ইয়োহান ক্রুইফ

ওলন্দাজ ফুটবলার (১৯৪৭–২০১৬)

হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ (এপ্রিল ২৫, ১৯৪৭ - মার্চ ২৪ ২০১৬) আমস্টারডামে জন্মগ্রহণকারী ফুটবল খেলোয়াড় ও কোচ। তিনি ইয়ুহান ক্রুইফ নামে সমধিক পরিচিত। ১৯৭১,১৯৭৩ এবং ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি’অর এ ভূষিত হন ।[১] রাইনাস মিশেলকে সঙ্গে নিয়ে তিনি টোটাল ফুটবল দর্শনের সূচনা করেন।সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়।[২]

ইয়োহান ক্রুইফ
১৯৭৪ সালে নেদারল্যান্ডসের সাথে ক্রুইফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ
জন্ম(১৯৪৭-০৪-২৫)২৫ এপ্রিল ১৯৪৭
জন্ম স্থানআমস্টারডাম, নেদারল্যান্ডস
মৃত্যু২৪ মার্চ ২০১৬(2016-03-24) (বয়স ৬৮)
মৃত্যুর স্থানবার্সেলোনা, স্পেন
উচ্চতা১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থানআক্রমণাত্কক মিডফিল্ডার/ফরোয়ার্ড
যুব পর্যায়
১৯৫৭–১৯৬৪আয়াক্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯৬৪–১৯৭৩আয়াক্স২৪৫(১৯৩)
১৯৭৩–১৯৭৮বার্সেলোনা১৪৩(৪৮)
১৯৭৮–১৯৭৯লস এঞ্জেলেস অ্যাজটেকস২২(১৪)
১৯৮০–১৯৮১ওয়াশিংটন ডিপ্লোম্যাটস২৯(১২)
১৯৮১লেভান্তে১০(২)
১৯৮১–১৯৮৩আয়াক্স৩৬(১৪)
১৯৮৩–১৯৮৪ফেইয়ানর্ট৩৩(১১)
মোট৫১৮(২৯৪)
জাতীয় দল
১৯৬৬–১৯৭৭নেদারল্যান্ডস৪৮(৩৩)
পরিচালিত দল
১৯৮৫–১৯৮৮আয়াক্স
১৯৮৮–১৯৯৬বার্সেলোনা
২০০৯–২০১৩কাতালোনিয়া
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আন্তর্জাতিক ক্যারিয়ার

ক্রুইফ নেদারল্যান্ডের হয়ে ৪৮ ম্যাচে ৩৩টি গোল করেছেন। ক্রুইফ নেদারল্যান্ডের প্রথম ফুটবলার যিনি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে লাল কার্ড পেয়েছেন। তিনি ফিফা মনোনীত ফিফা ১০০ তালিকাতে স্থান করে নিয়েছেন।

মৃত্যু

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্পেনের বার্সেলোনায় ২৪ মার্চ ২০১৬ তারিখে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

বহি:সংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ