১১ ডিসেম্বর

তারিখ
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১ 

১১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৫তম (অধিবর্ষে ৩৪৬তম) দিন। বছর শেষ হতে আরো ২০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

  • ৩৬১ - জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।
  • ৯৬৯ - বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।
  • ১৬০২ - অতর্কিত আক্রমণ করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমণ প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।
  • ১৬১৮ - রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৬৮৭ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
  • ১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।
  • ১৭৯২ - ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
  • ১৮১৬ - ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।
  • ১৮২৩ - ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।
  • ১৮৫১ - স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য কলকাতায় বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ - আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেওয়ার মাধ্যমে কানাডায় সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর করা হয়।
  • ১৮৯৪ - সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু হয়।
  • ১৯০১ - মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।
  • ১৯০৭ - নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।
  • ১৯১৭ - ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে সামরিক আইন ঘোষণা করেন।
  • ১৯২৭ - সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।
  • ১৯৩০ - ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।
  • ১৯৩৭ - দ্বিতীয় ইতালি-আবিসিনিয়া যুদ্ধ শুরু হয়। ইতালি জাতিপুঞ্জ ত্যাগ করে।
  • ১৯৪১ - জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি ও ইতালি।
  • ১৯৪৬ - নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৮ - আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।
  • ১৯৬৪ - চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।
  • ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।[১]
  • ১৯৮১ - সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।
  • ১৯৯১ - ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।
  • ১৯৯৪ - প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।
  • ২০০১ - ১৫ বছরব্যাপী আলোচনার পর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

জন্ম

  • ১৯৭৭- রুখসানা রিমি (বাংলাদেশী কবি)। [অনুরাগের সুধা {একক কাব্যগ্রন্থ}, শত কবির দ্রোহের কবিতা {আহমেদ জহুর সম্পাদিত}, হৃদয়ে বনলতা {আহমেদ জহুর সম্পাদিত}]
  • ১৯৮১ - হাভিয়ের সাভিয়োলা আর্জেন্টাইন ফুটবলার।
  • ২০০০ - দীপঙ্কর সাহা (দীপ) আধুনিক বাংলার আধুনিক যুগের কবি বা খুদে কবি।

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ