বিল টিলডেন

মার্কিন টেনিস খেলোয়াড়

উইলিয়াম টাটেম টিলডেন দ্বিতীয় (১০ ফেব্রুয়ারি ১৮৯৩- ৫ জুন ১৯৫৩, যাকে বিগ বিল নামেও অভিহিত করা হয়) একজন আমেরিকান পুরুষ টেনিস খেলোয়াড় ছিলেন। টিলডেন ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের স্বীকৃতিধারী ছিলেন। তিনি ১৪টি মেজর সিঙ্গল উপাধি লাভ করেন। এছাড়াও টিলডেন ১০টি গ্র্যান্ড স্ল্যাম, ১টি বিশ্ব হার্ড কোর্ট চ্যাম্পিয়নশিপ এবং তিনটি পেশাগত মেজর লাভ করেন। তিনি উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিজয়ী প্রথম আমেরিকান। তিনি সাতটি আমেরিকান চ্যাম্পিয়নশিপ লাভ করেন। (রিচার্ড সিয়ার্স ও বিল লার্নেড-ও একই সম্মানের অধিকারী।)

বিল টিলডেন
পূর্ণ নামউইলিয়াম টাটেন টিলডেন জুনিয়র
দেশ যুক্তরাষ্ট্র
জন্ম(১৮৯৩-০২-১০)১০ ফেব্রুয়ারি ১৮৯৩
ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
মৃত্যুজুন ৫, ১৯৫৩(1953-06-05) (বয়স ৬০)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
উচ্চতা৬ ফুট + ইঞ্চি (১.৮৭ মিটার)
পেশাদারিত্ব অর্জন১৯৩১ (১৯১২ সাল থেকে শৌখিন)
অবসর গ্রহণ১৯৪৬
খেলার ধরনডানহাতি
টেনিস এইচওএফ১৯৫৯ (সদস্য পাতা)
একক
পরিসংখ্যান১৪২৫–৩৭২ (৭৯.৩%)
শিরোপা১৩৮
সর্বোচ্চ র‌্যাঙ্কিংবিশ্বসেরা (১৯২০, এ. ওয়ালিস মেয়ার্স)[১]
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
ফ্রেঞ্চ ওপেনF (১৯২৭, ১৯৩০)
উইম্বলডনW (১৯২০, ১৯২১, ১৯৩০)
ইউএস ওপেনW (১৯২০, ১৯২১, ১৯২২, ১৯২৩, ১৯২৪, ১৯২৫, ১৯২৯)
অন্যান্য প্রতিযোগিতা
ডব্লিউএইচসিসিW (১৯২১)
পেশাদার শীর্ষ
ইউএস প্রোW (১৯৩১, ১৯৩৫)
ওয়েম্বলি প্রোF (১৯৩৫, ১৯৩৭)
ফ্রেঞ্চ প্রোW (১৯৩৪)
দ্বৈত
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
উইম্বলডনW (১৯২৭)
ইউএস ওপেনW (১৯১৮, ১৯২১, ১৯২২, ১৯২৩, ১৯২৭)
গ্র্যান্ড স্ল্যাম মিশ্র দ্বৈতের ফলাফল
ফ্রেঞ্চ ওপেনW (১৯৩০)
ইউএস ওপেনW (১৯১৩, ১৯১৪, ১৯২২, ১৯২৩)
দলগত প্রতিযোগিতা
ডেভিস কাপW (১৯২০, ১৯২১, ১৯২২, ১৯২৩, ১৯২৪, ১৯২৫, ১৯২৬)

১৯২০ এর দশকের প্রথম অর্ধাংশে টিলডেন আন্তর্জাতিক মঞ্চ দাপিয়ে বেড়াতেন। ১৯১১ থেকে ১৯৩০ পর্যন্ত শৌখিন কর্মজীবনে টিলডেন ১৯২টির মধ্যে ১৩৮টি টুর্নামেন্টে জয়লাভ করেন। ম্যাচ জেতা এবং শতকরা হারে সর্বোচ্চ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ডটি এখনো তার দখলে। ১৯২৯ সালে দশটি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়ে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করেন। রজার ফেদেরার ২০১৭ সালে এই রেকর্ডটি স্পর্শ করতে সক্ষম হন। যুক্তরাষ্ট্রের লন টেনিস অ্যাসোসিয়েশনের সাথে তার প্রায়ই বিরোধ উপস্থিত হতো। ৩৭ বছর বয়সে ১৯৩০ সালে তিনি তার শেষ মেজর পদবি লাভ করেন। ঐ বছরের শেষ দিকে টিলম্যান পেশাদার পদমর্যাদা লাভ করেন। পরের ১৫ বছর টিলম্যান পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে কর্মজীবন গড়ে তুলেন।

ব্যক্তিগত জীবন

বিল টিলডেন ১৮৯৩ সালের ১০ ফেব্রুয়ারি ফিলাডেলফিয়ার জার্মানটাউনে জন্মগ্রহণ করেন। টিলডেনের পরিবার অত্যন্ত ধনী ছিল, কিন্তু বড় তিন সন্তান হারানোর ব্যথায় শোকাভিভূত হয়ে পড়েছিল। তার বাবা উইলিয়াম টাটেম টিলডেন একজন পশম ব্যবসায়ী ও স্থানীয় রাজনীতিবিদ ছিলেন। মা সেলিনা হে একজন পিয়ানোবাদক ছিলেন। [২] ১৮ বছর বয়সে ব্রাইট রোগের কবলে টিলডেন তার মা-কে হারান। তার বাবা তখন এক ভৃত্যের সাথে তাকে বাইরে পাঠিয়ে দেন। ২২ বছর বয়সে টিলডেন তার বাবা ও বড় ভাই হার্বার্টকে হারান। এই মৃত্যু তাকে গভীরভাবে প্রভাবিত করে। ছয় থেকে সাত বছর বয়সেই ক্যাটসকিল পর্বতে পরিবারের গ্রীষ্মকালীন আবাসেই টিলডেন টেনিস খেলা আয়ত্ত করেন। তার কাছে মৃত্যুশোক থেকে পরিত্রাণ লাভের জন্য এখন এটিই সর্বোত্তম উপায় হয়ে ওঠে। জীবনীকার ফ্র্যাঙ্ক ডেফোর্ডের মতে, টিলডেন সবসময়ই কনিষ্ঠ খেলোয়াড় ও বালকদের সাথে পিতৃসুলভ আচরণ করতেন। এদের মধ্যে ভিনি রিচার্ডস সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ