ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার

বাদশাহ ফয়সাল পুরস্কারের অন্যতম একটি শাখা, ইসলাম ও মুসলমানদের সেবায় প্রচেষ্টার জন্য

ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার (পূর্বের পরিচিত ছিল ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার নামে) হল বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের একটি শাখা।[১][২][৩] এটি পুরস্কারের প্রথম শাখাগুলির মধ্যে একটি কারণ এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামি শিক্ষা শাখার পাশাপাশি ১৯৭৯ সালে প্রথমবারের মতো পুরস্কৃত হয়। এই পুরস্কারটি প্রদানের ক্ষেত্রে প্রার্থীর বৌদ্ধিক বা ব্যবহারিক প্রচেষ্টা, যা ইসলামমুসলিম বিশ্বকে সেবা করে তা বিবেচনা করা হয়, এবং যে কেউ ইসলাম ও মুসলমানদের "তার জ্ঞান ও দা'ওয়াহ" দিয়ে সেবা করেছে বা যে একটি বিশিষ্ট প্রচেষ্টা করেছে যা বাধ্যতামূলক তার বাইরে যায়, যার ফলে ইসলাম ও মুসলমানদের একটি লক্ষণীয় সুবিধা হয়েছে বা হবে এবং পুরস্কারের এক বা একাধিক লক্ষ্য অর্জন করে, তাকেই সাধারণত পুরস্কার গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়। এটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিবেচনা ও বিচারের ভিত্তিতে হয়ে থাকে।

ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার
বিবরণইসলামী পরিষেবায় অসামান্য অবদানের সম্মানে
দেশসৌদি আরব
পুরস্কারদাতাকিং ফয়সাল ফাউন্ডেশন
প্রথম পুরস্কৃত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
বিজয়ী৪৯
ওয়েবসাইটkingfaisalprize.org/service-to-islam

ইসলাম পরিষেবার শাখাটি একমাত্র শাখা যা পুরস্কারের বছর জুড়ে আটকে রাখা হয়েছে, এবং আবুল আ'লা আল-মওদুদী প্রথম ১৯৭৯ সালে ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।[৪] পুরস্কারের প্রথম অনুষ্ঠানে, এবং বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ আল-সৌদ তাকে এই পুরস্কার হস্তান্তর করেন। সেই সময় তিনি ছিলেন সৌদি আরবের রাজা। ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয়তা এবং ৮টি প্রতিষ্ঠান সহ মোট ৪৮ জন এই পুরস্কার জিতেছেন, তাদের মধ্যে সৌদি আরব রাজ্যের চার রাজা ছিলেনঃ বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ ১৯৮১ সালে,[৪] ফাহাদ বিন আবদুল আজিজ ১৪০৪ হিজরী, আবদুল্লাহ বিন আবদুল আজিজ ২০০৮ সালে,[৪] অবশেষে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ২০১৭ সালে, এছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান।[৫]

তালিকা[৬]

বছরদেশবিজয়ীর নামবিজয়ীর চিত্রবিজয়ী শিরোনামউৎস
১৯৭৯  পাকিস্তানআবুল আ'লা মওদুদীমাওলানা[৭][৮]
১৯৮০  ভারতআবুল হাসান আলী নদভীমুফাককির-ই-ইসলাম[৯]
 ইন্দোনেশিয়ামোহাম্মদ নাতসির ডক্টর[১০]
১৯৮১  সৌদি আরবখালিদ বিন আবদুল আজিজ মহামান্য[১১][১২][১৩]
১৯৮২  সৌদি আরবআব্দুল আজিজ বিন বাজশেখ[১৪][১৫]
১৯৮৩  মিশরহাসানেইন এম. মাখলুফশেখ[১৬]
 মালয়েশিয়াটুংকু আবদুল রহমান প্রিন্স[১৭]
১৯৮৪  সৌদি আরবফাহাদ বিন আবদুল আজিজ খাদেমুল হারামাইন শরিফাইন[১৮]
১৯৮৫  আফগানিস্তানআব্দুর রসুল সায়াফ শ্রী[১৯][২০]
১৯৮৬  দক্ষিণ আফ্রিকাআহমেদ দিদাতশ্রী[২১][২২]
 ফ্রান্সরজার গারাউডিডক্টর[২৩][২৪][২৫]
১৯৮৭  নাইজেরিয়াআবু বকর মাহমুদ গুমি শেখ[২৬]
১৯৮৮  ফিলিপাইনআহমাদ দোমোকাও অ্যালোন্টোডক্টর[২৭]
১৯৮৯  মিশরমুহাম্মাদ আল-গাজ্জালি আল-সাক্কাশেখ[২৮][২৯]
১৯৯০  সৌদি আরবমুহাম্মদ সাইয়্যেদ তানতাউইশেখ[৩০]
 পাকিস্তানখুরশিদ আহমেদঅধ্যাপক[৩১]
১৯৯১  সৌদি আরবড. আবদুল্লাহ উমর নাসিফ মহামান্য[৩২]
১৯৯২  নাইজারডঃ হামেদ আল-ঘাবিদমহামান্য[৩৩][৩৪]
১৯৯৩  বসনিয়া ও হার্জেগোভিনাআলিজা ইজেতবেগোভিচ রাষ্ট্রপতি[৩৫][৩৬][৩৭]
১৯৯৪  সৌদি আরবমুহাম্মাদ বিন সালেহ আল-উথাইমীনশেখ[৩৮][৩৯]
১৯৯৫  মিশরগাদ আল-হক তার খ্যাতি[৪০][৪১][৪২]
১৯৯৬  কুয়েতআব্দুর রহমান আল-সুমাইতডাক্তার[৪৩][৪৪][৪৫]
১৯৯৭  মালয়েশিয়ামাহাথির বিন মোহাম্মদ প্রধানমন্ত্রী[৪৬][৪৭]
১৯৯৮  সেনেগালআবদু দিউফ মহামান্য[৪৮]
১৯৯৯  সংযুক্ত আরব আমিরাতজুম'আ আআই-মজিদ আব্দ আল্লাহশ্রী[৪৯][৫০][৫১]
২০০০  মিশরআল-আজহার বিশ্ববিদ্যালয়[৫২]
২০০১  সৌদি আরববসনিয়া-হার্জেগোভিনাকে অনুদানের জন্য সৌদি আরব হাই কমিশন[৫৩][৫৪]
২০০২  সংযুক্ত আরব আমিরাতসুলতান বিন মুহাম্মদ আল-কাসিমি মহামান্য[৫৫][৫৬]
২০০৩  সৌদি আরবসুলতান বিন আবদুল আজিজ আল সৌদ ফাউন্ডেশন[৫৭]
২০০৪  সুদানআবদেল রহমান স্বর আল-দাহাব ফিল্ড মার্শাল[৫৮]
২০০৫  সৌদি আরবআহমেদ মোহামেদ আলীমহামান্য[৫৯][৬০]
 লেবাননএআই-হারিরি ফাউন্ডেশন[৬১]
২০০৬  সৌদি আরবশাইখ সালেহ বিন আব্দ আলরহমান এআই-হুসাইয়্যিনমহামান্য[৬২]
 কুয়েতইউসুফ বিন জসিম বিন মোহাম্মদ এআই-হিদজিশেখ[৬৩]
২০০৭  রাশিয়ামিনটিমার শাইমিভ মহামান্য[৬৪]
২০০৮  সৌদি আরবআবদুল্লাহ বিন আবদুল আজিজ দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক[৬৫][৬৬][৬৭]
২০০৯  মিশরপ্রিন্সিপাল শারি সোসাইটি ফর কুরআন ও সুন্নাহ স্কলার কায়রো[৬৮][৬৯]
২০১০  তুরস্করেজেপ তাইয়িপ এরদোয়ান প্রধানমন্ত্রী[৭০][৭১][৭২]
২০১১  মালয়েশিয়াআবদুল্লাহ আহমাদ বাদাভি মহামান্য[৭৩][৭৪]
২০১২  সৌদি আরবসুলাইমান আবদুল আজিজ আল রাজেহীশেখ[৭৫][৭৬]
২০১৪  নাইজেরিয়াআহমেদ লেমুশেখ, ন্যায়বিচার[৭৭][৭৮]
২০১৫  ভারতজাকির নায়েক ডাক্তার[৭৯][৮০][৮১]
২০১৬  সৌদি আরবসালেহ বিন আব্দুল্লাহ আল হুমাইদডাক্তার[৮২]
২০১৭  সৌদি আরবসালমান বিন আবদুল আজিজ বাদশাহ[৮৩][৮৪]
২০১৮  ইন্দোনেশিয়াইরওয়ান্ডি জাসউইরঅধ্যাপক[৮৫][৮৬][৮৭]
২০১৯  সুদানআন্তর্জাতিক আফ্রিকা বিশ্ববিদ্যালয়, খার্তুম[৮৮][৮৯]
২০২০  সৌদি আরবমক্কা সনদ[৯০]
২০২১  কুয়েতমোহাম্মদ আল-শরীফশ্রী[৯১]
২০২২  তানজানিয়াহাসান মাহমুদ আলশাফেইঅধ্যাপক[৯২]
 মিশরআলী হাসান মুইনিমহামান্য[৯৩]

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ