৮৯তম একাডেমি পুরস্কার

৮৯তম একাডেমি পুরস্কার, ২০১৬-এর সেরা চলচ্চিত্র সমূহকে সম্মাননা প্রদান করতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক উপস্থাপিত একটি অনুষ্ঠান যা ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ৫:৩০ অপরাহ্ণ পিএসটি / ৮:৩০ অপরাহ্ণ ইএসটি সময়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সময় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সর্বমোট ২৪টি বিষয়শ্রেণীতে একাডেমি পুরস্কার (সাধারণভাবে অস্কার হিসাবে উল্লেখ করা হয়েছে) প্রদান করা হবে। অনুষ্ঠানটি মাইকেল ডি লুকা এবং জেনিফার টোড এর প্রযোজনায়[১][২] এবং জিমি কিমেল উপস্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসির মাধ্যমে টেলিভিশনে সম্প্রচারিত হবে।[৩]

৮৯তম একাডেমি পুরস্কার
পোষ্টার
তারিখফেব্রুয়ারি ২৬, ২০১৭
স্থানডলবি থিয়েটার
হলিউড, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
উপস্থাপকজিমি কিমেল
প্রযোজকমাইকেল ডি লুকা এবং জেনিফার টোড
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রমুনলাইট
সর্বাধিক পুরস্কারলা লা ল্যান্ড (৬)
সর্বাধিক মনোনয়নলা লা ল্যান্ড (১৪)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএবিসি
স্থিতিকাল৩ ঘণ্টা, ৪৯ মিনিট
 ← ৮৮তমএকাডেমি পুরস্কার 

পুরস্কার

Photo of Damien Chazelle.
ডেমিয়েন শ্যাজেল, শ্রেষ্ঠ পরিচালক বিজয়ী
Photo of Emma Stone in 2014.
এমা স্টোন, শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
Photo of Mahershala Ali in 2010.
মহেরশালা আলী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিজয়ী
Photos of Viola Davis in 2016.
ভায়োলা ডেভিস, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিজয়ী
Photos of Kenneth Lonergan in 2016.
কেনেথ লোনারগ্যান, শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিজয়ী
Photo of Byron Howard in 2016.
বায়রন হাউয়ার্ড, শ্রেষ্ঠ অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিজয়ী (যৌথ)
Photo of Rich Moore in 2016.
রিক মুর, শ্রেষ্ঠ অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিজয়ী (যৌথ)
Photo of Asghar Farhadi in 2013.
আসগর ফারহাদি, শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিজয়ী
Photo of Ezra Edelman in 2011.
এজরা এডেলম্যান, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিজয়ী (যৌথ)
Photo of Benj Pasek and Justin Paul.
বেঞ্জ পাসেক ও জাস্টিন পল, শ্রেষ্ঠ মৌলিক গান বিজয়ী (যৌথ)

বিজয়ীদের তালিকায় আগে রাখা হয়েছে, এবং গাঢ়রংয়ে চিহ্নিত করা হয়েছে[৪]

  • মুনলাইট – এডেলে রোমানস্কি, ডেডে গার্ডেনার, ও জেরেমি ক্লিনারdouble-dagger
    • অ্যারাইভাল – শন লেভি, ড্যান লেভিন, অ্যারন রাইডার, ও ডেভিড লিন্ডে
    • ফেন্সেস – স্কট রুডিন, ডেনজেল ওয়াশিংটন, ও টোড ব্ল্যাক
    • হ্যাকস রিজ – বিল মেকানিক ও ডেভিড পারমুট
    • হেল অর হাই ওয়াটার – কার্লা হেকেন ও জুলি ইয়র্ন
    • হিডেন ফিগারস্‌ – ডনা জিগিলিওত্তি, পিটার চার্নিন, জেনো টপিং, ফারেল উইলিয়ামস, ও থিওডোর মেলফি
    • লা লা ল্যান্ড – ফ্রেড বার্জার, জর্ডান হরউইট্‌জ, ও মার্ক প্ল্যাট
    • লায়ন – এমিলি শার্মান, ইয়ান ক্যানিং, ও অ্যাঞ্জি ফিল্ডার
    • ম্যানচেস্টার বাই দ্য সী – ম্যাট ডেমন, কিম্বার্লি স্টুয়ার্ড, ক্রিস মুর, লরেন বেক, ও কেভিন জে. ওয়ালশ
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য
  • মুনলাইট – বেরি জেনকিন্স ও টারেল অ্যালভিন ম্যাকক্র্যানি (টারেল অ্যালভিন ম্যাকক্র্যানি রচিত ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু)double-dagger
    • অ্যারাইভাল – এরিক হেইসেরের (টেড চিয়াং রচিত "স্টোরি অফ ইউর লাইফ)
    • ফেন্সেস – অগাস্ট উইলসন (অগাস্ট উইলসন রচিত ফেন্সেস (মরণোত্তর মনোনয়ন))
    • হিডেন ফিগারস্‌ – অ্যালিসন শ্রুয়েডার ও থিওডর মেলফি (মার্গট লি শেটার্লি রচিত হিডেন ফিগারস্‌)
    • লায়ন – লুক ডেভিস (সারু ব্রিয়ার্লি ও ল্যারি বাটরোজ রচিত অ্যা লং ওয়ে হোম
শ্রেষ্ঠ অ্যানিমেশন চলচ্চিত্র
  • জুটোপিয়া – বায়রন হাউয়ার্ড, রিক মুর, ও ক্লার্ক স্পেন্সারdouble-dagger
    • কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস্‌ – ট্রাভিস নাইট ও আরিয়ানা সুটনার
    • মোয়ানা – জন মুস্কার, রন ক্লিমেন্টস, ও ওসনাট শুরার
    • মাই লাইফ অ্যাজ অ্যা করজেত্তি – ক্লদ বারাস ও ম্যাক্স কার্লি
    • দ্য রেড টার্টল – মিখাইল ডুডক ডি উইট ও তশিও সুজুকি
শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র
  • দ্য সেলস্‌ম্যান (ইরান) পার্সি ভাষার – আসগর ফারহাদিdouble-dagger
    • ল্যান্ড অফ মাইন (ডেনমার্ক) ডেনীয় ভাষার – মার্টিন জান্দভ্লিয়েত
    • অ্যা ম্যান কলড ওভ (সুইডেন) সুয়েডীয় ভাষার – হান্নেস হোম
    • তান্না (অস্ট্রেলিয়া) নওভাল – মার্টিন বাটলার ও বেন্টলি ডীন
    • টনি এর্ডম্যান (জার্মানি) জার্মান ভাষার – মারেন অ্যাডি
  • ও.জে.: মেড ইন অ্যামেরিকা – এজরা এডেলম্যান ও ক্যারোলিন ওয়াটারলুdouble-dagger
    • ফায়ার অ্যাট সী – জিয়ানফ্রাঙ্কো রসি ও ডোনাতেলো পালের্মো
    • আই অ্যাম নট ইউর নিগ্রো – রাউল পেক, রেমি গ্রেলেটি, ও হাবার্ট পেক
    • লাইফ, অ্যানিমেটেড – রজার রস উইলিয়ামস ও জুলি গোল্ডম্যান
    • থার্টিন্থ – আভা ডুভার্নে, স্পেন্সার অ্যাভারিক, ও হাউয়ার্ড বারিশ
শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্র (ছোট বিষয়বস্তু)
  • দ্য হোয়াইট হেলমেটস্‌ – ওরল্যান্ডো ফন এইন্সেইডেল ও জোয়ানা নাতাসেজারাdouble-dagger
    • এক্সট্রিমিস – ড্যান ক্রাউস
    • ৪.১ মাইলস – ড্যাফনি ম্যাট্‌জিয়ারাকি
    • জোস্‌ ভায়োলিন – কাহানে কুপারম্যান ও রাফায়েলা নেইহাউসেন
    • ওয়াটানি: মাই হোমল্যান্ড – মার্সেল মেটালসিফেন ও স্টিভেন এলিস
শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
  • সিং – ক্রিস্তফ ডিক ও আনা উদ্‌ভার্দিdouble-dagger
    • এন্নেমিস ইন্তেরিউরস্‌ – সেলিম আজাজি
    • লা ফেম্মে এত লে টিজিভি – টিমো ফন গুন্তেন ও জিয়াকুন কাদুফ
    • সাইলেন্ট নাইটস্‌ – আস্কে বাং ও কিম মাগনুসন
    • টাইমকোড – জুয়ানজু গিমেনেজ
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র
  • পিপার – অ্যালান ব্যারিলারো ও মার্ক সন্দ্‌হেইমারdouble-dagger
    • ব্লাইন্ড ভায়শা – থিওডর উশেভ
    • বরৌড টাইম – অ্যান্ডু কোটস ও লু হামৌ-এলহাজ
    • পিয়ার সিডার অ্যান্ড সিগারেটস্‌ – রবার্ট ভ্যালি ও কারা স্পেলার
    • পার্ল – প্যাট্রিক ওসবর্ন
শ্রেষ্ঠ মৌলিক সুর
  • লা লা ল্যান্ড – জাস্টিন হারউইজdouble-dagger
    • জ্যাকি – মিকা লেভি
    • লায়ন – ডাস্টিন ও'হালোরান ও হাউচ্‌কা
    • মুনলাইট – নিকোলাস ব্রিটেল
    • প্যাসেঞ্জারস্‌ – থমাস নিউম্যান
শ্রেষ্ঠ মৌলিক গান
  • "সিটি অফ স্টারস্‌" (লা লা ল্যান্ড) – সঙ্গীত: জাস্টিন হারউইজ, গীতিকার: বেন্‌জ পাসেক ও জাস্টিন পলdouble-dagger
    • "অডিশন (দ্য ফুলস্‌ হু ড্রীম)" (লা লা ল্যান্ড) – সঙ্গীত: জাস্টিন হারউইজ, গীতিকার: বেন্‌জ পাসেক ও জাস্টিন পল
    • "ক্যান্ট স্টপ দ্য ফিলিং!" (ট্রলস্‌) – সঙ্গীত ও গীতিকার: জাস্টিন টিম্বারলেক, ম্যাক্স মার্টিন, ও কার্ল জোহান শুস্টার (শেলব্যাক)
    • "দ্য এম্পটি চেয়ার" (জিম: দ্য জেমস ফোলি স্টোরি) – সঙ্গীত ও গীতিকার: জে. রাল্‌ফ ও স্টিং
    • "হাউ ফার আই উইল গো" (মোয়ানা) – সঙ্গীত ও গীতিকার: লিন-ম্যানুয়েল মিরান্ডা
শ্রেষ্ঠ শব্দ সংযোজন
  • অ্যারাইভাল – সিলভেইন বেলেমারdouble-dagger
    • ডিপওয়াটার হরাইজন – ওয়াইলি স্টেটম্যান ও রেনে তন্দেলি
    • হ্যাকস রিজ – রবার্ট ম্যাকেঞ্জি ও অ্যান্ডি রাইট
    • লা লা ল্যান্ড – আই-লিং লি ও মাইল্ডরেড ইয়াত্রৌ মরগ্যান
    • সুলি – অ্যালান রবার্ট মুরে ও বুব আসমান
শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ
  • হ্যাকস রিজ – কেভিন ও'কনেল, অ্যান্ডি রাইট, রবার্ট ম্যাকেঞ্জি, ও পিটার গ্রেসdouble-dagger
    • অ্যারাইভাল – বার্নার্দ গ্যারিয়েপি স্ত্রব্‌ল ও ক্লদ লা হায়ে
    • লা লা ল্যান্ড – অ্যান্ডি নেলসন, আই-লিং লি, ও স্টিভ এ. মরো
    • রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ার্স স্টোরি – ডেভিড পার্কার, ক্রিস্টোফার স্কারাবোসিও, ও স্টুয়ার্ট উইলসন
    • থার্টিন আওয়ার্স: দ্য সিক্রেট সোলজার্স অফ বেনগাজি – গ্রেগ পি. রাসেল,[ক] গ্যারি সামারস্‌, জেফ্রি জে. হাবোস, ও ম্যাক রুথ
শ্রেষ্ঠ নির্মাণ পরিকল্পনা
  • লা লা ল্যান্ড – ডেভিড ওয়াস্কো ও স্যান্ডি রেনল্ডস-ওয়াস্কোdouble-dagger
    • অ্যারাইভাল – প্যাট্রিস ভার্মেত্তে ও পল হত্তে
    • ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম – স্টুয়ার্ট ক্রেইগ ও আনা পিনক
    • হেইল, সিজার! – জেস গঞ্চর ও ন্যান্সি হাই
    • প্যাসেঞ্জারস্‌ – গাই হেন্ড্রিক্স ডায়াস ও জিনি সার্ডিনা
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ
শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস
  • সুইসাইড স্কোয়াড – আলেসান্দ্রো বার্তোলাজ্জি, জিওর্জিও গ্রেগরিনি, ও ক্রিস্টোফার নেলসনdouble-dagger
    • অ্যা ম্যান কলড ওভ – ইভা ফন বার ও লাভ লারসন
    • স্টার ট্রেক বিয়ন্ড – জোল হার্লো ও রিচার্ড আলঞ্জো
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা
  • ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়্যার টু ফাইন্ড দেম – কলিন অ্যাটউডdouble-dagger
    • অ্যালাইড – জোয়ানা জনস্টন
    • ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স – কনসোলেতা বয়েল
    • জ্যাকি – ম্যাডলিন ফন্টেইন
    • লা লা ল্যান্ড – ম্যারি জোফ্রেস
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
  • হ্যাকস রিজ – জন গিলবার্টdouble-dagger
    • অ্যারাইভাল – জো ওয়াকার
    • হেল অর হাই ওয়াটার – জ্যাক রবার্টস
    • লা লা ল্যান্ড – টম ক্রস
    • মুনলাইট – ন্যাট স্যান্ডারস ও জোই ম্যাকমিলন
শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্ট
  • দ্য জাঙ্গল বুক – রবার্ট লেগাতো, অ্যাডাম ভালদেজ, আন্ড্রু আর. জোন্স, ও ড্যান লেমনdouble-dagger
    • ডিপওয়াটার হরাইজন – ক্রেইগ হ্যামাক, জ্যাসন স্নেল, জ্যাসন বিলিংটন, ও বার্ট ডাল্টন
    • ডক্টর স্ট্রেঞ্জ – স্টেফানি সেরেত্তি, রিচার্ড ব্লাফ, ভিনসেন্ট সিরেল্লি, ও পল করবোল্ড
    • কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস্‌ – স্টিভ এমারসন, অলিভার জোন্স, ব্রায়ান ম্যাকলিন, ও ব্র্যাড শিফ
    • রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ার্স স্টোরি – জন নল, মোহেন লিও, হাল হিকেল, ও নেইল করবোল্ড

আরও দেখুন

  • ৭৪তম গোল্ডেন গ্লোব পুরস্কার
  • ৭০তম ব্রিটিশ একাডেমি ফিল্ম পুরস্কার
  • ৩৭তম গোল্ডেন রাসবেরি পুরস্কার
  • ৮৯তম একাডেমি পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের নিবেদনের তালিকা

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

দাপ্তরিক ওয়েবসাইট
🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ