রিচার্ড হেন্ডারসন (জীববিজ্ঞানী)

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

রিচার্ড হেন্ডারসন FMedSci HonFRSC (জন্ম ১৯ জুলাই ১৯৪৫)[৩] তিনি স্কটিশ আণবিক জীববিজ্ঞানী এবং বায়োফিজিসিস্ট এবং জৈবিক অণুর ইলেক্ট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে অগ্রদূত। হেন্ডারসন জাক দ্যুবোশে এবং ইওয়াখিম ফ্রাংকের সাথে ২০১৭ সালে যৌথভাবে রসায়নের নোবেল পুরস্কার পান।

রিচার্ড হেন্ডারসন

সিএইচ এফআরএস FMedSci HonFRSC
২০১৭ সালে স্টকহোমে নোবেল পুরস্কার সংবাদ সম্মেলনের সময় হেন্ডারসন
জন্ম (1945-07-19) ১৯ জুলাই ১৯৪৫ (বয়স ৭৮)
এডিনবার্গ, স্কটল্যান্ড
মাতৃশিক্ষায়তন
পরিচিতির কারণক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি[১]
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র
  • গাঠনিক জীববিজ্ঞান
  • ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি
  • ইলেকট্রন ক্রিস্টালোগ্রাফি
প্রতিষ্ঠানসমূহ
অভিসন্দর্ভের শিরোনামX-Ray Analysis of α-chymotrysin: Substrate and Inhibitor Binding (1970)
ডক্টরাল উপদেষ্টাডেভিড মারভাইন ব্লো

শিক্ষাজীবন

হ্যান্ডারসন নিউক্যাস্টলটন প্রাথমিক বিদ্যালয়, হয়িক হাই স্কুল এবং বোরাফমুইর হাই স্কুল থেকে শিক্ষা লাভ করেন।[৩]

তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন এবং ১৯৬৬ সালে এখান হতে পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি(প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর) সম্পন্ন করেন। এরপরে তিনি ক্যামব্রিজের কর্পাস ক্রিস্টি কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন এবং ১৯৬৯ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩][৪]

পুরস্কার এবং সম্মাননা

  • ১৯৭৮, উইলিয়াম বেট হার্ডি পুরস্কার অর্জন[৫]
  • ১৯৮৩, রয়্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য (ফেলো) নির্বাচিত (এফআরএস)
  • ১৯৮৪, ফেডারেশন অফ ইউরোপিয়ান বায়োকেমিক্যাল সোসাইটি কর্তৃক স্যার হান্স ক্রেবস পদক অর্জন
  • ১৯৯৮, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির বিদেশী সহযোগী নির্বাচিত
  • ১৯৮১, ইলেকট্রন অণুবীক্ষণবিদ্যায় আর্নেস্ট-রুস্কা পুরস্কার অর্জন
  • ১৯৯১, রোজেনস্টিল পুরস্কার অর্জন
  • ১৯৯৩, চিকিৎসাবিজ্ঞানে লুইস-জীনেটেট পুরস্কার অর্জন
  • ১৯৯৮, যুক্তরাজ্যে মেডিকেল সায়েন্সেস একাডেমির (এফএমএডএসসি) প্রতিষ্ঠাতা ফেলো হিসাবে নির্বাচিত[৬]
  • ১৯৯৯, গ্রেগরি অ্যামিনফ পুরস্কার (নাইজেল আনউইনের সাথে যৌথভাবে) অর্জন
  • ২০০৩, ক্যামব্রিজের কর্পাস ক্রিস্টি কলেজের সম্মানসূচক ফেলো নির্বাচিত
  • ২০০৩, ব্রিটিশ বায়োফিজিকাল সোসাইটির সম্মানসূচক সদস্য নির্বাচিত[৭]
  • ২০০৫, মার্কিন যুক্তরাষ্ট্রের অণুবীক্ষণ সমাজ কর্তৃক বিশিষ্ট বিজ্ঞানী পুরস্কার এবং বিশেষ সভ্যের পদ অর্জন
  • ২০০৮, এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অভ সায়েন্স ডিগ্রি অর্জন
  • ২০১৬, রয়্যাল সোসাইটির কপলি পদক পান[৮]
  • ২০১৬, জৈব-পদার্থবিজ্ঞানে আলেকজান্ডার হোলেন্ডার পুরস্কার অর্জন
  • ২০১৭, উইলে পুরস্কারে ভূষিত [৯]
  • ২০১৭, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি (HonFRSC)-এর সম্মানিত বিশিষ্ট সভ্য (ফেলো)
  • ২০১৭, জাক দ্যুবোশে এবং ইওয়াখিম ফ্রাংকের সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার অর্জন[১০][১১]
  • ২০১৮, জৈবিক অণুর বৈদ্যুতিন অণুবীক্ষণে অবদানের জন্য রাণীর জন্মদিনের পুরস্কারের সম্মানে সিএইচ-এর সদস্য নির্বাচিত।[১২]
  • ২০১৮, এডিনবরার রাজকীয় সমাজের রাজকীয় পদক অর্জন
  • ২০১৯, লিডস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক বিজ্ঞানে ডক্টরেট (ডক্টর অভ সায়েন্স) উপাধি অর্জন

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ