বম্বে জয়শ্রী

ভারতীয় অভিনেত্রী

বম্বে জয়শ্রী রামনাথ (তামিল: பாம்பே ஜெயஸ்ரீ) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিবারে জন্মগ্রহণকারী জয়শ্রী তার পরিবারের চতুর্থ প্রজন্মের সঙ্গীতজ্ঞ। তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন এবং তিনি বর্তমান সময়ের অন্যতম কর্ণাটকীয় সঙ্গীতজ্ঞ।[১] তিনি একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং লাইফ অব পাই চলচ্চিত্রের "পাইয়ের ঘুমপাড়ানি" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]

বম্বে জয়শ্রী
জন্ম
জয়শ্রী

পেশা
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ, বীণা
ওয়েবসাইটbombayjayashri.com

প্রারম্ভিক জীবন

জয়শ্রী কলকাতায় এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী এন. এন. সুব্রহ্মণ্যম ও মাতা সীতালক্ষ্মী সুব্রহ্মণ্যম। জয়শ্রী তার পিতামাতার নিকট কর্ণাটকীয় সঙ্গীতের প্রাথমিক তালিম নেন। পরে তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট প্রশিক্ষণ গ্রহণ করেন।[৩] তিনি জি. এন. দণ্ডপাণি আইয়ারের নিকট বীণা বাজানো শিখেন। জয়শ্রী কে মহাবীর জয়পুরওয়ালে ও অজয় পোহঙ্করের নিকট থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নেন।[৪] এছাড়া তিনি দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে ভারতীয় সঙ্গীতে ডিপ্লোমা করেন।

জয়শ্রী মুম্বইয়ের শ্রী রাজারাজেশ্বরী ভারতনাট্য কালামন্দিরের গুরু কে কল্যাণসুন্দরমের নিকট ভরতনাট্যম শিখেন। তিনি মুম্বইয়ের অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মঞ্চদলের সাথে সম্পৃক্ত ছিলেন।

জয়শ্রী চেম্বুরের সেন্ট অ্যান্টনিস হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে মুম্বইয়ের আর. এ. পোডার কলেজ থেকে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

জয়শ্রী হরিষ জয়রাজের সুরে তামিল চলচ্চিত্র মিন্নালে (২০০১)-এর "বাসিগারা" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ তামিল নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। তিনি র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ চলচ্চিত্রে মিন্নালের 'বাসিগারা' গানের হিন্দি সংস্করণ "জারা জারা" গানেও জয়রাজের সুরে কণ্ঠ দেন (র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ মিন্নালে চলচ্চিত্রের পুনঃনির্মাণ ছিলো)। ২০০৫ সালে তিনি গজনী চলচ্চিত্রের "সুট্টুম বিজি" গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫] ২০০৯ সালে তিনি কেরল ক্যাফে অমনিবাস চলচ্চিত্রে রেবতী পরিচালিত ভেরুক্কু নিরমগল খণ্ডের সুরায়োজন করেন।[৬]

২০১২ সালে তিনি ইয়ান মার্টেলের লাইফ অব পাই উপন্যাস অবলম্বনে নির্মিত লাইফ অব পাই চলচ্চিত্রের "পাইয়ের ঘুমপাড়ানি" গানের গীত লিখেন এবং মাইকেল ড্যানার সুরে এই গানে কণ্ঠ দেন। এই গানটির জন্য তিনি ৮৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে মনোনয়ন লাভ করেন।[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন