উত্তর ভিয়েতনাম

দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র

উত্তর ভিয়েতনাম, সরকারীভাবে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইংরেজিতে ডেমোক্রাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম (ভিয়েতনামী ভাষা: Việt Nam Dân Chủ Cộng Hòa) (ফরাসি ভাষা: République démocratique du Viêt Nam) ১৯৪৫ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজ্য ছিল এবং ১৯৫৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত একটি দেশ ছিল।

ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র

Việt Nam Dân chủ Cộng hòa
১৯৪৫-১৯৭৬
উত্তর ভিয়েতনাম (Cộng Sản) জাতীয় পতাকা
পতাকা
উত্তর ভিয়েতনাম (Cộng Sản) প্রতীক
প্রতীক
নীতিবাক্য: Độc lập – Tự do – Hạnh phúc
("স্বাধীনতা – আজাদী – খোশী")
জাতীয় সঙ্গীত: টিএং কুয়ান কা
("সেনা মার্চ")
১৯৫৪ জেনেভা চুক্তি অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রশাসনিক অঞ্চল
১৯৫৪ জেনেভা চুক্তি অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়ায় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রশাসনিক অঞ্চল
অবস্থাঅস্বীকৃত রাষ্ট্র until ১৯৫০
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
হ্যানয়
২১°০১′৪২″ উত্তর ১০৫°৫১′১৫″ পূর্ব / ২১.০২৮৩৩° উত্তর ১০৫.৮৫৪১৭° পূর্ব / 21.02833; 105.85417
সরকারি ভাষাভিয়েতনামী
সরকারী স্ক্রিপ্টভিয়েতনামী বর্ণমালা
ধর্ম
ভিয়েতনামী লোকধর্ম or ধর্মহীনতা
বৌদ্ধ ধর্ম
ক্যাথলিক মণ্ডলী
কনফুসীয়বাদ
তাওবাদ
জাতীয়তাসূচক বিশেষণউত্তর ভিয়েতনামী
সরকারঐকিক মার্কসবাদ-লেনিনবাদী প্রভাবশালী-দল সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র
পার্টি চেয়ারম্যান
প্রথম সম্পাদক
 
• ১৯৪৫-১৯৫৬
ট্রুয়ং চিন্হ
• ১৯৫৬-১৯৬০
হো চি মিন
• ১৯৬০-১৯৭৬
লে দুয়ান
রাষ্ট্রপতি 
• ১৯৪৫-১৯৬৯
হো চি মিন
• ১৯৬৮-১৯৭৬
টন ডুক ঠাং
প্রধানমন্ত্রী 
• ১৯৪৫-১৯৫৫
হো চি মিন
• ১৯৫৫-১৯৭৬
ফাম ভ্যান ডং
ঐতিহাসিক যুগস্নায়ুযুদ্ধ
• আগস্ট বিপ্লব
১৪ আগস্ট ১৯৪৫
• স্বাধীনতা
২ সেপ্টেম্বর ১৯৪৫
• বিধানসভা নির্বাচন
৬ জানুয়ারী ১৯৪৬
• ইন্দোচিনা যুদ্ধ
১৯ ডিসেম্বর ১৯৪৬
• জেনেভা চুক্তি
২১ জুলাই ১৯৫৪
১ নভেম্বর ১৯৫৫
• পুনর্মিলন
২ জুলাই ১৯৭৬
আয়তন
১৯৪৫৩,৩১,২১২ বর্গকিলোমিটার (১,২৭,৮৮২ বর্গমাইল)
১৯৬০১,৫৭,৮৮০ বর্গকিলোমিটার (৬০,৯৬০ বর্গমাইল)
১৯৭৪১,৫৭,৮৮০ বর্গকিলোমিটার (৬০,৯৬০ বর্গমাইল)
জনসংখ্যা
• ১৯৪৫
২০,০০০,০০০[১]
• ১৯৬০
১৫,৯১৬,৯৫৫
• ১৯৭৪
২৩,৭৬৭,৩০০
জিডিপি (পিপিপি)১৯৬০ আনুমানিক
• মোট
4,113 million USD[২]
• মাথাপিছু
$51[৩]
মুদ্রাডং
নগদ (১৯৪৮ অবধি)[৪]
পূর্বসূরী
উত্তরসূরী
ভিয়েতনামের সাম্রাজ্য
ফরাসি ইন্দোচীন
ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র
বর্তমানে যার অংশভিয়েতনাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আগস্ট বিপ্লব চলাকালীন, ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী হো চি মিন, ভিয়েত মিনের নেতা, ফরাসি ইন্দোচীন থেকে স্বাধীনতা ঘোষণা করেন ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর এবং ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের ঘোষণা দেন। ভিয়েত মিন ("ভিয়েতনামের স্বাধীনতার জন্য লীগ") একাধিক ভিয়েতনামী জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি জোট ছিল, যা ১৯৫১ সালের ফেব্রুয়ারির পর থেকে মূলত কমিউনিস্টদের নেতৃত্বে ছিল, যখন পূর্বনিষিদ্ধ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পুনর্নির্মাণ হয়।[৫]

ফ্রান্স ভিয়েতনামের উপর তার ঔপনিবেশিক আধিপত্য পুনরুদ্ধার করতে প্রয়াসী হয় যার ফলে ১৯৪৬ সালের ডিসেম্বরে প্রথম ইন্দোচিনা যুদ্ধের সূচনা হয়। এটি ছিল ফ্রান্স এবং ভিয়েত মিনের মধ্যে একটি গেরিলা যুদ্ধ। ভিয়েতনামের মানুষের সমর্থনে ভিয়েত মিন ভিয়েতনামের বেশিরভাগ গ্রামীণ অঞ্চল দখল এবং নিয়ন্ত্রণ করতে পেরেছিল যার ফলে ১৯৫৪ সালে ফরাসি পরাজয় ঘটে। সে বছর জেনেভা সম্মেলনে আলোচনার ফলে যুদ্ধের অবসান ঘটে এবং ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃতি পায়। জেনেভা চুক্তিগুলি ১৯৫৬ সালের জুলাইয়ে "ভিয়েতনামের একীকরণের জন্য" সাধারণ নির্বাচন নির্ধারণ করে এবং ১৭তম সমান্তরালে অস্থায়ীভাবে দেশটিকে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত করা হয়েছিল।[৬] উত্তর অঞ্চলটি ডেমোক্রাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এবং সাধারণত উত্তর ভিয়েতনাম নামে পরিচিত হয়ে ওঠে, ফরাসী-প্রতিষ্ঠিত ভিয়েতনামের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ অঞ্চলকে সাধারণত দক্ষিণ ভিয়েতনাম বলা হত।

জেনেভা চুক্তির বাস্তবায়নের তদারকি করার দায়িত্ব ছিল ভারত, কানাডা এবং পোল্যান্ডের সমন্বিত একটি আন্তর্জাতিক কমিশনের। ভারত নিরপেক্ষ, কানাডা অ-কমিউনিস্ট এবং পোল্যান্ড কমিউনিস্ট ব্লকের প্রতিনিধিত্ব করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র জেনেভা চুক্তিতে স্বাক্ষর করেনি এবং বলেছিল যে তারা এই প্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে অবাধ নির্বাচনের মাধ্যমে ঐক্য অর্জনের চেষ্টা চালিয়ে যাবে।[৭] ১৯৫৫ সালের জুলাইয়ে, ভিয়েতনাম রাজ্যের প্রধানমন্ত্রী নাগো দিনাজ দিম ঘোষণা করেছিলেন যে দক্ষিণ ভিয়েতনাম দেশকে একত্রিত করার জন্য নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেছিলেন যে ভিয়েতনাম রাজ্য জেনেভা চুক্তিতে স্বাক্ষর করেনি এবং তাই এর দ্বারা আবদ্ধ ছিল না।[৮]

১৯৭৫ সালের ৩০ এপ্রিল ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়েছিল এবং দক্ষিণ ভিয়েতনাম একটি অস্থায়ী বিপ্লবী সরকারের নিয়ন্ত্রণে এসেছিল। এরপরে ১৯৭৬ সালের ২ জুলাই ভিয়েতনামের পুনর্মিলন ঘটে এবং আজকের ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি হয়েছিল।[৯][১০]

হো চি মিনের অধীনে নেতৃত্ব (১৯৪৫–৬৯)

প্রজাতন্ত্রের ঘোষণা

১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করার পরপরই আগস্ট বিপ্লবে ভিয়েত মিন হ্যানয় প্রবেশ করেছিল এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ ভিয়েতনাম ১৯৫৫ সালের ২ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল: পুরো দেশটির জন্য একটি সরকার, নুগুয়েন রাজবংশের পরিবর্তে।

প্রারম্ভিক প্রজাতন্ত্র

হো চি মিনের অধীনে ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম সমস্ত ভিয়েতনামের উপর কর্তৃত্ব দাবি করেছিল, কিন্তু এই সময়ে দক্ষিণ ভিয়েতনাম গভীর রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ছিল।

প্রথম ইন্দোচিনা যুদ্ধের সময়

ফরাসিরা হ্যানয়কে পুনরায় দখল করে এবং প্রথম ইন্দোচিনা যুদ্ধ (১৯৪৬-৫৪) এর পরে আসে। চীনা কমিউনিস্ট বিপ্লবের (১৯৪৬-৫০) পরে, চীনা কমিউনিস্ট বাহিনী ১৯৪৯ সালে সীমান্তে এসেছিল। চীনা সাহায্য ভিয়েত মিনের অবস্থার উন্নতি হয় এবং গেরিলা মিলিশিয়া থেকে স্থায়ী সেনাবাহিনীতে রূপান্তরিত করে। ১৯৫০ সালের জুনে কোরিয়ান যুদ্ধের সূত্রপাত ঔপনিবেশবাদবিরোধী সংগ্রামকে স্নায়ুযুদ্ধের যুদ্ধের ময়দানে রূপান্তরিত করেছিল, যুক্তরাষ্ট্র ফরাসিদের আর্থিক সহায়তা দিয়েছিল।

ভিয়েতনামের অস্থায়ী সামরিক সীমানা নির্ধারণ

টন ডুক ঠাংএর রাষ্ট্রপতিত্ব (১৯৬৯-৭৬)

ভিয়েতনাম যুদ্ধের সময়

বৈদেশিক সম্পর্ক

দক্ষিণ ভিয়েতনাম

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ