১৯৯৯–২০০০ বুন্দেসলিগা

১৯৯৯–২০০০ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩৭তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯৯ সালের ১৩ই আগস্ট তারিখে শুরু হয়ে ২০০০ সালের ২০শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[১][২] ১৮৬০ মিউনিখের ডেনীয় রক্ষণভাগের খেলোয়াড় ক্লাউস থমসন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[৩]

বুন্দেসলিগা
মৌসুম১৯৯৯–২০০০
তারিখ১৩ আগস্ট ১৯৯৯ – ২০ মে ২০০০
চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ
১৫তম বুন্দেসলিগা শিরোপা
১৬তম জার্মান শিরোপা
উন্নীতআরমিনিয়া বিলেফেল্ড
উন্টারহাখিং
উলম
অবনমনউলম
আরমিনিয়া বিলেফেল্ড
ডুসবুর্গ
চ্যাম্পিয়নস লীগবায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুজেন
হামবুর্গার
১৮৬০ মিউনিখ
উয়েফা কাপকাইজারস্লাউটার্ন
হের্টা
ভেয়ার্ডার ব্রেমেন
ইন্টারটোটো কাপভলফসবুর্গ
স্টুটগার্ট
মোট খেলা৩০৬
মোট গোলসংখ্যা৮৮৫ (ম্যাচ প্রতি ২.৮৯টি)
শীর্ষ গোলদাতাজার্মানি মার্টিন মাক্স (১৯টি গোল)
সবচেয়ে বড় হোম জয়৭ ম্যাচ
সবচেয়ে বড় অ্যাওয়ে জয়উলম ১–৯ লেভারকুজেন (১৮ মার্চ ২০০০)
সর্বোচ্চ স্কোরিংউলম ১–৯ লেভারকুজেন (১৮ মার্চ ২০০০)

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯৮–৯৯ মৌসুমে ৭৮ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১৪তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

এই মৌসুমে ৭৩ পয়েন্ট অর্জন করে বায়ার্ন মিউনিখ ১৫তম বারের মতো বুন্দেসলিগা এবং ১৬তম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। ১৮৬০ মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় মার্টিন মাক্স ১৯ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।

প্রতিযোগিতার ধরন

প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।

দল

১৯৯৮–৯৯ মৌসুম শেষে নুর্নবার্গ, বোখুম এবং বরুসিয়া মনশেনগ্লাডবাখ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে আরমিনিয়া বিলেফেল্ড, উন্টারহাখিং এবং উলম বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

১৯৯৯–২০০০ বুন্দেসলিগায় অংশগ্রহণকারী ক্লাবের অবস্থান
ক্লাবমাঠ[৪]ধারণক্ষমতা[৪]
হের্টাবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৭৬,০০০
আরমিনিয়া বিলেফেল্ডআলম স্টেডিয়াম২৬,৬০০
ভেয়ার্ডার ব্রেমেনভেজার স্টেডিয়াম৩৬,০০০
বরুসিয়া ডর্টমুন্ডভেস্টফালেন স্টেডিয়াম৬৮,৬০০
ডুসবুর্গভেডাউস্টাডিওন৩০,১২৮
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন৬২,০০০
ফ্রাইবুর্গড্রাইসাম স্টেডিয়াম২৫,০০০
হামবুর্গারফক্সপার্কস্টাডিওন৬২,০০০
কাইজারস্লাউটার্নফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম৪১,৫০০
বায়ার লেভারকুজেনবেএরিনা২২,৫০০
১৮৬০ মিউনিখমিউনিখ অলিম্পিক স্টেডিয়াম৬৩,০০০
বায়ার্ন মিউনিখবার্লিন অলিম্পিক স্টেডিয়াম৬৩,০০০
হান্সা রস্টকঅস্টসি স্টেডিয়াম২৫,৮৫০
শালকেপার্ক স্টেডিয়াম৭০,০০০
স্টুটগার্টগটলিয়েব ডাইমলার স্টেডিয়াম৫৩,৭০০
উলমডোনাউ স্টেডিয়াম২৩,৫০০
উন্টারহাখিংস্পোর্টপার্ক উন্টারহাখিং১১,৩০০
ভলফসবুর্গভিএফএল স্টেডিয়াম আম এলস্টারভেগ২১,৬০০

পয়েন্ট তালিকা

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
বায়ার্ন মিউনিখ (C)৩৪২২৭৩২৮+৪৫৭৩চ্যাম্পিয়নস লীগের প্রথম পর্বে উত্তীর্ণ
বায়ার লেভারকুজেন৩৪২১১০৭৪৩৬+৩৮৭৩
হামবুর্গার৩৪১৬১১৬৩৩৯+২৪৫৯চ্যাম্পিয়নস লীগের তৃতীয় বাছাইপর্বে উত্তীর্ণ
১৮৬০ মিউনিখ৩৪১৪১১৫৫৪৮+৭৫৩
কাইজারস্লাউটার্ন৩৪১৫১৪৫৪৫৯−৫৫০উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ
হের্টা৩৪১৩১১১০৩৯৪৬−৭৫০
ভলফসবুর্গ৩৪১২১৩৫১৫৮−৭৪৯ইন্টারটোটো কাপের তৃতীয় পর্বে উত্তীর্ণ
স্টুটগার্ট৩৪১৪১৪৪৪৪৭−৩৪৮ইন্টারটোটো কাপের দ্বিতীয় পর্বে উত্তীর্ণ
ভেয়ার্ডার ব্রেমেন৩৪১৩১৩৬৫৫২+১৩৪৭উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[ক]
১০উন্টারহাখিং৩৪১২১৪৪০৪২−২৪৪
১১বরুসিয়া ডর্টমুন্ড৩৪১৩১২৪১৩৮+৩৪০
১২ফ্রাইবুর্গ৩৪১০১০১৪৪৫৫০−৫৪০
১৩শালকে৩৪১৫১১৪২৪৪−২৩৯[খ]
১৪আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট[গ]৩৪১২১৭৪২৪৪−২৩৯[খ]
১৫হান্সা রস্টক৩৪১৪১২৪৪৬০−১৬৩৮
১৬উলম (R)৩৪১৭৩৬৬২−২৬৩৫২. বুন্দেসলিগায় অবনমিত
১৭আরমিনিয়া বিলেফেল্ড (R)৩৪১৮৪০৬১−২১৩০
১৮ডুসবুর্গ (R)৩৪১০২০৩৭৭১−৩৪২২

ফলাফল

স্বাগতিক \ সফরকারীBSCDSCSVWBVBDUISGESCFHSVFCKB04M60FCBROSS04VFBULMUNTWOB
হের্টা২–০১–১০–৩২–১১–০০–০২–১০–১০–০১–১১–১৫–২২–১১–১৩–০২–১০–০
আরমিনিয়া বিলেফেল্ড১–১২–২০–২০–১১–১২–১৩–০১–২১–২২–২০–৩২–২১–২১–২৪–১১–০০–০
ভেয়ার্ডার ব্রেমেন৪–১৩–১৩–২৪–০৩–১৫–২২–১৫–০১–৩১–৩০–২২–১০–১২–১২–২২–২২–২
বরুসিয়া ডর্টমুন্ড৪–০১–৩১–৩২–২১–০১–১০–১০–১১–১১–১০–১৩–০১–১১–১১–১১–৩২–১
ডুসবুর্গ০–০০–৩০–১২–২২–৩১–২১–১২–২০–০৩–০১–২২–২১–১১–৩০–০২–০২–৩
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট৪–০২–১১–০১–১২–২২–০৩–০০–১১–২৩–১১–২০–০০–২০–১২–১৩–০৪–০
ফ্রাইবুর্গ০–১১–১২–১১–১৩–০২–৩০–২২–১০–০৩–০১–২৫–০২–১০–২২–০৪–৩১–১
হামবুর্গার৫–১৫–০০–০১–১৬–১১–০২–০২–১০–২২–০০–০১–০৩–১৩–০১–২৩–০২–২
কাইজারস্লাউটার্ন১–২০–২৪–৩১–০৩–২১–০০–২২–০১–৩১–১০–২২–২২–১১–২৬–২৪–২২–২
বায়ার লেভারকুজেন৩–১৪–১৩–২৩–১৩–০৪–১১–১২–২৩–১১–১২–০১–১৩–২১–০৪–১২–১৪–১
১৮৬০ মিউনিখ২–১৫–০১–০০–৩৪–১২–০৩–১০–০২–১১–২১–০৪–৩৩–৩১–১৪–১২–১১–২
বায়ার্ন মিউনিখ৩–১২–১৩–১১–১৪–১৪–১৬–১২–২২–২৪–১১–২৪–১৪–১০–১৪–০১–০৫–০
হান্সা রস্টক০–১২–১১–১১–০৩–১৩–১১–১৩–৩৪–২১–১০–০০–৩১–০১–৪২–১১–১১–১
শালকে১–১১–১৩–১০–০৩–০০–০২–২১–৩১–২১–১২–২১–১০–২৩–০০–০১–০১–১
স্টুটগার্ট১–০৩–৩০–০১–২৪–২০–২১–০১–৩০–১১–২১–৩২–০৩–১০–২২–০০–২২–৫
উলম০–১২–০২–১০–১০–৩৩–০১–১১–২৩–১১–৯৩–০০–১১–১১–১১–১১–০২–০
উন্টারহাখিং১–১২–০১–০১–০২–০১–০১–০১–১১–২২–০১–১০–২১–১৩–১২–০১–০১–১
ভলফসবুর্গ২–৩২–০২–৭১–০১–০১–০২–১৪–৪৩–২৩–১২–১১–১২–০০–০০–২১–২২–২

শীর্ষ গোলদাতা

অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
মার্টিন মাক্স১৮৬০ মিউনিখ১৯
উলফ কির্স্টেনবায়ার লেভারকুজেন১৭
জিওভানে এলবেরবায়ার্ন মিউনিখ১৪
এবে সান্দশালকে
মার্কো বোডেভেয়ার্ডার ব্রেমেন১৩
পাউলো সের্জিওবায়ার্ন মিউনিখ
আইতোনভেয়ার্ডার ব্রেমেন১২
জনাথন আকপোবোরিভলফসবুর্গ
মাইকেল প্রিৎসহের্টা
১০ আদিল সালিমিফ্রাইবুর্গ১১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ