রাইট ভ্রাতৃদ্বয়

রাইট ভ্রাতৃদ্বয়, অরভিল রাইট (১৯ আগস্ট, ১৮৭১ - ৩০ জানুয়ারি, ১৯৪৮) এবং উইলবার রাইট (১৬ এপ্রিল, ১৮৬৭ - ৩০ মে, ১৯১২) ছিলেন দু'জন মার্কিন প্রকৌশলী, যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়।[১][২][৩] তারা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন।

অরভিল রাইট
ছবি: ১৯০৫
জন্ম(১৮৭১-০৮-১৯)১৯ আগস্ট ১৮৭১
মৃত্যু৩০ জানুয়ারি ১৯৪৮(1948-01-30) (বয়স ৭৬)
পেশাছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
দাম্পত্য সঙ্গীনেই
স্বাক্ষর
উইলবার রাইট
ছবি: ১৯০৫
জন্ম(১৮৬৭-০৪-১৬)১৬ এপ্রিল ১৮৬৭
মিলভিল, ইন্ডিয়ানা
মৃত্যু৩০ মে ১৯১২(1912-05-30) (বয়স ৪৫)
পেশাছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
দাম্পত্য সঙ্গীনেই
স্বাক্ষর

রাইট ভ্রাতৃদ্বয়ের আবিস্কার

বর্তমানে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে দ্রুততার যান হচ্ছে উড়োজাহাজ বা বিমান। তবে এর আবিষ্কারক দুই ভাই রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন। তারা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। রাইট ভ্রাতৃদ্বয়, অরভিল রাইট ১৮৭১ সালের ১৯ আগস্ট এবং উইলবার রাইট ১৮৬৭ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। দুজনেই ছিলেন পেশায় মার্কিন প্রকৌশলী। [৪]

পারিবারিক জীবন

রাইট ভাইয়েরা ছিলেন মোট পাঁচ ভাই-বোন। তন্মধ্যে উইলবার রাইট ছিলেন বড় এবং অরভিল রাইট ছিলেন ছোট। বড় ভাই উইলবার রাইট ১৮৬৭ সালের ১৬ই এপ্রিল আমেরিকার মিলভনে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯১২ সালের ৩০শে মে ওহইিও এর ডেটন শহরে। তিনি ৪৫ বছর বেচেঁ ছিলেন। তিনি পেশায় ছিলেন প্রকাশক এবং বাইসাইকেল বিক্রেতা। আর ছোট ভাই অরভিল রাইট ১৮৭১ সালের ১৯শে আগস্ট ওহইিও এর ডেটন শহরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি ওহইিও এর ডেটন শহরে। তিনি ৭৬ বছর বেচেঁ ছিলেন। তিনিও পেশায় ছিলেন প্রকাশক এবং বাইসাইকেল বিক্রেতা। রাইট ভাইদের বাবার নাম ছিল মিল্টন রাইট এবং তিনি পেশায় ছিলেন একজন খ্রিষ্টান ধর্মযাজক। দুই ভাই বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী এবং আবিষ্কারমনষ্ক মানুষ ছিলেন। রাইট ভ্রাতৃদ্বয় ছিলেন চিরকুমার। ব্যস্ততার কারণে তাদের দুজনের বিয়ে করা হয়নি। [৫]

রাইট ব্রাদার্স দিবস

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেন ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর ১৭ ডিসেম্বর দিনটিকে রাইট ব্রাদার্স দিবস হিসেবে ঘোষণা করেন। আমেরিকানরা বেশ আয়োজন করেই এই দিনটি পালন করেন। তবে এটি সে দেশের কোনো সরকারি ছুটির দিন নয়।[৬]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

পেটেন্টসমূহ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ