চার্লটন হেস্টন

মার্কিন অভিনেতা

চার্লটন হেস্টন (ইংরেজি: Charlton Heston; জন্ম: জন চার্লস কার্টার, ৪ অক্টোবর ১৯২৩ - ৫ এপ্রিল ২০০৮)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।[২] হলিউডের তারকা অভিনেতা হেস্টন তার ৬০ বছরের অভিনয় জীবনে এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মহাকাব্যিক দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে তার প্রথম সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৫৯ সালে তিনি বেন-হার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তিনি টাচ অব ইভল (১৯৫৮), এল সিড (১৯৬১), প্ল্যানেট অব দ্য এপস (১৯৬৮), দ্য গ্রেটেস্ট শো অন আর্থ (১৯৫২), সিক্রেট অব দি ইনকাস (১৯৫৪), দ্য বিগ কান্ট্রি (১৯৫৮) এবং দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয় করেন

চার্লটন হেস্টন
Charlton Heston
১৯৮১ সালে হেস্টন
জন্ম
জন চার্লস কার্টার

(1923-10-04) ৪ অক্টোবর ১৯২৩ (বয়স ১০০)
মৃত্যু৫ এপ্রিল ২০০৮(2008-04-05) (বয়স ৮৪)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিসেন্ট ম্যাথিউ অ্যাপিস্কোপাল চার্চ কলাম্বারিয়াম
মাতৃশিক্ষায়তননর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪১-২০০৩
দাম্পত্য সঙ্গীলিডিয়া ক্লার্ক
(বি. ১৯৪৪; মৃ. ২০০৮)
সন্তান২, ফ্রেজার ক্লার্ক হেস্টন সহ
সামরিক কর্মজীবন
আনুগত্য মার্কিন যুক্তরাষ্ট্র
সেবা/শাখা মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনী
কার্যকাল১৯৪৪–১৯৪৬
পদমর্যাদা স্টাফ সার্জেন্ট
ইউনিট৭৭তম বোম্বার্ডমেন্ট স্কোয়ার্ডন
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বিশ্বযুদ্ধ
স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের ১৬তম সভাপতি
কাজের মেয়াদ
১৯৬৫ – ১৯৭১
পূর্বসূরীড্যানা অ্যান্ড্রুজ
উত্তরসূরীজন গ্যাভিন
২০০৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হেসটনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করে

প্রারম্ভিক জীবন

চার্লটন হেস্টন ১৯২৩ সালের ৪ঠা অক্টোবর জন্মগ্রহণ করেন। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে তার জন্মস্থান ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টন;[৩][৪][৫] কিন্তু তার আত্মজীবনীতে অন্য স্থানের উল্লেখ রয়েছে।[৬] তার প্রকৃত নাম জন চার্লস কার্টার।[১] তার পিতা রাসেল উইটফোর্ড কার্টার (১৮৯৭-১৯৬৬) ছিলেন একজন স'মিল কর্মী এবং মাতা লিলা (বেইন্স; ১৮৯৯-১৯৯৪)।[৭]

কর্মজীবন

হেস্টন বাইবেলীয় মহাকাব্যিক দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে ব্যাপক সফলতা অর্জন করেন। পরিচালক সেসিল বি. ডামিল তাকে মিকেলাঞ্জেলোর মোজেসের মূর্তি প্রতিবিম্ব হওয়ার শিক্ষা দেন।[৮] ডামিল হেস্টনের তিন মাস বয়সী পুত্র ফ্র্যাজার ক্লার্ক হেস্টনকে দিয়ে বাচ্চা মোজেস চরিত্রের কাজ করান। দ্য টেন কমান্ডমেন্টস বক্স অফিসে অন্যতম সফল চলচ্চিত্র হয়ে ওঠে এবং মুদ্রাস্ফীতি সংযোজন করার পর এটি সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। হিব্রু নবী চরিত্রে তার কাজ চলচ্চিত্র সমালোচকদের নিকট থেকে প্রশংসা অর্জন করে। এই কাজের জন্য তিনি তার প্রথম সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

মার্লোন ব্র্যান্ডো, বার্ট ল্যাঙ্কেস্টাররক হাডসন বেন-হার (১৯৫৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে, তিনি এই চরিত্রটি গ্রহণ করেন। ছবিটি অপ্রত্যাশিতভাবে ১১টি বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং হেস্টন তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তিনি ২০০৩ সালে লিউ ওয়ালেসের একই উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড টিভি চলচ্চিত্রে বেন-হার চরিত্রের জন্য কণ্ঠ দেন।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ