ম্যাডেলিন অলব্রাইট

ম্যাডেলিন অলব্রাইট (Madeleine Albright) (১৯৩৭[৩] - ২৪ মার্চ ২০২২[৪]) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী (Secretary of State)। তিনি প্রথম মহিলা যিনি এই পদে নিযুক্ত হন। ইতঃপূর্বে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবেও নিযুক্ত ছিলেন।

ম্যাডেলিন অলব্রাইট
৬৪ তম ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ স্টেট
কাজের মেয়াদ
জানুয়ারি ২৩, ১৯৯৭ – জানুয়ারি ২০, ২০০১
রাষ্ট্রপতিবিল ক্লিনটন
পূর্বসূরীওয়ারেন ক্রিস্টোফার
উত্তরসূরীকলিন পাওয়েল
২০ তম ইউনাইটেড স্টেটস এম্বাস্যাডার টু দ্য ইউনাইটেড নেশনস
কাজের মেয়াদ
জানুয়ারি ২৭, ১৯৯৩ – জানুয়ারি ২১, ১৯৯৭
রাষ্ট্রপতিবিল ক্লিনটন
পূর্বসূরীএডওয়ার্ড জে. পার্কিনস
উত্তরসূরীবিল রিচার্ডসন
ব্যক্তিগত বিবরণ
জন্মমারিয়ে ইয়ানা কোর্বেলোভা (Marie Jana Korbelová)
(1937-05-15) মে ১৫, ১৯৩৭ (বয়স ৮৬)
প্রাগ, চেকোশ্লোভাকিয়া[১]
জাতীয়তাচেক, আমেরিকান
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীজোসেফ মেডিল প্যাটারসন অলব্রাইট (১৯৫৯-১৯৮২) (ডিভোর্সড)
সন্তান৩ মেয়ে - জমজ এনি ও এলিস, এবং ক্যাথারিন (ক্যাটি)
প্রাক্তন শিক্ষার্থীওয়েলেসলি কলেজ (বি.এ.)
কলম্বিয়া ইউনিভার্সিটি (এম.এ., পিএইচ.ডি.)
জীবিকাকূটনৈতিক
ধর্মEpiscopalian Christian[২]
স্বাক্ষর

জন্ম ও কর্মজীবন

১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন অলব্রাইট। তিনি ছিলেন চেকোস্লোভাকিয়ার এক কূটনীতিকের কন্যা। ১৯৩৯ সালে নাৎসী জার্মানি তার দেশ দখল করার পর তার পিতাকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছিল। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অলব্রাইট। একই বছর তার পরিবারও রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করে। তিনি ১৯৯৭ সালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তাকে বলা হয় ‘চ্যাপিয়ন অব ডেমোক্রেসি’। তিনি কসোভোতে জাতি নিধন বন্ধে অবদান রেখেছিলেন।[৫]

ব্যক্তিগত জীবন

অলব্রাইট ১৯৫৯ সালে শিকাগোর মেডিল-প্যাটারসন সংবাদপত্র পরিবারের উত্তরসুরি সাংবাদিক জোসেফ অলব্রাইটকে বিয়ে করেন। তাদের তিনটি কন্যা। ১৯৮৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।[৬]

পুরস্কার

  • স্বাধীনতা পদক - ২০১২[৭]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ