ব্যালন ডি’অর

ফ্রঁস ফুতবোল সাময়িকী প্রদত্ত বছরের সেরা ফুটবল খেলোয়াড়ের পুরস্কার

ব্যালন ডি’অর বা মূল ফরাসি উচ্চারণে বালোঁ দর (ফরাসি: Ballon d'Or; আ-ধ্ব-ব: [balɔ̃ dɔʁ]; "সোনার ফুটবল") একটি ফুটবল পুরস্কার যা প্রতি বছর ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রঁস ফুতবোল (France Football) প্রদান করে থাকে। এটি ব্যক্তিগত পর্যায়ে ফুটবল খেলোয়াড়দের জন্য সবচেয়ে প্রাচীন পুরস্কারগুলির মধ্যে অন্যতম। [১] পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে প্রদান করা শুরু হয়। তবে ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা-র সাথে একটি চুক্তি অনুযায়ী এটিকে ফিফা বিশ্বের বর্ষসেরা ফুটবলার পুরস্কারটির (১৯৯১ সালে প্রতিষ্ঠিত) সাথে সাময়িকভাবে একীভূত করে দেওয়া হয় এবং একীভূত পুরস্কারটির নাম দেওয়া হয় ফিফা বালোঁ দর। তবে এই অংশীদারিত্ব ২০১৬ সালে সমাপ্ত হবার পর থেকে পুরস্কারটির আবার "বালোঁ দর" নামে ফেরত যায়, এবং ফিফাও নিজস্ব পৃথক একটি পুরস্কারে ফেরত যায়, যার নাম ফিফা সেরা পুরুষ খেলোয়াড়। ফিফা বালোঁ দর বিজয়ীদেরকে ফিফা ও ফ্রঁস ফুতবোল সাময়িকী উভয়েই বিজয়ী হিসেবে গণ্য করে থাকে। [২][৩]

ব্যালন ডি’অর (বালোঁ দর)
Ballon d'Or
বালোঁ দর (ব্যালন ডি’অর) শিরোপা
তারিখ১৯৫৬; ৬৮ বছর আগে (1956)
দেশফ্রান্স
পুরস্কারদাতাফ্রঁস ফুতবোল
প্রথম পুরস্কৃত১৯৫৬
বর্তমান বিজয়ীআর্জেন্টিনা লিওনেল মেসি
(৮ম পুরস্কার)
সর্বাধিক পুরস্কারআর্জেন্টিনা লিওনেল মেসি
(৮ বার)
সর্বাধিক মনোনয়নআর্জেন্টিনা লিওনেল মেসি
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো
(প্রত্যেকে ১৭ বার করে)
ওয়েবসাইটfrancefootball.fr
  • ← ২০২২
  • ব্যালন ডি’অর
  • ২০২৩ →

ফরাসি ক্রীড়া লেখক-সাংবাদিক গাব্রিয়েল আনো (Gabriel Hanot) এই পুরস্কারটির পরিকল্পনা করেন। পূর্ববর্তী বছর জুড়ে যে পুরুষ খেলোয়াড়টি সবচেয়ে ভাল কৃতিত্ব দেখিয়েছে বলে পরিগণিত হয়, তাকে বালোঁ দর পুরস্কারটি দেওয়া হত। ১৯৫৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফুটবল সাংবাদিকদের ভোটাভুটিতে এটি নির্ধারিত হত।[৪] ২০০৭ সাল থেকে জাতীয় ফুটবল দলসমূহের প্রশিক্ষক ও অধিনায়কদেরকেও ভোটাধিকার প্রদান করা হয়।[৪] আদিতে বালোঁ দর শুধুমাত্র ইউরোপীয় ফুটবল খেলোয়াড়দেরকে প্রদান করা হত এবং এটি সেসময় বর্ষসেরা ইউরোপীয় ফুটবলার পুরস্কার হিসেবে পরিচিত ছিল। ১৯৯৫ সাল থেকে ইউরোপীয় ক্লাবে সক্রিয় যেকোনও জাতীয়তার খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হয়। ২০০৭ সালে সমগ্র বিশ্বের সমস্ত পেশাদার ফুটবল খেলোয়াড়কে এই পুরস্কারের আওতায় আনা হলে এটি একটি বিশ্ব পুরস্কারে পরিণত হয়।

ব্যালন ডি’অর বিজয়ী ফুটবল খেলোয়াড়দের তালিকা

বছরখেলোয়াড়ক্লাব
২০২৩ লিওনেল মেসি ইন্টার মায়ামি
২০২২ করিম বেঞ্জেমা রিয়াল মাদ্রিদ
২০২১ লিওনেল মেসি পারি সাঁ-জেরমাঁ
২০২০করোনা মহামারীর কারণে বাতিল করা হয়েছে
২০১৯ লিওনেল মেসি বার্সেলোনা
২০১৮ লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ
২০১৭ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৬ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৫ লিওনেল মেসি বার্সেলোনা
২০১৪ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৩ ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১২ লিওনেল মেসি বার্সেলোনা
২০১১ লিওনেল মেসি বার্সেলোনা
২০১০ লিওনেল মেসি বার্সেলোনা
২০১০'র পরফিফা বর্ষসেরা খেলোয়াড়-এর সাথে একত্রীকরণ করে
ফিফা বালোঁ দর পুরস্কার প্রবর্তন করা হয়।
২০০৯ লিওনেল মেসি বার্সেলোনা
২০০৮ ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৭ কাকা ইন্টারন্যাজিওন্যালে মিলানো
২০০৬ ফ্যাবিও ক্যানাভারো রিয়াল মাদ্রিদ
২০০৫ রোনালদিনহো বার্সেলোনা
২০০৪ আন্দ্রেই শেভচেঙ্কো এ.সি. মিলান
২০০৩ পাভেল নেদভেদ জুভেন্টাস
২০০২ রোনালদো রিয়াল মাদ্রিদ
ইন্টারন্যাজিওন্যালে মিলানো
২০০১ মাইকেল ওয়েন লিভারপুল
২০০০ লুইস ফিগো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা
১৯৯৯ রিভালদো বার্সেলোনা
১৯৯৮ জিনেদিন জিদান জুভেন্টাস
১৯৯৭ রোনালদো ইন্টারন্যাজিওন্যালে মিলানো
বার্সেলোনা
১৯৯৬ মাথিয়াস সামার বরুসিভা ডর্টমুন্ড
১৯৯৫ জর্জ উইয়াহ এ.সি. মিলান
প্যারিস সেইন্ট-জার্মেইন
১৯৯৪ হ্রিস্টো স্টইচকভ বার্সেলোনা
১৯৯৩ রবের্তো বাজ্জো জুভেন্টাস
১৯৯২ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৯১ জঁ-পিয়ের পাপাঁ ওলাঁপিক মার্সেই
১৯৯০ লোথার মাথেউস ইন্টারন্যাজিওন্যালে মিলানো
১৯৮৯ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৮৮ মার্কো ফন বাস্তেন এ.সি. মিলান
১৯৮৭ রুড হুলিট এ.সি. মিলান
পিএসভি আইন্দোভেন
১৯৮৬ ইগর বেলানভ ডাইনামো কিয়েভ
১৯৮৫ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮৪ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮৩ মিশেল প্লাতিনি জুভেন্টাস
১৯৮২ পাওলো রসি জুভেন্টাস
১৯৮১ কার্ল-হাইন্ৎস রুমেনিগে বায়ার্ন মিউনিখ
১৯৮০ কার্ল-হাইন্ৎস রুমেনিগে বায়ার্ন মিউনিখ
১৯৭৯ কেভিন কিগান হ্যামবার্গার এসভি
১৯৭৮ কেভিন কিগান হ্যামবার্গার এসভি
১৯৭৭ অ্যালান সিমনসেন বরুসিভা মঞ্চেনগ্লাডবাক
১৯৭৬ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ
১৯৭৫ ওলে ব্লখিন ডাইনামো কিয়েভ
১৯৭৪ ইয়োহান ক্রুইফ বার্সেলোনা
১৯৭৩ ইয়োহান ক্রুইফ বার্সেলোনা
আয়াক্স আমস্টারডাম
১৯৭২ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বায়ার্ন মিউনিখ
১৯৭১ ইয়োহান ক্রুইফ আয়াক্স আমস্টারডাম
১৯৭০ গার্ড ম্যুলার বায়ার্ন মিউনিখ
১৯৬৯ গিয়ান্নি রিভেরা এ.সি. মিলান
১৯৬৮ জর্জ বেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৭ ফ্লোরিয়ান অ্যালবার্ট ফেরেনকাভারসি টিসি
১৯৬৬ ববি চার্লটন ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৫ ইউসেবিও এসএল বেনফিকা
১৯৬৪ ডেনিস ল ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৬৩ লেভ ইয়েসিন ডাইনামো মস্কো
১৯৬২ জোসেফ ম্যাসোপাস্ট ডুকলা প্রাহা
১৯৬১ ওমার সিভোরি জুভেন্টাস
১৯৬০ লুই সুয়ারেজ বার্সেলোনা
১৯৫৯ আলফ্রেদো দি স্তেফানো রিয়াল মাদ্রিদ
১৯৫৮ রেমন্ড কোপা রিয়াল মাদ্রিদ
১৯৫৭ আলফ্রেদো দি স্তেফানো রিয়াল মাদ্রিদ
১৯৫৬ স্ট্যানলি ম্যাথিউস ব্ল্যাকপুল

সর্বোচ্চ পুরস্কার বিজয়

খেলোয়াড় হিসেবে

যেসব খেলোয়াড় কমপক্ষে একাধিক বার বালোঁ দর (ব্যালন ডি’অর) জিতেছেন
অবস্থানপুরস্কারখেলোয়াড়
১.লিওনেল মেসি
২.ক্রিস্টিয়ানো রোনালদো
৩.মিশেল প্লাতিনি
মার্কো ফন বাস্তেন
ইয়োহান ক্রুইফ
৪.ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
আলফ্রেদো দি স্তেফানো
কেভিন কিগান
রোনালদো
কার্ল-হাইন্ৎস রুমেনিগে

ক্লাব অনুযায়ী

যেসব ক্লাবের খেলোয়াড় কমপক্ষে দু'বার বালোঁ দর (ব্যালন ডি’অর) জিতেছেন।
অবস্থানক্লাবসোনারুপাব্রোঞ্জমোট
বার্সেলোনা১৭
জুভেন্টাস/১৬/
এসি মিলান১৫
বায়ার্ন মিউনিখ১৬
রিয়াল মাদ্রিদ/১৫/
ম্যানচেস্টার ইউনাইটেড
ইন্টার মিলান১১
হ্যামবার্গার এসভি
ডাইনামো কিয়েভ

দেশ অনুযায়ী

যেসব দেশের খেলোয়াড় কমপক্ষে দুইবার বালোঁ দর (ব্যালন ডি’অর) জিতেছে।
অবস্থানদেশপুরস্কারবিজয়ী খেলোয়াড় (বছর)
 আর্জেন্টিনালিওনেল মেসি (২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৫,২০১৯,২০২১,২০২৩
 পর্তুগালইউসেবিও (১৯৬৫), লুইস ফিগো (২০০০),ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৮,২০১৩,২০১৪,২০১৬,২০১৭)
 নেদারল্যান্ডসইয়োহান ক্রুইফ (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪), রুড হুলিত (১৯৮৭), মার্কো ফন বাস্তেন (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২)
 জার্মানিগার্ড ম্যুলার (১৯৭০), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭২, ১৯৭৬), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮০, ১৯৮১), লোথার ম্যাথেয়াস (১৯৯০), ম্যাথেয়াস সামার (১৯৯৬)
 ফ্রান্সরেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জিন-পিয়েরে পাপিন (১৯৯১), জিনেদিন জিদান (১৯৯৮), করিম বেঞ্জেমা (২০২২)
 ইতালিওমার সিভোরি (১৯৬১), গিয়ান্নি রিভেরা (১৯৬৯), পাওলো রসি (১৯৮২), রবার্তো ব্যাজিও (১৯৯৩), ফ্যাবিও ক্যানাভারো (২০০৬)
 ইংল্যান্ডস্ট্যানলি ম্যাথিউস (১৯৫৬), ববি চার্লটন (১৯৬৬), কেভিন কিগান (১৯৭৭, ১৯৭৮), মাইকেল ওয়েন (২০০১)
 ব্রাজিলরোনালদো (১৯৯৭, ২০০২), রিভালদো (১৯৯৯), রোনালদিনহো (২০০৫),কাকা (২০০৭)
 সোভিয়েত ইউনিয়নলেভ ইয়েসিন (১৯৬৩); ওলেগ ব্লখিন (১৯৭৫), ইগর বেলানভ (১৯৮৬)
 স্পেনআলফ্রেদো দি স্তেফানো (১৯৫৯), লুইজ সুয়ারেজ (১৯৬০)
 চেক প্রজাতন্ত্রজোসেফ ম্যাসোপাস্ট (১৯৬২), পাভেল নেদভেদ (২০০৩)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ