উত্তর আয়ারল্যান্ড

যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ, প্রদেশ বা অঞ্চল

উত্তর আয়ারল্যান্ড (আইরিশ: Tuaisceart Éireann [ˈt̪ˠuəʃcəɾˠt̪ˠ ˈeːɾʲən̪ˠ] ();[৮] আলস্টার-স্কট্‌স: Norlin Airlann) যুক্তরাজ্যের অন্তর্গত একটি দেশ, প্রদেশ বা অঞ্চল।[৯][১০][১১][১২][১৩] আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্বে অবস্থিত এই অঞ্চলটির দক্ষিণ ও পশ্চিমদিকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্ত রয়েছে। ২০১১ সালে এর জনসংখ্যা ছিল ১,৮১০,৮৬৩,[৪] যা দ্বীপটির মোট জনসংখ্যার ৩০% এবং যুক্তরাজ্যের মোট জনসংখ্যার ৩%। গুড ফ্রাইডে চুক্তির অংশ হিসেবে উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৯৮ দ্বারা প্রতিষ্ঠিত উত্তর আয়ারল্যান্ড আইনসভা (যা স্টরমন্ট হিসেবে পরিচিত) উন্নয়ন নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়াবলির দায়িত্ব পালন করে, এছাড়া অন্যান্য ক্ষেত্র ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে থাকে। উত্তর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে থাকে এবং চুক্তিমতে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড “দুই সরকারের মধ্যে বিদ্যমান মতভেদসমূহ নিষ্পত্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ” থেকে উত্তর আয়ারল্যান্ডের নিকট “মতামত ও প্রস্তাব পেশ” করার ক্ষমতা রাখে।[১৪]


উত্তর আয়ারল্যান্ড
পতাকা
উত্তর আয়ারল্যান্ডের
জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় সঙ্গীত: বিভিন্ন[d]
প্রধানত "গড সেইভ দ্য কুইন"
"লন্ডনডেরি এয়ার"
উত্তর আয়ারল্যান্ডের অবস্থান
অবস্থাদেশ, প্রদেশ বা অঞ্চল
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
বেলফাস্ট
৫৪°৩৬′ উত্তর ৫°৫৫′ পশ্চিম / ৫৪.৬০০° উত্তর ৫.৯১৭° পশ্চিম / 54.600; -5.917
ভাষাসমূহ[b]ইংরেজি
আঞ্চলিক ভাষাসমূহ
নৃগোষ্ঠী
(২০১১)
  • ৯৮.২১% শ্বেতাঙ্গ
  • ১.০৬% এশীয়
  • ০.২০% কৃষ্ণাঙ্গ
  • ০.৫৩% অন্যান্য[১]
সরকারব্রিটিশ এককেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রের অধীন বিকেন্দ্রীকৃত আইনসভা
আইন-সভাউত্তর আয়ারল্যান্ড আইনসভা
বিকেন্দ্রীকরণ
• আয়ারল্যান্ড সরকার আইন
৩ মে ১৯২১
• সাংবিধানিক আইন ১৯৭৩
১৮ জুলাই ১৯৭৩
• উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৭৪
১৭ জুলাই ১৯৭৪
• উত্তর আয়ারল্যান্ড আইন ১৯৯৮
১৯ নভেম্বর ১৯৯৮
আয়তন
• মোট
১৪,১৩০ কিমি (৫,৪৬০ মা)[২]
জনসংখ্যা
• ২০১৯ আনুমানিক
বৃদ্ধি ১,৮৯৩,৭০০[৩]
• ২০১১ আদমশুমারি
১,৮১০,৮৬৩[৪]
• ঘনত্ব
১৩৩/কিমি (৩৪৪.৫/বর্গমাইল)
মানব উন্নয়ন সূচক (২০১৭)০.৮৯৯[৫]
অতি উচ্চ
কলিং কোড+৪৪[c]
  1. উত্তর আয়ারল্যান্ডের সরকারি পতাকা হল যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক দে জুরি[৬] আলস্টার পতাকাটি ১৯৫৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত উত্তর আয়ারল্যান্ড আইনসভা কর্তৃক ব্যবহৃত হয়েছিল। এটি এখনও কিছু সংগঠন ও সত্তা দ্বারা ব্যবহৃত হয় এবং এটিকে ইউনিয়নবাদীরা বেসরকারি পতাকা হিসেবে ব্যবহার করে থাকে। যদিও এটির ব্যবহার বেশ বিতর্কিত।
  2. ^ উত্তর আয়ারল্যান্ডের কোনও সরকারি ভাষা নেই। ইংরেজি দেশটির সরকার ও কূটনীতির দে ফাক্তো ভাষা এবং আইনি কার্যাবলির দে জুরি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। আইরিশ ও আলস্টার-স্কট্‌স ব্রিটিশ সরকার কর্তৃক সংখ্যালঘু ভাষা হিসেবে স্বীকৃত।
  3. ^ ল্যান্ডলাইনে কল করার সময় +৪৪ সর্বদা ২৮ অনুসরণ করে। যুক্তরাজ্যের মধ্যে কোডটি ০২৮ এবং আয়ারল্যান্ড থেকে ০৪৮ যেখানে এটিকে অভ্যন্তরীণ কল হিসেবে বিবেচনা করা হয়।
  4. ^ উত্তর আয়ারল্যান্ডের কোনও সরকারি জাতীয় সংগীত নেই। দু’টি সংগীত দেশটির প্রতিনিধিত্ব করে থাকে। একটি হল যুক্তরাজ্যের জাতীয় সংগীত গড সেইভ দ্য কুইন, অন্যটি লন্ডনডেরি এয়ার যা কমনওয়েলথ গেমসে উত্তর আয়ারল্যান্ডের ক্রীড়া সংগীত হিসেবে ব্যবহৃত হয়।
স্টর্মমন্ট, বেলফাস্টে সংসদ ভবন, বিধানসভার আসন

ভৌগোলিক উৎপাত্ত

উত্তর আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী প্রশাসনিক এলাকাসমূহ

উত্তর আয়ারল্যান্ড বেশিরভাগ বরফ যুগের জন্য এবং পূর্ববর্তী বহু উপলক্ষে আইস শীট দ্বারা আচ্ছাদিত ছিল, যার উত্তরাধিকার কাউন্টি ফারমানাগ, আর্মাগ, এন্ট্রিমে এবং বিশেষত ডাউনে ড্রামলিনের বিস্তৃত কভারেজে দেখা যায়।

উত্তর আয়ারল্যান্ডের ভূগোলের কেন্দ্রস্থল লৌহ নেগ, ১৫১ বর্গমাইল (৩৯১ কিমি২) এ আয়ারল্যান্ড দ্বীপ এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উভয় বৃহত্তম মিঠা পানির হ্রদ। দ্বিতীয় বিস্তৃত হ্রদ ব্যবস্থাটি ফর্মেনাগে লোয়ার এবং আপার লফ এরনে কেন্দ্র করে। উত্তর আয়ারল্যান্ডের বৃহত্তম দ্বীপটি র্যাথলিন, উত্তর এন্টরিমের উপকূলে অবস্থিত। স্ট্র্যাংফোর্ড লৌ হ'ল ব্রিটিশ দ্বীপপুঞ্জের বৃহত্তম খাঁজ, এটি ১৫০ কিলোমিটার২ (৫৮ বর্গ মাইল) জুরে রয়েছে।


স্পেরিন পর্বতমালার (কালেডোনিয়ান পর্বতমালার একটি প্রসারিত) বিস্তীর্ণ স্বর্ণের আমানত, গ্রানাইট মরনে পর্বতমালা এবং বেসাল্ট অ্যান্ট্রিম মালভূমির পাশাপাশি দক্ষিণ আরমাগে এবং ফারমানাঘ – টাইরোন সীমান্তের আরও ছোট রেঞ্জগুলি রয়েছে। পাহাড়ের কোনওটিই বিশেষত উঁচু নয়, নাটকীয় মরনেসে স্লিভ ডোনার্ড ৮৫০ মিটার (২,৭৮৯ ফুট), উত্তর আয়ারল্যান্ডের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছেছে। বেলফাস্টের সর্বাধিক বিশিষ্ট শিখরটি ক্যাভহিল।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ