বিবিসি

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম সংস্থা
(ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন থেকে পুনর্নির্দেশিত)

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সংক্ষেপে বিবিসি, (ইংরেজি: British Broadcasting Corporation, BBC) যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা। টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে সম্প্রচারের জন্য বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান তৈরি এবং তথ্য সেবা সরবরাহ করা বিবিসির প্রধান কাজ। বিবিসি ১৯২২ সালে প্রতিষ্ঠা করা হয়। বিবিসি এর সদর দপ্তর হলো "ব্রডকাস্টিং হাউস"। যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)
ধরনপাবলিক সম্প্রচার
শিল্পগণমাধ্যম
পূর্বসূরীব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯২৭ (1927-01-01)
প্রতিষ্ঠাতাজন রেইথ (মহাপরিচালক)
জর্জ ভিলিয়ার্স
সদরদপ্তর
ব্রডকাস্টিং হাউস, লন্ডন, ইংল্যান্ড
,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
ক্রিস প্যাটেন
(চেয়ারম্যান, বিবিসি ট্রাস্ট)
টিম ডেভি
(মহাপরিচালক)
পরিষেবাসমূহটেলিভিশন, রেডিও, অনলাইন
আয়হ্রাস £৪.৮৮৯ বিলিয়ন (২০১৯)[১]
সুদ ও করপূর্ব আয়
হ্রাস £−৫২ মিলিয়ন (২০১৯)[১]
নীট আয়
হ্রাস £−৬৯ মিলিয়ন (২০১৯)[১]
মোট সম্পদহ্রাস £১.১৭২  বিলিয়ন (২০১৯) [১]
মালিকদ্য ক্রাউন (Publicly-Owned)
কর্মীসংখ্যা
২২,২১৯ (২০২১) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটbbc.co.uk
বার্মিংহামে বিবিসির রেডিও স্টুডিও, বিবিসি হ্যান্ড বুক ১৯২৮ থেকে, যা এটিকে "ইউরোপের বৃহত্তম স্টুডিও" হিসাবে বর্ণনা করেছে।

ইতিহাস

পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ১৯২২ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড নামে ইহা প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে ৬টি ব্রিটিশ কোম্পানি মিলিত হয়ে এই লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করে। এই ছয়টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হল: মার্কোনী, রেডিও কমিউনিকেশন কোম্পানি, মেট্রোপলিটন-ভিকার্স (মেট্রোভিক), জেনারেল ইলেকট্রিক, ওয়েষ্টার্ণ ইলেকট্রিক ও ব্রিটিশ থমসন-হউষ্টন (বিটিএইচ)। ১৯২২ সালের ১৪ নভেম্বর লন্ডনের মার্কোনী হাউসের ২এলও স্টেশন থেকে প্রথম অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে ১১ অক্টোবর, ১৯৪১ সাল থেকে।

পরিচালনা এবং কর্পোরেট কাঠামো

বিবিসি একটি সংবিধিবদ্ধ কর্পোরেশন যা সরাসরি সরকারি হস্তক্ষেপ থেকে স্বাধীন। বিবিসির কার্যক্রম এপ্রিল ২০১৭ থেকে বিবিসি বোর্ড দ্বারা তত্ত্বাবধান করা হয় এবং অফকম দ্বারা নিয়ন্ত্রিত হয়। [২] [৩] বিবিসির বর্তমান চেয়ারম্যান রিচার্ড শার্প। [৪]

সনদ

বিবিসি রাজকীয় সনদের অধীনে কাজ করে। [৫] বর্তমান চার্টারটি ১ জানুয়ারী ২০১৭ থেকে কার্যকর হয়েছে এবং ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত এর মেয়াদ থাকবে। [৬] ২০১৭ চার্টারটিতে বিবিসি ট্রাস্টকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এটিকে বিবিসি বোর্ডের পরিচালনায় অফকমের বাহ্যিক প্রবিধানের সাথে প্রতিস্থাপিত করা হয়েছে। [৬]

রাজকীয় সনদের অধীনে বিবিসিকে স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। [৭] এই লাইসেন্সটি একটি চুক্তির ভিত্তিতে করা হয়েছে যা বিবিসিকে সম্প্রচারের অনুমতি দেওয়ার শর্তাবলী নির্ধারণ করে। [৭]

বিবিসি বোর্ড

বিবিসি বোর্ড ২০১৭ সালের এপ্রিলে গঠিত হয়েছিল। এটি পূর্ববর্তী গভর্নিং বডি, বিবিসি ট্রাস্টকে প্রতিস্থাপন করেছে, যা ২০০৭ সালে বোর্ড অফ গভর্নরকে প্রতিস্থাপিত করে তৈরি করা হয়েছিল। বোর্ড কর্পোরেশনের জন্য কৌশল নির্ধারণ করে, বিবিসি-এর পরিষেবা প্রদানে বিবিসি নির্বাহী বোর্ডের কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং মহাপরিচালক নিয়োগ করে। বিবিসির নিয়ন্ত্রণ বর্তমানে অফকমের দায়িত্বে। বোর্ড নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত। [৮] [৯]

নামঅবস্থানসময়কাল
রিচার্ড শার্পচেয়ারম্যান১৬ ফেব্রুয়ারি ২০২১15 ফেব্রুয়ারি 2025
Tim Davie, সিবিইমহাপরিচালক1 সেপ্টেম্বর 2020-
Sir Nicholas Serota, সিএইচসিনিয়র ইন্ডিপেন্ডেন্ট পরিচালক3 এপ্রিল 20172 এপ্রিল 2024
শুমিত ব্যানার্জিঅ নির্বাহী পরিচালক1 জানুয়ারী 202231 ডিসেম্বর 2025
স্যার ড্যামন বুফিনিঅ নির্বাহী পরিচালক1 জানুয়ারী 202231 ডিসেম্বর 2025
শার্লি গ্যারুডঅ নির্বাহী পরিচালক3 জুলাই 20192 জুলাই 2023
Ian Hargreaves, সিবিইঅ নির্বাহী পরিচালক2 এপ্রিল 20202 এপ্রিল 2023
স্যার রবি গিবইংল্যান্ডের সদস্য৭ মে ২০২১6 মে 2024
মুরিয়েল গ্রেস্কটল্যান্ডের সদস্য3 জানুয়ারী 20222 জানুয়ারী 2026
ডেম এলান ক্লস স্টিফেনসওয়েলসের সদস্য20 জুলাই 201719 জুলাই 2020
20 জানুয়ারী 202120 জুলাই 2023
উত্তর আয়ারল্যান্ড এক্সিকিউটিভ দ্বারা নিয়োগ করা হবেউত্তর আয়ারল্যান্ডের সদস্য--
শার্লট মুরপ্রধান বিষয়বস্তু কর্মকর্তা1 সেপ্টেম্বর 20202 সেপ্টেম্বর 2022
লে তাভাজিভাপ্রধান পরিচালন কর্মকর্তাফেব্রুয়ারি 2021-
জনাথন মুনরোভারপ্রাপ্ত পরিচালক, সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্সজানুয়ারী 2022-

কার্যনির্বাহী কমিটি

কার্যনির্বাহী কমিটি সম্প্রচারের নিয়মিত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। বিবিসির জৈষ্ঠ পরিচালকদের সমন্বয়ে গঠিত এই কমিটি প্রতি মাসে একবার বৈঠকে বসে এবং বোর্ড দ্বারা নির্ধারিত একটি কাঠামোর মধ্যে অপারেশনাল ম্যানেজমেন্ট এবং পরিষেবা সরবরাহের বিষয়ে কাজ করে। [১০]

নামঅবস্থান
টিম ডেভিমহাপরিচালক (নির্বাহী কমিটির সভাপতি)
কেরিস ব্রাইটপ্রধান গ্রাহক কর্মকর্তা
টম ফাসেলসিইও, বিবিসি স্টুডিও
লে তাভাজিভাপ্রধান পরিচালন কর্মকর্তা
রোদ্রি তালফান ডেভিসজাতি ও অঞ্চল বিষয়ক পরিচালক
শার্লট মুরপ্রধান বিষয়বস্তু কর্মকর্তা
গৌতম রঙ্গরাজনকৌশল ও কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচালক
জুন সারপংপরিচালক, সৃজনশীল বৈচিত্র্য
জনাথন মুনরোসংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্বর্তীকালীন পরিচালক

অপারেশনাল বিভাগ

কর্পোরেশনের নিম্নলিখিত কিছু অভ্যন্তরীণ বিভাগ রয়েছে যা বিবিসির আউটপুট এবং অপারেশনগুলিকে পরিচালনা করে: [১১] [১২]

  • বিষয়বস্তু: শার্লট মুরের নেতৃত্বে কর্পোরেশনের টেলিভিশন চ্যানেলের দায়িত্বে (প্রোগ্রামিং কমিশনিং সহ)।
  • স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, ইংলিশ অঞ্চলে কর্পোরেশনের বিভাগগুলির কার্যক্রম পরিচালনার জন্য রডরি তালফান ডেভিসের নেতৃত্বে জাতি ও আঞ্চলিক বোর্ড রয়েছে৷

বাণিজ্যিক বিভাগ

বিবিসি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বাণিজ্যিক বিভাগও পরিচালনা করে:

  • বিবিসি স্টুডিও: এ সংস্থাটি বিনোদন, সঙ্গীত ও ঘটনাবলী, বাস্তব ও চিত্রনাট্য প্রোডাকশনের দায়িত্বে রয়েছে। এপ্রিল 2018 সালে বিবিসি ওয়ার্ল্ডওয়াইডের সাথে একীভূত হওয়ার পরে, এটি আন্তর্জাতিক চ্যানেলগুলিও পরিচালনা করে এবং বিবিসি প্রোগ্রামগুলিতে ফিরে আসা অতিরিক্ত আয় অর্জনের জন্য যুক্তরাজ্য এবং বিদেশে প্রোগ্রাম এবং পণ্যদ্রব্য বিক্রি করে। বাণিজ্যিক প্রকৃতির কারণে এটিকে কর্পোরেশন থেকে আলাদা রাখা হয়।
  • বিবিসি ওয়ার্ল্ড নিউজ: এ বিভাগটি বিবিসির বাণিজ্যিক বৈশ্বিক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উৎপাদন ও বিতরণের দায়িত্ব পালন করে। এটি বিবিসি নিউজ গ্রুপের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, কিন্তু এটি বিবিসি নিউজ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটি চ্যানেলের পরিবেশক বিবিসি স্টুডিওর সাথেও কাজ করে।
  • বিবিসি স্টুডিওওয়ার্কস: এ বিভাগটি আলাদা এবং আনুষ্ঠানিকভাবে বিবিসি-এর কিছু স্টুডিও সুবিধার মালিকানা এবং পরিচালনা করে, যেমন বিবিসি এলস্ট্রি সেন্টার। [১৩]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ