মারডেকা টুর্নামেন্ট

মারডেকা টুর্নামেন্ট (মালয়: Pestabola Merdeka, অনু. স্বাধীনতা টুর্নামেন্ট) হল একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা মূলত মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খেলা হয়ে থাকে। খেলাগুলি কুয়ালালামপুর শহরের স্টেডিয়াম মারডেকাতে খেলা হয়।[১] টুর্নামেন্টটিকে গ্র্যান্ড ওল্ড লেডি অব এশিয়া (অনু. এশিয়ার শ্রেষ্ঠ বৃদ্ধা) বলে ভূষিত করা হয়।[২] এর ম্যাচগুলি ফিফা কর্তৃক আন্তর্জাতিক "এ" স্তরের বন্ধুত্বপূর্ণ খেলার মর্যাদাপ্রাপ্ত।[৩]

মারডেকা টুর্নামেন্ট
স্বর্ণজয়ন্তী প্রতীক (২০০৭)
আয়োজকমালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
অঞ্চলআন্তর্জাতিক
দলের সংখ্যাবিভিন্ন
বর্তমান চ্যাম্পিয়ন তাজিকিস্তান (১ম শিরোপা)
সবচেয়ে সফল দল মালয়েশিয়া (১০টি শিরোপা)
২০২৩

ইতিহাস

১৯৫৮ সালে মারডেকা কাপের দ্বিতীয় আসরের বিজয়ী মালয় জাতীয় ফুটবল দল, মালয়েশিয়া গঠন হওয়ার পাঁচ বছর আগে। এছাড়াও ছবিতে মালয়ের প্রথম প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুল রহমান (মাঝে), তৎকালীন মালয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি।

মারডেকা টুর্নামেন্ট এশিয়ার সবচেয়ে পুরোনো আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা (১৯৫৭)।[৪][৫][৬][৭] ১৯৬০-এর দশকে এটি এশিয়ান কাপের ক্ষুদ্র সংস্করণের মর্যাদা পেয়েছিল। তৎকালীন এএফসি প্রেসিডেন্ট টুঙ্কু আব্দুল রহমান এর প্রতিষ্ঠাতা।[৮] ১৯৫০ থেকে ১৯৮০ পর্যন্ত এশীয় ফুটবলের এটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এশিয়ার ভিন্ন ভিন্ন দেশ তাদের জাতীয় দলকে পাঠাত।[৯] পরে এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব বাড়লে মারডেকা টুর্নামেন্ট এর গুরুত্ব কমতে থাকে।[১০][১১]

হংকং ছিল প্রথম চ্যাম্পিয়ন।[১২] পরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার, দক্ষিণ কোরিয়াইউরোপ সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব দ্বারা জয়লাভ হয়েছিল।[১৩]

ফলাফল

নিম্নে মরসুম ভিত্তিক ফাইনাল খেলার ফলাফল উল্লেখ করা হল:[১৪][১৫]

বছরচ্যাম্পিয়নরানার্স-আপফাইনাল খেলার ফলাফলনোট
১৯৫৭ হংকং লিগ একাদশ[ক]  ইন্দোনেশিয়া(গ্রুপ পর্বের টুর্নামেন্ট)
১৯৫৮  মালয় হংকং লিগ একাদশ[ক]
১৯৫৯  মালয়[১৬]  ভারত
১৯৬০  মালয়[১৭]
 দক্ষিণ কোরিয়া
০–০(ট্রফি বিভক্ত)
১৯৬১  ইন্দোনেশিয়া  মালয়২–১
১৯৬২  ইন্দোনেশিয়া  পাকিস্তান২–১
১৯৬৩  প্রজাতন্ত্রী চীন[ক]  জাপান(গ্রুপ পর্বের টুর্নামেন্ট)
১৯৬৪  বার্মা  ভারত১–০
১৯৬৫  দক্ষিণ কোরিয়া
 প্রজাতন্ত্রী চীন[ক]
১–১(ট্রফি বিভক্ত)
১৯৬৬  দক্ষিণ ভিয়েতনাম  বার্মা১–০
১৯৬৭ ইয়াংজি
 বার্মা
০–০(ট্রফি বিভক্ত)
১৯৬৮  মালয়েশিয়া  বার্মা৩–০
১৯৬৯  ইন্দোনেশিয়া  মালয়েশিয়া৩–২
১৯৭০  দক্ষিণ কোরিয়া  বার্মা১–০
১৯৭১  বার্মা  ইন্দোনেশিয়া১–০
১৯৭২  দক্ষিণ কোরিয়া  মালয়েশিয়া২–১
১৯৭৩  মালয়েশিয়া[১৮]  কুয়েত[১৯]৩–১
১৯৭৪  মালয়েশিয়া  দক্ষিণ কোরিয়া১–০
১৯৭৫  দক্ষিণ কোরিয়া  মালয়েশিয়া[২০]১–০
১৯৭৬  মালয়েশিয়া  জাপান২–০
১৯৭৭  দক্ষিণ কোরিয়া  ইরাক১–০
১৯৭৮  দক্ষিণ কোরিয়া  ইরাক২–০
১৯৭৯ দক্ষিণ কোরিয়া বি
 মালয়েশিয়া
০–০(ট্রফি বিভক্ত)
১৯৮০  মরক্কো  মালয়েশিয়া২–১
১৯৮১  ইরাক সাও পাওলো একাদশ১–০
১৯৮২ সান্তা কাতারিনা একাদশ  ঘানা৩–০
১৯৮৩ বুয়েনোস আইরেস একাদশ  আলজেরিয়া একাদশ২–১
১৯৮৪ দক্ষিণ কোরিয়া বি মিনাজ জেরাইস একাদশ২–০
১৯৮৫ দক্ষিণ কোরিয়া বি আমেরিকা এফসি রিও৭–৪ (অ.স.প.)
১৯৮৬  মালয়েশিয়া  চেকোস্লোভাকিয়া একাদশ৩–০
১৯৮৭  চেকোস্লোভাকিয়া অলিম্পিক  দক্ষিণ কোরিয়া৩–২
১৯৮৮ হামবার্গার এসভি (পশ্চিম জার্মানি) এফসি তিরোল ইনসব্রুক১–০
১৯৮৯–৯০অনুষ্ঠিত হয়নি
১৯৯১ আডমিরা ওয়াকার  চীন অলিম্পিক দল৩–০
১৯৯২অনুষ্ঠিত হয়নি
১৯৯৩  মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া বি৩–১
১৯৯৪অনুষ্ঠিত হয়নি
১৯৯৫  ইরাক ভাসাস এসসি২–০
১৯৯৬–৯৯অনুষ্ঠিত হয়নি
২০০০  নিউজিল্যান্ড  মালয়েশিয়া২–০
২০০১  উজবেকিস্তান  বসনিয়া ও হার্জেগোভিনা২–১
২০০২–০৫অনুষ্ঠিত হয়নি
২০০৬  মিয়ানমার  ইন্দোনেশিয়া২–১
২০০৭  মালয়েশিয়া অ-২৩  মিয়ানমার৩–১
২০০৮  ভিয়েতনাম অ-২২  মালয়েশিয়া০–০(৬–৫ পে.)
২০০৯–১২অনুষ্ঠিত হয়নি
২০১৩  মালয়েশিয়া অ-২৩  মিয়ানমার অ-২৩২–০
২০১৪–২২অনুষ্ঠিত হয়নি
২০২৩  তাজিকিস্তান  মালয়েশিয়া২–০

বিঃ দ্রঃ :- প্রতিটি অংশগ্রহণকারী দেশ নিজেদের সবচেয়ে শক্তিশালী দলকে পাঠিয়েছিল
দক্ষিণ কোরিয়ার বি দল/রিজার্ভ দলে কিছু জাতীয় দলের খেলোয়াড় ছিল।

নোট

গোলদাতা

অব.খেলোয়াড়দলম্যাচগোল
মোক্তার দাহারি  মালয়েশিয়া৫০৩৬[২১]
কুনিশিগে কামামোতো  জাপান১৮২২[২২]
আব্দুল কাদির  ইন্দোনেশিয়া৩৬২২[২৩]
চা বুম-কুন  দক্ষিণ কোরিয়া৩৪২১[২৪]
আব্দুল ঘানি মিনহাত  মালয়েশিয়া৩২

১৯[২৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ