ম্যাশেবল

আমেরিকান সংবাদ ওয়েবসাইট

ম্যাশেবল ২০০৫ সালে পিট ক্যাশমোর কর্তৃক প্রতিষ্ঠিত একটি ডিজিটাল মিডিয়া, সংবাদ ও ব্লগিং সাইট।[৭]বর্তমানে ওয়েবসাইটটিতে মাসিক ৪৫মিলিয়ন ভিজিটর এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে ২৮মিলিয়নেরও অধিক অনুসরণকারী রয়েছে।[৮] এছাড়াও ওয়েবসাইটটির বিভিন্ন পোস্ট ও কনটেন্টসমূহ প্রতি মাসে ৭.৫মিলিয়নের মতো শেয়ার করা হয়।[৮]

ম্যাশেবল[১][২]
ব্যবসার প্রকারঅধীনস্থ
সাইটের প্রকার
ডিজিটাল মিডিয়া, সংবাদ ও ব্লগিং সাইট
উপলব্ধইংরেজি, ফ্রেঞ্চ
প্রতিষ্ঠা১৯ জুলাই ২০০৫; ১৮ বছর আগে (2005-07-19)
সদরদপ্তরনিউ ইয়র্ক[৩]
মালিক
  • স্বতন্ত্র (২০০৫–২০১৭)
  • জিফ ডেভিস (ডিসেম্বর ২০১৭–বর্তমান)
প্রতিষ্ঠাতা(গণ)পিট ক্যাশমোর
প্রধান ব্যক্তিপিট ক্যাশমোর
কর্মচারী১২০ জন (২০১৪)
অধীনস্থ কোম্পানিসিনেফিক্স[৪]
ম্যাশেবল স্টুডিওস[৫]
ওয়েবসাইটmashable.com
অ্যালেক্সা অবস্থানবৃদ্ধি ৮১৩ (অক্টোবর ২০১৭)[৬]
বর্তমান অবস্থাসক্রিয়

ইতিহাস

পিট ক্যাশমোর ২০০৫ সালের জুলাইয়ে স্কটল্যান্ডের আবের্ডিনে অবস্থানকালীন ম্যাশেবল প্রতিষ্ঠা করেন।[৯]প্রতিষ্ঠার শুরুতে ম্যাশবেল ছিলো মূলত একটি ওয়ার্ডপ্রেস ব্লগ যার একমাত্র লেখক ছিলেন ক্যাশমোর।[১০] বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০০৯ সালের সেরা ২৫টি ব্লগিং সাইটের মধ্যে ম্যাশেবলকে স্থান দেয় এবং দ্রুতই সেটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পায়।[১১][১২] ২০১৫ সালের নভেম্বরের হিসাব অনুযায়ী টুইটারে এটির ৬০ লক্ষ অনুসরণকারী ও ফেসবুকে ৩২ লক্ষের মতো অনুসরণকারী ছিলো। ২০১৬ এর জুনে এটি হোয়েলরক ইন্ডাস্ট্রিজ এর কাছে ইউটিউব চ্যানেল সিনেফিক্স কিনে নেয়।[১৩]

২০১৭সালের ডিসেম্বরে জিফ ডেভিস ৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে ম্যাশেবলকে কিনে নেয়।[১৪][১৫]

ম্যাশেবল অ্যাওয়ার্ডসমূহ

২৭ নভেম্বর ২০০৭ সালে প্রথমবারের মতো ম্যাশেবল সেরা অনলাইন কমিউনিটি ও সেবা শনাক্ত করতে আন্তর্জাতিক ওপেন ওয়েব অ্যাওয়ার্ড চালু করে। যেটির ভোট প্রক্রিয়া ম্যাশেবল ও তার অংশীদার ২৪টি ব্লগ সাইটের মাধ্যমে সম্পন্ন হয়।[১৬] ২০০৮ এর ১০ জানুয়ারি সানফ্রান্সিসকোর প্যালেস হোটেলে ম্যাশেবল ওপেন ওয়েব অ্যাওয়ার্ডের প্রথম স্থান বিজয়ীর নাম ঘোষণা করে,[১৭] যেখানে বিজয়ীদের মধ্যে ছিলো ফেসবুক, গুগল ডিগ, টুইটার, ইউটিউব, ইএসপিএন, ক্যাফেমম এবং প্যান্ডোরা। বার্ষিক ওপেন ওয়েব অ্যাওয়ার্ডের ২য় তম আসর ২০০৮এর নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলো উইকি ক্যাটাগরিতে এনসাক্লোপিডিয়া ড্রামাটিকা, ডিগ, নেটলগ, মাইস্পেস।[১৮]ওপেন ওয়েব অ্যাওয়ার্ডের ৩য় আসর ২০০৯ সালের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে২০১০ সালের ২৭ সেপ্টেম্বর ম্যাশেবল, ওপেন ওয়েব অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে ৪র্থ আসরে ম্যাশেবল অ্যাওয়ার্ড নামে চালু করা হয়।

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ