গ্যারেথ বেল

গ্যারেথ ফ্রাঙ্ক বেল (ইংরেজি: Gareth Frank Bale; জন্ম: ১৬ জুলাই ১৯৮৯; গ্যারেথ বেল নামে সুপরিচিত) হলেন একজন ওয়েলশ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এবং ওয়েলস জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

গ্যারেথ বেল
২০১৬ সালে ওয়েলসের হয়ে বেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামগ্যারেথ ফ্রাঙ্ক বেল[১]
জন্ম (1989-07-16) ১৬ জুলাই ১৯৮৯ (বয়স ৩৪)
জন্ম স্থানকার্ডিফ, ওয়েলস
উচ্চতা১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থানআক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লস অ্যাঞ্জেলেস
জার্সি নম্বর১১
যুব পর্যায়
কার্ডিফ সিভিল সার্ভিস
১৯৯৯–২০০৬সাউদাম্পটন
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৬–২০০৭সাউদাম্পটন৪০(৫)
২০০৭–২০১৩টটেনহ্যাম হটস্পার১৪৬(৪২)
২০১৩–২০২২রিয়াল মাদ্রিদ১৭৬(৮১)
২০২০–২০২১টটেনহ্যাম হটস্পার (ধার)২০(১১)
২০২২–লস অ্যাঞ্জেলেস(১)
জাতীয় দল
২০০৫–২০০৬ওয়েলস অনূর্ধ্ব-১৭(১)
২০০৬ওয়েলস অনূর্ধ্ব-১৯(১)
২০০৬–২০০৮ওয়েলস অনূর্ধ্ব-২১(২)
২০০৬–ওয়েলস১০৬(৪০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:১০, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:১০, ১৪ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওয়েলশ ফুটবল ক্লাব কার্ডিফ সিভিল সার্ভিসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে বেল ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে সাউদাম্পটনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৫–০৬ মৌসুমে, ইংরেজ ক্লাব সাউদাম্পটনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; সাউদাম্পটনের হয়ে তিনি ৪০ ম্যাচে ৫টি গোল করেছেন। অতঃপর ২০০৭–০৮ মৌসুমে তিনি প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পারে যোগদান করেছেন, টটেনহ্যাম হটস্পারের হয়ে তিনি সকল প্রতিযোগিতায় ২০৩ ম্যাচে ৫৫টি গোল করেছেন। ২০১৩–১৪ মৌসুমে, তিনি তৎকালীন বিশ্ব রেকর্ড প্রায় ১০১ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পার হতে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে ৩টি লিগ শিরোপাসহ ৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়লাভ করেছেন। ২০২২ সালে, তিনি মার্কিন ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগদান করেছেন।

২০০৫ সালে, বেল ওয়েলস অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ওয়েলসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ওয়েলসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৬ সালে ওয়েলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ওয়েলসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০৬ ম্যাচে ৪০টি গোল করেছেন। তিনি ওয়েলসের হয়ে এপর্যন্ত ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ এবং ২০২০) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৬ সালে ক্রিস কোলম্যানের অধীনে তারা সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়েছেন।

ব্যক্তিগতভাবে, বেল বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে টানা ২ মৌসুমে টটেনহ্যাম হটস্পারের বর্ষসেরা যুব খেলোয়াড় এবং ২০১৮ ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল জয় অন্যতম।[৩][৪][৫]

প্রারম্ভিক জীবন

গ্যারেথ ফ্রাঙ্ক বেল ১৯৮৯ সালের ১৬ই জুলাই তারিখে ওয়েলসের কার্ডিফে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

বেল ওয়েলস অনূর্ধ্ব-১৭, ওয়েলস অনূর্ধ্ব-১৯ এবং ওয়েলস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ওয়েলসের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ১২ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।

২০০৬ সালের ২৭শে মে তারিখে, মাত্র ১৬ বছর ১০ মাস ১১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেল ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ওয়েলসের হয়ে অভিষেক করেছেন।[৬] উক্ত ম্যাচের ৫৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ডেভিড ভনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন; ৮৭তম মিনিটে ম্যাচের জয়সূচক গোলে তিনি অ্যাসিস্ট করেছিলেন।[৭] ম্যাচটি ওয়েলস ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] ওয়েলসের হয়ে অভিষেকের বছরে বেল সর্বমোট ৪ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ মাস ১০ দিন পর, ওয়েলসের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ৭ই অক্টোবর তারিখে, স্লোভাকিয়ার বিরুদ্ধে ওয়েলসের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।[৯][১০][১১] অন্যদিকে, অভিষেকের প্রায় ১২ বছর পর, ২০১৮ সালের ২২শে মার্চ তারিখে, চীনের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম হ্যাট্রিকটি করেন; তিনি উক্ত ম্যাচের প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ গোল করেছেন।[১২][১৩][১৪] ২০১৮ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে, তিনি ডেনমার্কের বিরুদ্ধে ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগের ম্যাচে ওয়েলসের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন, ম্যাচটিতে ওয়েলস ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[১৫][১৬]

২০১৫ সালের ১২ই জুন তারিখে ওয়েলসের কার্ডিফের কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি ওয়েলসের জার্সি গায়ে তার ৫০তম ম্যাচ খেলেছেন, ম্যাচটি ওয়েলস ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলার পাশাপাশি ২৫তম মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেছেন।[১৭][১৮][১৯]

পরিসংখ্যান

ক্লাব

২৯ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাবমৌসুমলিগজাতীয় কাপলিগ কাপমহাদেশীয়অন্যান্যমোট
বিভাগম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোল
সাউদাম্পটন২০০৫–০৬[২০]ইএফএল চ্যাম্পিয়নশিপ
২০০৬–০৭[২১]৩৮[ক]৪৩
মোট৪০৪৫
টটেনহ্যাম হটস্পার২০০৭–০৮[২২]প্রিমিয়ার লিগ[খ]১২
২০০৮–০৯[২৩]১৬[খ]৩০
২০০৯–১০[২৪]২৩৩৪
২০১০–১১[২৫]৩০১১[গ]৪১১১
২০১১–১২[২৬]৩৬[ঘ]৪২১২
২০১২–১৩[২৭]৩৩২১[ঘ]৪৪২৬
মোট১৪৬৪২১৬১০৩১২০৩৫৫
রিয়াল মাদ্রিদ২০১৩–১৪[২৮]লা লিগা২৭১৫১২[গ]৪৪২২
২০১৪–১৫[২৯]৩১১৩১০[গ][ঙ]}}৪৮১৭
২০১৫–১৬[৩০]২৩১৯[গ]৩১১৯
২০১৬–১৭[৩১]১৯[গ]২৭
২০১৭–১৮[৩২]২৬১৬[গ][ঙ]৩৯২১
২০১৮–১৯[৩৩]২৯[গ][চ]৪২১৪
২০১৯–২০[৩৪]১৬[গ]২০
২০২১–২২[৩৫][গ]
মোট১৭৬৮১১৩৫৭১৬১২২৫৮১০৬
টটেনহ্যাম হটস্পার (ধার)২০২০–২১[৩৬]প্রিমিয়ার লিগ২০১১১০[ঘ]৩৪১৬
লস অ্যাঞ্জেলেস২০২২মেজর লিগ সকার
সর্বমোট৩৮৫১৪০৩২১৫৯৮২৭১৩৫৪৩১৮৩

আন্তর্জাতিক

১২ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
২০১৬ সালে ওয়েলসের হয়ে খেলছেন বেল
দলসালম্যাচগোল
ওয়েলস২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬১১
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১১৩
২০২২
সর্বমোট১০৬৪০

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ