্পুনশেরিল স্ট্রেইডওয়াইল্ড
২০১৫ব্রি লারসনজয় "মা" নিউসামরুম[২৫]
[২৬]
কেট ব্লানচেটক্যারল এয়ার্ডক্যারল
জেনিফার লরেন্সজয় ম্যাংগ্যানোজয়
শার্লট র‍্যাম্পলিংকেট মার্সারফোর্টি ফাইভ ইয়ার্স
সার্শা রোনানএলিস লেসিব্রুকলিন
শার্লিজ থেরনইম্পেরেটর ফিউরিওসাম্যাড ম্যাক্স: ফিউরি রোড
২০১৬ন্যাটালি পোর্টম্যানজ্যাকি কেনেডিজ্যাকি[২৭]
[২৮]
অ্যামি অ্যাডামসডক্টর লুইস ব্যাঙ্কসঅ্যারাইভাল
অ্যানেট বেনিংডরোথি ফিল্ডসটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ওম্যান
ইজাবেল উপেরমিশেল ল্যব্লঁকএল
রুথ নেগামিলড্রেড লাভিংলাভিং
এমা স্টোনমিয়া ডোলানলা লা ল্যান্ড
২০১৭ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডমিলড্রেড হেইসথ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি[২৯]
[৩০]
জেসিকা চ্যাস্টেইনমলি ব্লুমমলিস গেম
স্যালি হকিন্সএলিসা এস্পোসিতোদ্য শেপ অব ওয়াটার
মার্গো রবিটনিয়া হার্ডিংআই, টনিয়া
সার্শা রোনানক্রিস্টিন "লেডি বার্ড" ম্যাকফারসনলেডি বার্ড
মেরিল স্ট্রিপক্যাথরিন গ্রাহামদ্য পোস্ট
২০১৮গ্লেন ক্লোজ (যৌথ)জোন ক্যাসলম্যানদ্য ওয়াইফ[৩১]
[৩২]
লেডি গাগা (যৌথ)অ্যালি মেইনআ স্টার ইজ বর্ন
ইয়ালিৎসা আপারিসিওক্লেওদেগারিয়া "ক্লেও" গুতেরেজরোমা
এমিলি ব্লান্টম্যারি পপিন্সম্যারি পপিন্স রিটার্নস
টনি কোলেটঅ্যানি গ্রাহামহেরেডিটারি
অলিভিয়া কলম্যানরানী অ্যানদ্য ফেভারিট
মেলিসা ম্যাকার্থিলি ইসরায়েলক্যান ইউ এভার ফরগিভ মি?
২০১৯রানে জেলওয়েগারজুডি গারল্যান্ডজুডি[৩৩]
আওকোয়াফিনাবিলি ওয়াংদ্য ফেয়ারওয়েল
সিনথিয়া আরিভোহ্যারিয়েট টাবম্যানহ্যারিয়েট
স্কার্লেট জোহ্যানসননিকোল বার্বারম্যারিজ স্টোরি
লুপিটা ইয়ংওঅ্যাডিলেড উইলসনআস
সার্শা রোনানজোসেফিন "জো" মার্চলিটল উইমেন
শার্লিজ থেরনমেগান কেলিবোম্বশেল

২০২০-এর দশক

বছরঅভিনেত্রীচরিত্রচলচ্চিত্রসূত্র.
২০২০কেরি মুলিগানক্যাসান্দ্রা "ক্যাসি" টমাসপ্রমিজিং ইয়াং ওম্যান[৩৪]
[৩৫]
ভায়োলা ডেভিসমা রেইনিমা রেইনিস ব্ল্যাক বটম
অ্যান্ড্রা ডেবিলি হলিডেদ্য ইউনাইটেড স্টেটস ভার্সার বিলি হলিডে
সিডনি ফ্ল্যানিগানশরৎ কালাহাননেভার রেয়ারলি সামটাইমস অলওয়েজ
ভ্যানেসা কার্বিমার্থা ওয়েইসপিসেস অব আ ওম্যান
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডফার্ননোম্যাডল্যান্ড
জেনডেয়ামেরি জোন্সম্যালকম অ্যান্ড ম্যারি
২০২১জেসিকা চ্যাস্টেইনট্যামি ফায়ে বাকারদি আইজ অব ট্যামি ফে[৩৬]
[৩৭]
অলিভিয়া কলম্যানলেদা কারুসোদ্য লস্ট ডটার
লেডি গাগাপ্যাট্রিজিয়া রেগিয়ানিহাউজ অব গুচি
আলানা হাইমআলানা কেনলিকোরিস পিৎজা
নিকোল কিডম্যানলুসিল বলবিয়িং দ্য রিকার্ডোস
ক্রিস্টেন স্টুয়ার্টপ্রিন্সেস ডায়ানাস্পেন্সার
২০২২কেট ব্লানচেটলিডিয়া টারটার[৩৮]
[৩৯]
ভায়োলা ডেভিসজেনারেল নানিস্কাদ্য ওম্যান কিং
ড্যানিয়েল ডেডউইলারমামি টিলটিল
মার্গো রবিনেলি লরয়ব্যাবিলন
মিশেল উইলিয়ামসমিটজি ফেবলম্যানফেবলম্যান্স
মিশেল ইয়োইভলিন ওয়াংএভরিথিং এভরিভয়্যার অল অ্যাট ওয়ান্স

একাধিক বিজয়

৩টি পুরস্কার
২টি পুরস্কার

একাধিক মনোনয়ন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ