বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল (বসনীয়: Nogometna/Fudbalska reprezentacija Bosne i Hercegovine, সার্বীয়: Фудбалска репрезентација Боснe и Херцеговинe, ক্রোয়েশীয়: Bosanskohercegovačka nogometna reprezentacija, ইংরেজি: Bosnia and Herzegovina national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৩ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে, বসনিয়া ও হার্জেগোভিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইরানের তেহরানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ইরানকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

বসনিয়া ও হার্জেগোভিনা
দলের লোগো
ডাকনামজমায়েভি
অ্যাসোসিয়েশনবসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচখালি
অধিনায়কএদিন জেকো
সর্বাধিক ম্যাচএদিন জেকো (১১২)
শীর্ষ গোলদাতাএদিন জেকো (৫৯)
মাঠগ্রাভিৎসা স্টেডিয়াম
ফিফা কোডBIH
ওয়েবসাইটwww.nfsbih.ba
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৯ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ১৩ (আগস্ট ২০১৩)
সর্বনিম্ন১৭৩ (সেপ্টেম্বর ১৯৯৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৮৪ হ্রাস ২৬ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ২০ (জুন ২০১৩, ফেব্রুয়ারি ২০১৯)
সর্বনিম্ন৮৭ (অক্টোবর ১৯৯৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ইরান ১–৩ বসনিয়া ও হার্জেগোভিনা 
(তেহরান, ইরান; ১২ সেপ্টেম্বর ১৯৯৩)[৩][৪][৫]
বৃহত্তম জয়
 বসনিয়া ও হার্জেগোভিনা ৭–০ এস্তোনিয়া 
(জেনিৎসা, বসনিয়া ও হার্জেগোভিনা;
১০ সেপ্টেম্বর ২০০৮)
 লিশটেনস্টাইন ১–৮ বসনিয়া ও হার্জেগোভিনা 
(ভাডুৎস, লিশটেনস্টাইন; ৭ সেপ্টেম্বর ২০১২)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ৫–০ বসনিয়া ও হার্জেগোভিনা 
(কর্দোবা, আর্জেন্টিনা; ১৪ মে ১৯৯৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১৪-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৪)

১৩,১৪৬ ধারণক্ষমতাবিশিষ্ট গ্রাভিৎসা স্টেডিয়ামে জমায়েভি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন খালি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোমার আক্রমণভাগের খেলোয়াড় এদিন জেকো।

বসনিয়া ও হার্জেগোভিনা এপর্যন্ত কেবলমাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে পৌঁছানো।

এদিন জেকো, মিরালেম পিয়ানিচ, এমির স্পাহিচ, ভেদাদ ইবিশেভিচ এবং জভিয়েজদান মিসিমোভিচের মতো খেলোয়াড়গণ বসনিয়া ও হার্জেগোভিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০তম (যা তারা সর্বপ্রথম ২০১৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৬৭  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র১৩৫৬.৬৬
৬৮  উজবেকিস্তান১৩৪৫.২৬
৬৯  বসনিয়া ও হার্জেগোভিনা১৩৪৩.৩২
৭০  মন্টিনিগ্রো১৩৪২.৬৪
৭১  আইসল্যান্ড১৩৩৮.৩৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৮২ ১০  উত্তর আয়ারল্যান্ড১৪৯১
৮৩  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র১৪৮৯
৮৪ ২৬  বসনিয়া ও হার্জেগোভিনা১৪৮৫
৮৫ ১৪  দক্ষিণ আফ্রিকা১৪৮২
৮৬ ২০  কাজাখস্তান১৪৮১

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০যুগোস্লাভিয়ার অংশ ছিলযুগোস্লাভিয়ার অংশ ছিল
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবেবসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবে
১৯৯৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৯৮উত্তীর্ণ হয়নি১৪
বসনিয়া ও হার্জেগোভিনা হিসেবেবসনিয়া ও হার্জেগোভিনা হিসেবে
২০০২উত্তীর্ণ হয়নি১২১২
২০০৬১০১২
২০১০১২২৫১৫
২০১৪গ্রুপ পর্ব২০তম১০৩০
২০১৮উত্তীর্ণ হয়নি১০২৪১৩
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোটগ্রুপ পর্ব১/৭৫৮২৮১০২০১১২৬৯

অর্জন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ