পানামা জাতীয় ফুটবল দল

পানামার প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল দল

পানামা জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Panamá, ইংরেজি: Panama national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পানামার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম পানামার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পানামীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৩৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে [৪] ১৯৩৮ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে, পানামা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পানামার পানামা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে পানামা ভেনেজুয়েলাকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

পানামা
দলের লোগো
ডাকনামলস কানালেরোস
অ্যাসোসিয়েশনপানামীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচটমাস খ্রিস্টিয়ানসেন
অধিনায়করোমান তোরেস
সর্বাধিক ম্যাচগাব্রিয়েল গোমেস (১৪৯)
শীর্ষ গোলদাতালুইস তেহাদা (৪৩)
মাঠরোমেল ফের্নান্দেস স্টেডিয়াম
ফিফা কোডPAN
ওয়েবসাইটwww.fepafut.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪১ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ২৯ (মার্চ ২০১৪)
সর্বনিম্ন১৫০ (আগস্ট ১৯৯৫)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩০ বৃদ্ধি ২৩ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ২৮ (জুলাই ২০১৩)
সর্বনিম্ন১৫১ (জুন ১৯৮৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 পানামা ৩–১ ভেনেজুয়েলা 
(পানামা সিটি, পানামা; ১২ ফেব্রুয়ারি ১৯৩৮)[৩]
বৃহত্তম জয়
 পানামা ১২–১ পুয়ের্তো রিকো 
(বারাঙ্কিলা, কলম্বিয়া; ১৩ ডিসেম্বর ১৯৪৬)[৩]
বৃহত্তম পরাজয়
 পানামা ০–১১ কোস্টা রিকা 
(পানামা সিটি, পানামা; ১৬ ফেব্রুয়ারি ১৯৩৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১৮-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৮)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১০ (১৯৬৩-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০০৫, ২০১৩)
কোপা আমেরিকা
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৬)

৩২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট রোমেল ফের্নান্দেস স্টেডিয়ামে লস কানালেরোস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় পানামার রাজধানী পানামা সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টমাস খ্রিস্টিয়ানসেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সিয়াটল সাউন্ডার্সের রক্ষণভাগের খেলোয়াড় রোমান তোরেস।

পানামা এপর্যন্ত ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে ২০১৮ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।[৫][৬] অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে পানামা এপর্যন্ত ১০ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৫ এবং ২০১৩ কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে পৌঁছানো। এছাড়াও, পানামা ২০১৬ কোপা আমেরিকার গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

ইতিহাস

২০১৪ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পানামা দল বাছাইপর্বের চতুর্থ পর্ব পর্যন্ত উপনীত হয়েছিল। চার বছর পর ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লস কানালোরেস শেষ পর্যন্ত কোস্টারিকাকে ২–১ গোলে পরাজিত করে বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার সুযোগ করে নেয়। ফলশ্রুতিতে ত্রিনিদাদ ও টোবাগোর কাছে ২–১ গোলে পরাজিত হয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয় মার্কিন যুক্তরাষ্ট্র। পানামা দল ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামইংল্যান্ডসহ আফ্রিকান দল তিউনিসিয়ার সাথে গ্রুপ জি-এ মুখোমুখি হয়েছিল।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৪ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পানামা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২৯তম) অর্জন করে এবং ১৯৯৫ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৫০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে পানামার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২৮তম (যা তারা ২০১৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৩৯  চেক প্রজাতন্ত্র১৪৯৪.০৪
৪০  চিলি১৪৮৯.৮২
৪১  পানামা১৪৭৫.৬২
৪২  নাইজেরিয়া১৪৭৪.৪৪
৪৩  রোমানিয়া১৪৭২.৭৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
২৮  মার্কিন যুক্তরাষ্ট্র১৭৭৬
২৯ ১১  তুরস্ক১৭৬৬
৩০ ২৩  পানামা১৭৬৫
৩১  চেক প্রজাতন্ত্র১৭৫৭
৩২  রাশিয়া১৭৫৬

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৩৪
১৯৩৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮উত্তীর্ণ হয়নি২১
১৯৮২২৪
১৯৮৬
১৯৯০
১৯৯৪
১৯৯৮১৪১৩
২০০২১০১৯
২০০৬১৮১০১৯৩২
২০১০
২০১৪২০৩১১৮
২০১৮গ্রুপ পর্ব৩২তম১১১৬১৬১৫
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব১/২১১১৯৪২৭২২৪৫১০৪১৫৭

সিসিসিএফ চ্যাম্পিয়নশিপ

সিসিসিএফ প্রতিযোগিতা ১৯৪১ সালে শুরু হলেও ১৯৬১ সালে বিলুপ্ত হয়ে যায়।

  • ১৯৪১ – ৪র্থ স্থান
  • ১৯৪৩ – অংশগ্রহণ করেনি
  • ১৯৪৬ – ৫ম স্থান
  • ১৯৪৮ – ৩য় স্থান
  • ১৯৫১ – চ্যাম্পিয়ন
  • ১৯৫৩ – ৭ম স্থান
  • ১৯৫৫ – অংশগ্রহণ করেনি
  • ১৯৫৭ – ৪র্থ স্থান
  • ১৯৬০ – অংশগ্রহণ করেনি
  • ১৯৬১ – ১ম রাউন্ড

কনকাকাফ চ্যাম্পিয়নশিপ

১৯৬৩ সালে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হলেও ১৯৮৯ সালে বিলুপ্ত হয়ে যায়।

  • ১৯৬৩ – ১ম রাউন্ড
  • ১৯৬৫-১৯৮৯ পর্যন্ত অংশগ্রহণ করেনি।

কনকাকাফ গোল্ড কাপ

সালরাউন্ডজিপিড্রজিএফজিএ
১৯৯৩গ্রুপপর্ব
২০০৫রানার-আপ
২০০৭কোয়ার্টার-ফাইনাল
২০০৯কোয়ার্টার-ফাইনাল
২০১১সেমিফাইনাল
২০১৩রানার-আপ১১
২০১৫৩য় স্থান
২০১৭কোয়ার্টার-ফাইনাল
মোটমোট৩৮১২১৫১১৫৩৪৬

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ