কারেন গিলান

স্কটিশ অভিনেত্রী

কারেন শেইলা গিলান (জন্ম ২৮ নভেম্বর ১৯৮৭)[১]) একজন স্কটিশ অভিনেত্রী, পরিচালক, এবং চিত্রনাট্যকার। তিনি অধিক পরিচিত এ্যমি পন্ড নামে, এ্যমি একটি কম্পানীওন চরিত্র এলিভেন্থ ডক্টর, বিবিসির বিজ্ঞান কথাসাহিত্য সিরিজ ডক্টর হু (২০১০-১৩)-এ অভিনয়ের জন্য। চলচ্চিত্রে, তিনি অধিক পরিচিত নেবুলা চরিত্রে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর চলচ্চিত্র গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি (২০১৪) এবং গার্ডিয়্যান্স অফ দ্য গ্যালাক্সি ভল. ২ (২০১৭)-এ অভিনয়ের জন্য, এবং একই চরিত্রে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) এবং অ্যাভেঞ্জারস এন্ডগেম (২০১৯)-এ অভিনয় করেন । ২০১৭-এ তিনি জুমাঞ্জি: ওয়েলকাম টু দ্যা জঙ্গল এবং জুমাঞ্জি:দ্যা নেক্সট লেভেল (২০১৯) চলচ্চিত্রে রুবি রাউন্ডহাউজ চরিত্রে অভিনয় করেছেন। ২০১৭-এ, তিনি তার প্রথম চলচ্চিত্র দ্য পার্টি'স জাস্ট বিগেইনিং লিখেন ও পরিচালনা করেন।

কারেন গিলান
২০১৭ ফনিক্স কমিকন-এ গিলান
জন্ম
কারেন শেইলা গিলান

(1987-11-28) ২৮ নভেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
ইনভারনেস, স্কটল্যান্ড
মাতৃশিক্ষায়তনইতালিয়া কন্টি একাডেমী অব থিয়েটার আর্টস
পেশাঅভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন২০০৬-বর্তমান
আত্মীয়ক্যাটলিন ব্ল্যাকউড (মামাত বোন)

প্রারম্ভের জীবন

গিলান জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন স্কটল্যান্ডের ইনভার্নেস-এ, তিনি ম্যারি এবং রেয়মন্ড জন গিলান এর একমাত্র কন্যা, তিনি একজন গায়ক ও রেকডিং আর্টিস্ট।[২]

যখন এ্যমির বয়স ১৬, সে তখন এডিনবার্গে চলে আসেন এবং টেলফোর্ড কলেজ-এ এইচএনসি অভিনয় ও পারফরমেন্সেরর উপর একটি কোর্স সম্পূর্ণ করেন।[৩] তিনি ১৮ বছর বয়সে লন্ডনে যান নাট্য স্কুল, ইতালিয়া কন্টি একাডেমী অব থিয়েটার আর্টস-এ পড়াশুনার জন্য।[৪][৫]

ব্যক্তিগত জীবন

২০১১-এ, গিলান ফ্যাশন টার্গেট ব্রেস্ট ক্যান্সার (এফটিবিসি) এর উন্নয়নে[৬] এবং লন্ডনে গ্রেট অরোমন্ড স্ট্রিট হসপিটাল এর স্কুইরেল ওয়ার্ডের খোলার ব্যাপারে সাহায্য করেছেন।[৭][৮]

তিনি বলেছিলেন যে, যদিও তার পরিবার ক্যাথলিক, তিনি কখনও ব্যাপিস্ট হননি এবং ধর্মীয়ও হয়নি।[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ