রাস্পবেরি পাই

শিক্ষামূলক উদ্দেশ্যে এবং এম্বেড করা সিস্টেমের জন্য ব্যবহৃত স্বল্প-ব্যয়যুক্ত একক-বোর্ড কম্পিউ

রাস্পবেরি পাই (ইংরেজি: Raspberry Pi) ক্ষুদ্র সিঙ্গেল বোর্ড কম্পিউটারের একটি সিরিজ যেটি রাস্পবেরি পাই ফাউন্ডেশন নামে একটি সংগঠন কর্তৃক স্কুল এবং উন্নয়নশীল দেশে প্রাথমিক কম্পিউটার বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যে উন্নয়ন করা হয়। [২][৩] অরিজিনাল মডেল প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়, যা বিস্তৃত হয় এর লক্ষ্য বাজারেএ বাইরেও, যেমন রোবিটিকস। এর সাথে যন্ত্রানুষঙ্গ অন্তর্ভুক্ত থাকে না, যেমন কীবোর্ড, মাউজ বা কম্পিউটার কেস। যাইহোক, কিছু একসেসরিজ অনেকগুলো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বান্ডেলে অন্তর্ভুক্ত ছিলো।

রাস্পবেরি পাই
রাস্পবেরি পাই ৩ মডেল ও বি+
হিসাবেও পরিচিতআরপিআই
মুক্তির তারিখ২৯ ফেব্রুয়ারি ২০১২; ১২ বছর আগে (2012-02-29)
প্রাথমিক মূল্যইউএস$৩৫
অপারেটিং সিস্টেমগ্নু/লিনাক্স
ফ্রিবিএসডি
নেটবিএসডি
ওপেনবিএসডি
প্ল্যান বি
আরআইএসসি ওএস
মাইক্রোসফট উইন্ডোজ ১০ আইওটি কোর[১]
শক্তি১.৫ ওয়াট (নিষ্ক্রিয় অবস্থায় গড়) থেকে ৬.৭ ওয়াট (সর্বাধিক চাপ থাকা অবস্থায়)
চিপে সিস্টেমব্যবহারব্রডকম বিসিএম২৮৩৭বি০
সিপিইউ১.৪ গিগাহার্টজ ৬৪/৩২-বিট কোয়াড কোর এআরএম করটেক্স-এ৫৩
সধারণ ক্ষমতামাইক্রোএসডিএইচসি স্লট
স্মৃতি১ জিবি এলপিডিডিআর২ র‍্যাম
গ্রাফিক্সব্রডকম ভিডিওকোর ৪ ৩০০ ম্যাগাহার্টজ/৪০০ ম্যাগাহার্টজ
ওয়েবসাইটraspberrypi.org

রাস্পবেরি পাইয়ের পেছনের অর্গানাইজেশনের আছে দুটো অংশ। প্রথম দুটো মডেল রাস্পবেরি পাই ফাউন্ডেশন কর্তৃক ডেভেলপ করা হয়। পাই মডেল বি এর মুক্তির পর, তৃতীয় মডেল বি+ উন্নয়নের জন্যে, ফাউন্ডেশন রাস্পবেরি পাই ট্রেডিং গঠন করে, যার প্রধান নির্বাহী কর্মকর্তা হন ইবেন আপটন। প্রযুক্তি উন্নয়নের দায়িত্বে আছে রাস্পবেরি পাই ট্রেডিং, যেখানে ফাউন্ডেশন হলো মূলত একটি দাতব্য সংগঠন, যারা উন্নয়নশীল দেশে প্রাথমিক কম্পিউটার বিজ্ঞান শিক্ষার প্রচার করে।

রাস্পবেরি পাই ফাউন্ডেশনের মতে, ফেব্রুয়ারি ২০১৫ নাগাত ৫ মিলিয়ন রাস্পবেরি পাই বিক্রি হয়েছে, যা এটাকে পরিণত করেছে সবচেয়ে বেশি বিক্রিত ব্রিটিশ কম্পিউটারে। [৪]

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ