নরম্যান্ডি অবতরণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন ওভারলর্ডের আওতায় মিত্র পক্ষের নরম্যান্ডি আক্রমণ-এর সময় অবতরণ

নরম্যান্ডি অবতরণ, কোড নাম অপারেশন নেপচুন, (বলা হয় ডি-ডে) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন ওভারলর্ডের আওতায় ৬ জুন, ১৯৪৪ সালে মিত্র পক্ষের নরম্যান্ডি আক্রমণ-এর সময় অবতরণ অপারেশনকে বোঝায়।

নরম্যান্ডি অবতরণ
মূল যুদ্ধ: অপারেশন ওভারলর্ড, নরম্যান্ডি্র যুদ্ধ

মার্কিন সেনাবাহিনী ওমাহা সৈকতে ৬ জুন ১৯৪৪-এর সকালে
অবস্থান
নরম্যান্ডি, ফ্রান্স
ফলাফলনিষ্পত্তিমূলক মিত্র পক্ষের জয়[৮]
অধিকৃত
এলাকার
পরিবর্তন
পাঁচটি মিত্র পক্ষের বেলামুখ নরম্যান্ডিতে প্রতিষ্ঠিত
বিবাদমান পক্ষ
 জার্মানি[৭]
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
শক্তি
১৫৬,০০০[ক]৫০,৩৫০+[৯]
হতাহত ও ক্ষয়ক্ষতি
কমপক্ষে ~১২,০০০ ক্ষয়ক্ষতি; ৪,৪১৪ মৃত নিশ্চিত করা হয়েছে[খ]৪,০০০–৯,০০০ ক্ষয়ক্ষতি[১০]

লক্ষ্য জার্মানির দখল দ্বারিত্ব থেকে ফ্রান্সকে মুক্ত করা। আক্রমণের ইতিহাসে পৃথিবীর সব চাইতে বড় উভচর আক্রমণ এটি। যার গোপন পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু হয়েছিল ১৯৪৩ সালের শুরুর দিকে। ফ্রান্স এর এই উপকূল বর্তি এলাকায় আধিপত্য বজায় রাখতে হিটলার তার সামরিক বাহিনির সব থেকে চৌখুস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম করা ফিল্ড মার্শাল Erwin Rommel কে কমান্ডের দায়িত্ব দিয়েছিলেন। শেষ পর্যন্ত পারেননি তিনি আধিপত্য ধরে রাখতে মিত্র পক্ষের যৌথ বাহিনির কাছে তার পরাজয় বরন করতে হয়েছিল। ১,৫৬,০০০ আমেরিকান ব্রিটিশ ও কানাডিয়ান যৌথবাহিনি ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের উপকূলে ৫০ মাইল দীর্ঘ একটি সৈকতের উপরে ৫ টি ভাগে ভাগ হয়ে অবতরন করে । অগাস্ট ১৯৪৪ শেষ দিকে উত্তর ফ্রান্স মিত্র বাহিনির দখলে আসে । জার্মানরা পরাজিত হতে শুরু করে বসন্তের শেষ দিকে ফ্রান্স শত্রু মুক্ত হয় । ইউরোপ জয় শুরু হয়ে ছিল নরম্যান্ডির এই জয় দিয়ে।

পটভূমি

অপারেশনস

প্রবঞ্চনা পরিকল্পনা

আবহাওয়া

যুদ্ধের জার্মান ক্রম

৭০৯তম পদাতিক ডিভিশন (কতেন্তিন উপদ্বীপ)

৩৫২তম পদাতিক ডিভিশন (গ্র্যান্ডক্যাম্পস সেক্টর)

৭১৬তম পদাতিক ডিভিশন (Caen কাছাকাছি)

২১তম পানযের বিভাগ (Caen দক্ষিণ)

আটলান্টিক প্রাচীর

সাঁজোয়াযুক্ত মজুদ

যুদ্ধের মিত্রপক্ষের ক্রম

মার্কিন অঞ্চল

ব্রিটিশ ও কানাডিয়ান অঞ্চল

ফরাসি প্রতিরোধ সঙ্গে সমন্বয়

নৌ কার্যকলাপ

নৌ ক্ষতি

বোমাবর্ষণ

অবতরণ

বিমানপোতে বাহিত অপারেশন

মার্কিন বিমানপোতে বাহিত অবতরণ

ব্রিটিশ ও কানাডিয়ান বিমানপোতে বাহিত অবতরণ

উটাহ সৈকত

পন্ত দু হক

ওমাহা সৈকত

গোল্ড সৈকত

জুনো সৈকত

সোর্ড সৈকত

বিশ্লেষণ

যুদ্ধের স্মৃতি এবং পর্যটন

আরও দেখুন

তথ্যসূত্র

ব্যাখ্যামূলক নোট

উদ্ধৃতিসমূহ

গ্রন্থপঞ্জি

আরও পড়ুন

বহিঃসংযোগ


🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ