স্পোর্টস ক্লাব স্লাভিয়া প্রাহা

স্পোর্তভনি ক্লুব স্লাভিয়া প্রাহা – ফুটবল (সাধারণত স্লাভিয়া প্রাহা / স্লাভিয়া প্রাগ উচ্চারিত [ˈslaːvɪja ˈpraɦa] নামে সুপরিচিত; এছাড়াও স্লাভিয়া প্রাহা ক্রীড়া ক্লাব – ফুটবল বা স্পোর্ট ক্লাব স্লাভিয়া প্রাহা – ফুটবল নামে পরিচিত) হচ্ছে চেক প্রজাতন্ত্রের প্রাগের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়ে এবং ১৯৯৩ সালে স্বাধীনতার পরে চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় সবচেয়ে সফল ক্লাবে পরিণত হয়েছে।[১]

স্লাভিয়া প্রাহা
পূর্ণ নামস্পোর্তভনি ক্লুব স্লাভিয়া প্রাহা – ফুটবল এএস
ডাকনামচেরভেনোবিয়ি
(লাল এবং সাদা)
সেশিভানি
(সেলাই) [নোট ১]
ভেচনা স্লাভিয়া
(চিরন্তন স্লাভিয়া)
প্রতিষ্ঠিত২ নভেম্বর ১৮৯২; ১৩১ বছর আগে (1892-11-02) এসিওএস (আকাদেমিস্কি সিকলিস্তিস্কি অদবর স্লাভিয়া)
মাঠসিনোবো স্টেডিয়াম,
ভারশোভিসে, প্রাগ ১০, প্রাগ
ধারণক্ষমতা২০,২৩২
মালিকসিনোবো গ্রুপ, সিআইটিআইসি গ্রুপ
সভাপতিইয়ারোস্লাভ ভার্গিক
প্রধান কোচইন্দ্রিখ ত্রাপিশভস্কি
লিগচেক প্রথম লীগ
২০১৮–১৯১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এই ক্লাবটি চেক প্রজাতন্ত্রের শীর্ষ স্তরের লীগ, চেক প্রথম লীগে খেলে থাকে। এই ক্লাবটি চেক ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা স্পার্তা প্রাহার সাথে প্রাহা ডার্বি খেলে থাকে। ১৯৩৮ সালে মিত্রোপা কাপসহ স্লাভিয়া ১৯টি শিরোপা, বেশ কয়েকটি চেক কাপ জয়লাভ করেছে। ১৯৯৩ সালে চেক লীগের প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি পাঁচটি লীগ শিরোপা জয়লাভ করেছে। এই ক্লাবটি ১৯৯৫–৯৫ উয়েফা কাপের সেমিফাইনালেও পৌঁছেছে এবং ২০০৭–০৮ মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লীগে অংশগ্রহণ করেছে। ২০১৯ সালে, স্লাভিয়া ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এবং ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

পুরুষদের মূল দল ছাড়াও স্লাভিয়া প্রাহার সংরক্ষিত, যুব এবং নারী দল রয়েছে।

অর্জন

ঘরোয়া

লীগ
  • বোহেমীয় ফুটবল ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়ন (১): ১৯১৩
  • চেকোস্লোভাক প্রথম লীগ
চ্যাম্পিয়ন (১৩): ১৯২৫, ১৯২৮–২৯, ১৯২৯–৩০, ১৯৩০–৩১, ১৯৩২–৩৩, ১৯৩৩–৩৪, ১৯৩৪–৩৫, ১৯৩৬–৩৭, ১৯৩৯–৪০, ১৯৪০–৪১, ১৯৪১–৪২, ১৯৪২–৪৩, ১৯৪৬–৪৭
  • চেক প্রথম লীগ
চ্যাম্পিয়ন (৫): ১৯৯৫–৯৬, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১৬–১৭, ২০১৮–১৯
কাপ
  • চেক কাপ
চ্যাম্পিয়ন (৯): ১৯৪১, ১৯৪২, ১৯৪৫, ১৯৭৪, ১৯৯৬–৯৭, ১৯৯৮–৯৯, ২০০১–০২, ২০১৭–১৮, ২০১৮–১৯
অন্যান্য
  • চেক চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়ন (৬): ১৮৯৭ বসন্ত, ১৮৯৭ শরৎ, ১৮৯৮, ১৮৯৯, ১৯০০, ১৯০১

আন্তর্জাতিক

  • মিত্রোপা কাপ
চ্যাম্পিয়ন (১): ১৯৩৮
  • কুপ দে নেশনস
রানার-আপ (১): ১৯৩০

নোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ