চান্দ্র পঞ্জিকা

পঞ্জিকার একটি ধরন

চান্দ্র পঞ্জিকা (ইংরেজি: Lunar calendar) হলো এমন একটি পঞ্জিকা যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য চাঁদের ঘুর্ণন পদ্ধতির ফলে উদ্ভূত গণনাকে ব্যবহার করা হয়।[১] হিসাবের অসুবিধার্থে পৃথিবীতে চন্দ্র পঞ্জিকার ব্যবহার কম; তবে ধর্মীয় ক্ষেত্রে এর প্রচলণ অধিক; যেমনঃ হিজরি পঞ্জিকা[২]যেহেতু প্রতিটি চন্দ্রাবর্তন প্রায় ২৯+১⁄২ দিন,চন্দ্র ক্যালেন্ডারের মাসগুলি ২৯ থেকে ৩০ দিনের মধ্যে হয়। ১২ টি চন্দ্রের সময়কাল, একটি চান্দ্র বছর, ৩৫৪ দিন, ৮ ঘন্টা,৪৮ মিনিট, ৩৪ সেকেন্ড। চান্দ্র ক্যালেন্ডার সৌর বছরের তুলনায় ১১ থেকে ১২ দিন ছোট। [৩]

পর্যায় ২ তে লুনার লিবারেশন।

ইতিহাস

প্রাথমিকভাবে বর্ষ গণনা করা হতো চাঁদের আবর্তন হিসাব করে, সুমেরীয় সভ্যতায় যা প্রথম দৃষ্ট হয়; কিন্তু জ্যোতির্বিজ্ঞান, হিসাব-নিকাশ প্রভৃতিতে অগ্রগামী থাকায় মিশরীয়রা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকার প্রচলন করে।[৪] স্কটল্যান্ডের ওয়ারেন ফিল্ডে লুনিসোলার ক্যালেন্ডার পাওয়া গেছে এবং এটি মেসোলিথিক যুগের ১০০০০ বছর আগের।[৫]পণ্ডিতরা যুক্তি দিয়েছেন যে প্রাচীন শিকারীরা প্যালিওলিথিক যুগে চাঁদের নিয়মিত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ করত।[৬] স্যামুয়েল এল. ম্যাসি এর মতে ২৮০০০-৩০০০০ বছর আগে সময়-পরিমাপক যন্ত্র হিসাবে চাঁদের প্রাচীনতম ব্যবহার হত ।[৭]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ