আলেহান্দ্রো গারনাচো

আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়

আলেহান্দ্রো গারনাচো ফেরেইরা (স্পেনীয়: Alejandro Garnacho, স্পেনীয় উচ্চারণ: [ˌalexˈandɾo ɡaɾnˈat͡ʃo]; জন্ম: ১ জুলাই ২০০৪; আলেহান্দ্রো গারনাচো নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১]

আলেহান্দ্রো গারনাচো
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গারনাচো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআলেহান্দ্রো গারনাচো ফেরেইরা
জন্ম (2004-07-01) ১ জুলাই ২০০৪ (বয়স ১৯)
জন্ম স্থানমাদ্রিদ, স্পেন
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর৪৯
যুব পর্যায়
আতলেতিকো মাদ্রিদ
২০২০–ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০২২–ম্যানচেস্টার ইউনাইটেড(০)
জাতীয় দল
২০২১–২০২২স্পেন অনূর্ধ্ব-১৮(০)
২০২২–আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০(৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:১৩, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৩, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০২১ সালে, গারনাচো স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৮ দলের হয়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

আলেহান্দ্রো গারনাচো ফেরেইরা ২০০৪ সালের ১লা জুলাই তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

আলেহান্দ্রো গার্নাচো তার জন্মের দেশ স্পেন এবং আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্য ছিলেন, কারণ তার মা আর্জেন্টিনা। [২] তিনি ২০২১ সালে স্পেন অনূর্ধ্ব-১৮ দলের হয়ে তিনটি উপস্থিতি করেছিলেন [৩]

৭ মার্চ ২০২২-এ, গার্নাচোকে সেই মাসে তাদের দুটি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রাথমিক 44 সদস্যের দল হিসেবে সিনিয়র আর্জেন্টিনা দলে ডাকা হয়েছিল। [৪] ফিক্সচারের জন্য তিনি চূড়ান্ত ৩৩ সদস্যের দলে জায়গা করে নেন, [৫] [৬] কিন্তু কোনো খেলাতেই তিনি উপস্থিত হননি। [৭]

২০২২ সালের ২৬ মার্চ আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে গার্নাচোর অভিষেক হয়, যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে শুরু করেন। [৮] তিনি ২০২২ সালের মরিস রেভেলো টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ দলের হয়ে চারটি খেলায় [৩] চারটি গোল করেছিলেন, যা রেভেলেশন প্লেয়ার এবং গোল অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছিল। [৯] [১০]

২০২৩ সালের মার্চ মাসে, পানামা এবং কুরাকাওর বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে আবারো সিনিয়র আর্জেন্টিনা দলে ডাকা হয়, [১১] [১২] কিন্তু গোড়ালিতে আঘাতের কারণে তাকে দল থেকে প্রত্যাহার করতে হয়। [১৩] ১৫ জুন ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্কার্স স্টেডিয়ামে একটি প্রীতি খেলার সময় তিনি সিনিয়র দলের হয়ে অভিষেক করেন, খেলার দ্বিতীয়ার্ধে নিকোলাস গঞ্জালেজের বিকল্প হিসেবে আসেন। [১৪]

ব্যক্তিগত জীবন

গার্নাচো ১লা জুলাই ২০০৪ এ মাদ্রিদে একজন স্প্যানিশ জন্মগ্রহণকারী পিতা অ্যালেক্স গার্নাচো এবং একজন আর্জেন্টিনার মা প্যাট্রিসিয়া ফেরেরা ফার্নান্দেজের কাছে জন্মগ্রহণ করেছিলেন। [১৫] তার একটি ছোট ভাই আছে, রবার্তো গার্নাচো। অ্যালেক্স গার্নাচো ম্যানেজমেন্ট ফার্ম, লিডার স্পোর্টস ম্যানেজমেন্টের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, [১৫] যারা বর্তমানে আলেজান্দ্রোর প্রতিনিধিত্ব করে।

তিনি এবং তার বান্ধবী, ইভা, এনজো নামে একটি ছেলে রয়েছে, যে ৪ অক্টোবর ২০২৩-এ জন্মগ্রহণ করেছিল [১৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ