জাট সম্প্রদায়

জাট সম্প্রদায় হলো উত্তর ভারত এবং পাকিস্তানের ঐতিহ্যগতভাবে একটি কৃষি সম্প্রদায়। [১][২][৩] মূলত সিন্ধুর নিম্নাঞ্চল সিন্ধু নদীর উপত্যকার যাজক জাটরা মধ্যযুগের শেষের দিকে উত্তরে পাঞ্জাব অঞ্চলে চলে আসে এবং পরবর্তীতে ১৭ ও ১৮ শতকে দিল্লি অঞ্চল, উত্তর-পূর্ব রাজপুতানা এবং পশ্চিম গাঙ্গেয় সমভূমিতে স্থানান্তরিত হয়। [৪] জাটদের হিন্দু, মুসলিম এবং শিখ ধর্মাবলম্বীদের মাঝে পাওয়া যায়। এখন বেশিরভাগ জাট ভারতীয় রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশরাজস্থান এবং পাকিস্তানের সিন্ধুপাঞ্জাব প্রদেশে পাওয়া যায়।[৪]

জাট সম্প্রদায়
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
দক্ষিণ এশিয়া~৩০–৪৩ মিলিয়ন (আনু. 2009/10)
ভাষা
হিন্দি-উর্দুহরিয়ানাপাঞ্জাবি • রাজস্থানী • সিন্ধিব্রজ
ধর্ম
হিন্দুধর্ম • ইসলাম • শিখধর্ম

জাটরা ১৭ শতকের শেষের দিকে এবং ১৮ শতকের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল। [৫] গোকুল নামে একজন হিন্দু জাট জমিদার ছিলেন, যিনি সম্রাট আলমগীরের যুগে মুঘল শাসনের বিরুদ্ধে প্রথম দিকের বিদ্রোহী নেতাদের একজন।[৬] হিন্দু জাট সাম্রাজ্য মহারাজা সুরাজ মলের (১৭০৭-১৭৬৩) সময় শীর্ষে পৌঁছেছিল। [৭] শিখ ধর্মের মার্শাল খালসা পন্থের বিকাশে জাটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। [৮] বিংশ শতাব্দীর মধ্যে পাঞ্জাব, [৯] পশ্চিম উত্তর প্রদেশ, [১০] রাজস্থান, [১১] হরিয়ানাদিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু অংশে জমিদার জাটরা একটি প্রভাবশালী গোষ্ঠীতে পরিণত হয়। [১২] বছরের পর বছর ধরে বেশ কিছু জাট লোক শহুরে চাকরির জন্যে কৃষি পরিত্যাগ করেছিল এবং উচ্চ সামাজিকমর্যাদা দাবি করার জন্য নিজেদের প্রভাবশালী অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান ব্যবহার করেছিল। [১৩]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ