ক্রিস্টোফার নোলান

চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক

ক্রিস্টোফার নোলান (জন্ম: ৩০শে জুলাই, ১৯৭০) অস্কার মনোনয়নপ্রাপ্ত ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।[১] তার বাবা ইংরেজ এবং মা মার্কিন। সে হিসেবে তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশেরই নাগরিক। তার স্ত্রী এমা থমাস তার অনেকগুলো চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

ক্রিস্টোফার নোলান
২০১৮ সালে নোলান
জন্ম
ক্রিস্টোফার জেমস নোলান

(1970-07-30) ৩০ জুলাই ১৯৭০ (বয়স ৫৩)
নাগরিকত্বযুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৯৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীএমা থমাস (বি. ১৯৯৭)
সন্তান
আত্মীয়জোনাথন নোলান (ভাই)
ম্যাথিউ নোলান (ভাই)
জন নোলান (কাকা)
কিম হার্টম্যান (কাকিমা)

কর্মজীবন

ক্রিস্টোফার নোলানের জন্ম ১৯৭০ সালের ৩০শে জুলাই লন্ডন শহরে।[২] তার বাবা ছিলেন একজন বিজ্ঞাপন কপিরাইটার। আর মা ছিলেন একজন আমেরিকান বিমানবালা। জন্ম আর পিতামাতা সূত্রে তিনি ব্রিটিশ-আমেরিকান হওয়াতে তার শৈশব কেটেছে লন্ডন ও শিকাগোতে। ছোটবেলাতে নোলানের আগ্রহ ছিল উদ্ভিদবিদ্যাতে। তবে তার এই আগ্রহ ততদিন পর্যন্তই ছিল যতদিন পর্যন্ত তিনি তার বাবার ক্যামেরাটি খুঁজে পান। বাবার সুপার ৮ ক্যামেরা নিয়ে খেলতে খেলতেই ক্যামেরা সম্পর্কে জানা-শোনা। মাত্র ৭ বছর বয়সে সেই ক্যামেরা দিয়ে তৈরী করলেন তার প্রথম ছবি।[২] আর তাতে অভিনয় করালেন তার ছোট খেলনা এ্যাকশন ম্যানদের।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শেষ করে নোলান একই কলেজকে বেছে নেন তার ফিল্ম তৈরীর সুযোগসুবিধার জন্য। ১৯৯৩ সালে তিনি ছবি তৈরীর উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ক্রিস্টোফার নোলান ১৯৯৮ সালে তৈরী করেন তার প্রথম ফিচার ফিল্ম ‘ফলোয়িং’।[২] ছবিটির বাজেট ছিল মাত্র ৩ হাজার পাউন্ড। ছবিটির স্ক্রিপ্ট নোলানের নিজের লেখা ছিল যার ফটোগ্রাফি আর এডিটও তিনি নিজেই করেছিলেন। ১৯৯৮ সালে সান ফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভেলে ছবিটি প্রদর্শিত হবার পর তা সকলের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। ২০০০ সনে “মেমেনটো” দিয়ে বিশ্বময় পরিচিতি অর্জন করেন নোলান।

চলচ্চিত্র তালিকা

বছরশিরোনামকৃতিত্বটীকাসূত্র
পরিচালকলেখকপ্রযোজকঅন্যান্য
১৯৮৯ট্যারান্টিলাহ্যাঁহ্যাঁহ্যাঁনাঅপ্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[৩][৪]
১৯৯৬লার্সেনিহ্যাঁহ্যাঁহ্যাঁনাঅপ্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[৩][৪]
১৯৯৭ফেয়ারভিলেনানানাহ্যাঁক্যামেরা অপারেটর[৩]
ডুডলবাগহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁসম্পাদক এবং চিত্রগ্রাহক
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
[৩]
১৯৯৮ফলোইংহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁসম্পাদক এবং চিত্রগ্রাহক[৩]
১৯৯৯জেঙ্গিস ব্লুজনানানাহ্যাঁসম্পাদকীয় সহায়তা[৩][৫]
২০০০মেমেন্টোহ্যাঁহ্যাঁনানা[৩][৪]
২০০২ইনসমনিয়াহ্যাঁনানানা[৩][৪]
২০০৫ব্যাটম্যান বিগিন্সহ্যাঁহ্যাঁনানাডেভিড এস গয়েরের সাথে চিত্রনাট্য সহ-রচনা[৩][৪]
২০০৬দ্য প্রেস্টিজহ্যাঁহ্যাঁহ্যাঁনাজোনাথন নোলানের সাথে সহ-রচনা[৩][৪]
২০০৮দ্য ডার্ক নাইটহ্যাঁহ্যাঁহ্যাঁনাডেভিড এস গয়েরের সাথে সহ-রচনা
জোনাথন নোলানের সাথে চিত্রনাট্য সহ-রচনা
[৩][৪]
২০১০ইনসেপশনহ্যাঁহ্যাঁহ্যাঁনা[৩][৪]
২০১২দ্য ডার্ক নাইট রাইজেসহ্যাঁহ্যাঁহ্যাঁনাডেভিড এস গয়েরের সাথে সহ-রচনা
জোনাথন নোলানের সাথে চিত্রনাট্য সহ-রচনা
[৩][৪]
২০১৩ম্যান অব স্টিলনাকাহিনীহ্যাঁনাডেভিড এস গয়েরের সাথে সহ-রচনা[৩][৬]
২০১৪ট্রান্সেন্ডেনসনানানির্বাহীনা[৩][৪]
২০১৪ইন্টারস্টেলারহ্যাঁহ্যাঁহ্যাঁনাজোনাথন নোলানের সাথে সহ-রচনা[৩][৪]
২০১৫এমিক: অ্যা টাইম ক্যাপসুল ফ্রম দ্য পিপল অফ আর্থনানানাহ্যাঁকিউরেটর
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্র চলচ্চিত্র
[৭]
কোয়েহ্যাঁনাহ্যাঁহ্যাঁসম্পাদক, চিত্রগ্রাহক এবং সুরকার
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র
[৩]
২০১৬ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিসনানানির্বাহীনা[৩][৪]
২০১৭ডানকার্কহ্যাঁহ্যাঁহ্যাঁনা[৩][৪]
জাস্টিস লীগনানানির্বাহীনাএকটি ডিরেক্টরর্স কাট ২০২১ সালে প্রকাশিত হবে।[৩][৪]
২০১৯দ্য ডল'স ব্রেথনানানির্বাহীনাঅ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র[৮]
২০২০টেনেটহ্যাঁহ্যাঁহ্যাঁনা[৯][১০]
২০২৩ওপেনহেইমারহ্যাঁ

তথ্যচিত্রে উপস্থিতি

বছরশিরোনামসূত্র
২০১১দিস আমেজিং শ্যাডোস[৪]
২০১২সাইড বাই সাইড[৩][৪]
২০১৬সিনেমা ফিউচার্স[১১]
২০১৮জেমস ক্যামেরন'স স্টোরি অব সায়েন্স ফিকশন[১২]
২০১৯মেকিং ওয়েভস: দ্য আর্ট অব সিনেমাটিক সাউন্ড[১৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ