বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়াতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নিবন্ধের মানোন্নয়ন
জাতীয় সংসদ ভবন
Colored dice with white background
সংসদ ভবনের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন করাই এই এডিটাথনের প্রধান উদ্দেশ্য। ৩০শে ডিসেম্বর নির্বাচনের পর নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের সবার নিবন্ধ যাতে বাংলা উইকিপিডিয়াতে থাকে সেটি নিশ্চিত করাও এই এডিটাথনের অন্যতম লক্ষ্য।

সময়
  • এই এডিটাথন ২৭শে ডিসেম্বর ২০১৮ তারিখ থেকে ৫ই জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলবে।
যা নিয়ে লেখা যাবে
  • অতীতে অনুষ্ঠিত বা বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যেকোন নিবন্ধ তৈরি বা মানোন্নয়ন করতে পারেন।
  • বাংলাদেশের প্রথম থেক একাদশ নির্বাচন পর্যন্ত বিজয়ী যেকোন জাতীয় সংসদ সদস্য নিয়ে নিবন্ধ তৈরি করতে পারেন। যে নিবন্ধগুলো ইতিমধ্যে আছে সেগুলোর মানোন্নয়ন করতে পারেন।
  • যার যার জেলায় প্রথম নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সংসদ সদস্য ছিলেন তাদেরটা দিয়ে শুরু করতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাতে প্রতিটি নির্বাচনী আসনের নিবন্ধে যারা যারা উক্ত আসনে সংসদ সদস্য ছিলেন তাদের নাম আছে। সেখান থেকে যেগুলোর নিবন্ধ নেই সেগুলো তৈরি বা যে নিবন্ধ আছে সেগুলো সমৃদ্ধ করতে পারেন।
নিয়মাবলী
  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার অনুচ্ছেদ যুক্ত করুন। নতুন নিবন্ধ তৈরির সময় দেখে নিন পূর্বেই নিবন্ধটি কিছুটা ভিন্ন বানানে বাংলা উইকিপিডিয়াতে আছে কিনা। সংসদের মেয়াদ অনুযায়ী আপনি যে জাতীয় সংসদ সদস্যের নিবন্ধটি তৈরি করতে আগ্রহী তা পূর্বেই তৈরি করা হয়েছে কিনা তা জানতে: এখান দেখুন
  2. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। সংসদ সদস্য, নির্বাচনী আসন ও সর্বপোরি নির্বাচন সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য তথ্যসূত্রের একটি তালিকা আলাপ পাতায় পাবেন। এগুলো নিবন্ধে ব্যবহার করতে পারেন।
  3. কোনক্রমেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যুক্ত করা যাবে না।
  4. নিবন্ধ তৈরি বা সমৃদ্ধির পর নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে যুক্ত করতে পারেন এবং সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় {{উইকিপিডিয়া:জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন/আলাপ পাতা}} টেমপ্লেটটি যুক্ত করুন।
  5. এই এডিটাথনে যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন অবদানকারী}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

অংশগ্রহণকারী

(অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন)

এডিটাথনের ফলে তৈরি নিবন্ধ

  1. মোস্তফা মোহসীন মন্টু
  2. আমানউল্লাহ আমান
  3. জুয়েল আরেং
  4. মিজানুর রহমান খান দিপু
  5. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লার রাজনীতিবিদ)
  6. মিজানুর রহমান সিনহা
  7. নজরুল ইসলাম খান
  8. খন্দকার আনোয়ারুল হক
  9. শামসুর রহমান খান শাহজাহান
  10. জাফর ইকবাল সিদ্দিকী
  11. আবদুস সাত্তার (টাঙ্গাইলের রাজনীতিবিদ)
  12. নিজামুল ইসলাম
  13. ফাহমী গোলন্দাজ বাবেল
  14. আব্দুল মান্নান খান
  15. আব্দুল লতিফ বিশ্বাস
  16. এন.কে. আলম চৌধুরী
  17. এম মোজাম্মেল হক
  18. এম এম শাহীন
  19. দ্বিতীয় জাতীয় সংসদ সদস্যদের তালিকা
  20. স্বতন্ত্র প্রার্থী
  21. প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি
  22. হাফিজ আহমেদ মজুমদার
  23. আবদুল মমিন মন্ডল
  24. তানভীর হাসান ছোট মনির
  25. আতোয়ার রহমান খান
  26. আব্দুল আজিজ
  27. আহমেদ ফিরোজ কবির
  28. মাজহারুল হক প্রধান
  29. নাসির উদ্দিন (রাজনীতিবিদ)
  30. একাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা
  31. আবুল কালাম আব্দুল মোমেন
  32. ছানোয়ার হোসেন
  33. আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান
  34. আহসান আদেলুর রহমান
  35. তৃতীয় জাতীয় সংসদ সদস্যদের তালিকা
  36. রেজওয়ান আহাম্মদ তৌফিক
  37. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
  38. শেখ তন্ময়
  39. মোশারফ হোসেন
  40. রেজাউল করিম বাবলু
  41. শাহীন আক্তার
  42. জাহিদুর রহমান
  43. আবদুস সোবহান গোলাপ
  44. নূর মোহাম্মদ (আইজিপি)
  45. মনোয়ার হোসেন চৌধুরী
  46. শ ম রেজাউল করিম
  47. সাধন চন্দ্র মজুমদার
  48. দীপংকর তালুকদার
  49. জি এম কাদের
  50. আহসানুল ইসলাম টিটু
  51. রানা মোহাম্মদ সোহেল
  52. রেজাউল করিম হীরা
  53. গোলাম সবুর টুলু
  54. রুস্তম আলী ফরাজী
  55. জোয়াহেরুল ইসলাম
  56. মুজিবুল হক চুন্নু
  57. খন্দকার আবদুর রশিদ
  58. জাফর আলম
  59. মোকাব্বির খান
  60. আনোয়ার হোসেন খান
  61. মোহাম্মদ শহিদ ইসলাম
  62. জাকির হোসেন
  63. গাজী মোহাম্মদ শাহনওয়াজ
  64. এম এ মতিন
  65. নিজাম উদ্দিন জলিল
  66. সামিল উদ্দিন আহমেদ শিমুল
  67. আছলাম হোসেন সওদাগর
  68. মনসুর রহমান
  69. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)
  70. পনির উদ্দিন আহমেদ
  71. শাহে আলম তালুকদার
  72. আতিউর রহমান আতিক
  73. মাসুদ উদ্দিন চৌধুরী
  74. বেনজীর আহমদ
  75. ঊষাতন তালুকদার
  76. হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)
  77. উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া

এডিটাথনে মানোন্নয়ন করা নিবন্ধ

  1. একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ