উজবেকিস্তান জাতীয় ফুটবল দল

উজবেকিস্তান জাতীয় ফুটবল দল (উজবেক: Oʻzbekiston milliy futbol terma jamoasi, ইংরেজি: Uzbekistan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উজবেকিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উজবেকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭ই জুন তারিখে, উজবেকিস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাজিকিস্তানের দুশান্‌বেতে অনুষ্ঠিত উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যকারের উক্ত ম্যাচটি কাছে ২–২ গোলে ড্র হয়েছে।

উজবেকিস্তান
দলের লোগো
ডাকনামসাদা নেকড়ে
তুরানিয়ান্স
এশীয় ইতালি
হুমা পাখি
অ্যাসোসিয়েশনউজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচভাদিম আব্রামভ
অধিনায়কঅদিল আহমেদভ
সর্বাধিক ম্যাচসের্ভের দিয়েপারভ (১২৮)
শীর্ষ গোলদাতামাকসিম শাতসকিখ (৩৪)
মাঠবিভিন্ন
ফিফা কোডUZB
ওয়েবসাইটufa.uz
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৪৫ (নভেম্বর ২০০৬–জানুয়ারি ২০০৭)
সর্বনিম্ন১১৯ (নভেম্বর ১৯৯৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫১ বৃদ্ধি ১৬ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ৪৩ (নভেম্বর ২০১৬)
সর্বনিম্ন৯৫ (ফেব্রুয়ারি ২০০১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 তাজিকিস্তান ২–২ উজবেকিস্তান 
(দুশান্‌বে, তাজিকিস্তান; ১৭ জুন ১৯৯২)
বৃহত্তম জয়
 উজবেকিস্তান ১৫–০ মঙ্গোলিয়া 
(চিয়াং মাই, থাইল্যান্ড; ৫ ডিসেম্বর ১৯৯৮)
বৃহত্তম পরাজয়
 জাপান ৮–১ উজবেকিস্তান 
(সিদুন, লেবানন; ১৭ অক্টোবর ২০০০)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ৭ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১১)

সাদা নেকড়ে নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভাদিম আব্রামভ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিয়ানজিন টিইডিএ-এর মধ্যমাঠের খেলোয়াড় অদিল আহমেদভ।

উজবেকিস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তান এপর্যন্ত ৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১১ এএফসি এশিয়ান কাপে চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

সের্ভের দিয়েপারভ, তিমুর কাপাজে, ইগ্নয়াতি নেস্তেরভ, এলদোর শোমুরোদভ এবং মাকসিম শাতসকিখের মতো খেলোয়াড়গণ উজবেকিস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উজবেকিস্তান তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৪৫তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১১৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উজবেকিস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪৩তম (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৯৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৬৬  দক্ষিণ আফ্রিকা১৩৫৭.০৮
৬৭  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র১৩৫৬.৬৬
৬৮  উজবেকিস্তান১৩৪৫.২৬
৬৯  বসনিয়া ও হার্জেগোভিনা১৩৪৩.৩২
৭০  মন্টিনিগ্রো১৩৪২.৬৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৪৯ ১৭  স্লোভাকিয়া১৬৬২
৫০  কোত দিভোয়ার১৬৪৭
৫১ ১৬  উজবেকিস্তান১৬৪৫
৫২  ফিনল্যান্ড১৬৪১
৫৩  জর্জিয়া১৬৩৮

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবেসোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৯৮উত্তীর্ণ হয়নি১৪৩৩২১
২০০২১৪৩৩১৯
২০০৬১৪২৪১৫
২০১০১৬৩৩২৬
২০১৪১৮১১২৮
২০১৮১৮১১২৬১৪
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/৭৯৪৪৯১৮২৭১৭৭১২৪

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ