২০১৮–১৯ প্রিমিয়ার লিগ

২০১৮–১৯ প্রিমিয়ার লিগ হল প্রিমিয়ার লিগের ২৭তম মৌসুম। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফুটবল ক্লাবের শীর্ষস্থানীয় ইংরেজ পেশাদার লিগ হিসেবে অভিহিত হয়ে আসছে। ২০১৮ সালের ১০ই আগস্ট তারিখে এই মৌসুমের উদ্বোধনী হয়েছে এবং ২০১৯ সালের ১২ই মে তারিখে এর সমাপনী ঘটবে।[১][২] ২০১৮ সালের ১৪ই জুন এই মৌসুমের সময়সূচী ঘোষণা করা হয়।[৩]

প্রিমিয়ার লিগ
মৌসুম২০১৮–১৯
তারিখ১০ আগস্ট ২০১৮ – ১২ মে ২০১৯
২০১৯–২০

ম্যানচেস্টার সিটি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, কার্ডিফ সিটি এবং ফুলহ্যাম ২০১৭–১৮ ইএফএল চ্যাম্পিয়নশিপ হতে উত্তীর্ণ হয়ে এই মৌসুমের প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন, সোয়ানসি সিটি এবং স্টোক সিটিকে প্রতিস্থাপন করেছে, যারা ২০১৮–১৯ ইএফএল চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়েছে।

দলসমূহ

২০টি দল এই লিগে খেলবে – পূর্বের মৌসুমে শীর্ষ ১৭টি দল এবং ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে উত্তীর্ণ ৩টি দল। এই মৌসুমের নতুন দলগুলো হল: উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (৬ বছর পর পুনরায়), কার্ডিফ সিটি এবং ফুলহ্যাম (উভয়ে ৪ বছর পর পুনরায়)। তারা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন, সোয়ানসি সিটি এবং স্টোক সিটিকে প্রতিস্থাপন করেছে, যারা যথাক্রমে একটানা ১০ বছর, ৮ বছর এবং ৭ বছর খেলেছে।

স্টেডিয়াম এবং অবস্থান

দলঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা[৪]
আর্সেনাললন্ডন (হলোওয়ে)এমিরেট্‌স স্টেডিয়াম৫৯,৮৬৭
বোর্ন্‌মাউথবোর্ন্‌মাউথভাইটালিটি স্টেডিয়াম১১,৩৬০
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নব্রাইটনঅ্যামেক্স স্টেডিয়াম৩০,৭৫০
বার্নলিবার্নলিটার্ফ মুর২২,৫৪৬
কার্ডিফ সিটিকার্ডিফকার্ডিফ সিটি স্টেডিয়াম৩৩,২৮০
চেলসিলন্ডন (ফুলহ্যাম)স্ট্যামফোর্ড ব্রিজ৪১,৬৩১
ক্রিস্টাল প্যালেসলন্ডন (সেলহার্স্ট)সেলহার্স্ট পার্ক২৫,৪৫৬
এভার্টনলিভারপুলগুডিনসন পার্ক৩৯,৫৭২
ফুলহ্যামলন্ডন (ফুলহ্যাম)ক্রাভেন কটেজ২৫,৭০০
হাডার্সফিল্ড টাউনহাডার্সফিল্ডজন স্মিথ'স স্টেডিয়াম২৪,৫০০
লেস্টার সিটিলেস্টারকিং পাওয়ার স্টেডিয়াম৩২,৩১২
লিভারপুললিভারপুলঅ্যানফিল্ড৫৪,০৭৪
ম্যানচেস্টার সিটিম্যানচেস্টারএতিহাদ স্টেডিয়াম৫৫,০৯৭
ম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টারওল্ড ট্রাফোর্ড৭৪,৯৯৪
নিউক্যাসেল ইউনাইটেডনিউক্যাসেল আপন টাইনসেন্ট জেমস পার্ক৫২,৪০৫
সাউথহ্যাম্পটনসাউথহ্যাম্পটনসেন্ট ম্যারি'স স্টেডিয়াম৩২,৫০৫
টটেনহ্যাম হটস্পারলন্ডন (ওয়েম্বলি)ওয়েম্বলি স্টেডিয়াম[ক]৯০,০০০
লন্ডন (টটেনহ্যাম)টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম৬২,০৬২
ওয়াটফোর্ডওয়াটফোর্ডভিকেরেজ রোড২১,৫৭৭
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডলন্ডন (স্ট্যাটফোর্ড)লন্ডন স্টেডিয়াম৬০,০০০
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সউলভারহ্যাম্পটনমলিনেক্স৩১,৭০০

ব্যক্তিগণ এবং পোশাক

দলম্যানেজারঅধিনায়কপোশাক প্রস্তুতকারকশার্ট স্পন্সর (বুক)শার্ট স্পন্সর (বাম হাতা)
আর্সেনাল উনাই এমেরি লরাঁ কোসিয়েলনিপুমা[৬]ফ্লাই এমিরেট্‌স[৭]ভিজিট রোয়ান্ডা[৮]
বোর্ন্‌মাউথ এডি হাউ সিমন ফ্রান্সিস[৯]আমব্রো[১০]এম৮৮[১১]এম৮৮[১২]
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ক্রিস হিউটন ব্রুনো[১৩]নাইকি[১৪]আমেরিকান এক্সপ্রেস[১৪]জেডি[১৫]
বার্নলি শন ডাইক টম হিটন[১৬]পুমা[১৭]লানা৩৬০[১৮]গলফ ক্ল্যাশ[১৯]
কার্ডিফ সিটি নিল ওয়ারনক শন মরিসনআডিডাসট্যুরিজম মালয়েশিয়াজেডি[২০]
চেলসি মৌরিৎসিয়ো সারি গ্যারি কেহিল[২১]নাইকি[২২]ইয়োকোহামা টায়ার্স[২৩]হিউন্ডাই[২৪]
ক্রিস্টাল প্যালেস রয় হজসন জেসন পাঞ্চেন[২৫]পুমা[২৬]ম্যানবেটএক্স[২৭]ডংকিডি[২৮]
এভার্টন মার্কো সিলভা ফিল জাগিয়েলকাআম্ব্রো[২৯]স্পোর্টপেসা[৩০]অ্যাংরি বার্ডস[৩১]
ফুলহাম স্লাভিসা ইয়োকানোভিচ টম কেরনিঅ্যাডিডাসডাফাবেটআইসিএম
হাডার্সফিল্ড টাউন ডেভিড ওয়াগনার টমি স্মিথ[৩২]আম্ব্রো[৩৩]ওপিই স্পোর্টস[৩৪]লিসু স্পোর্টস[৩৫]
লেস্টার সিটি ক্লদ পুয়েল ওয়েস মর্গান[৩৬]অ্যাডিডাস[৩৭]কিং পাওয়ার[৩৮]বিয়া সাইগন[৩৯]
লিভারপুল ইয়ুর্গেন ক্লপ জর্ডান হেন্ডারসন[৪০]নিউ ব্যালেন্স[৪১]স্ট্যান্ডার্ড চার্টার্ড[৪২]ওয়েস্টার্ন ইউনিয়ন[৪৩]
ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা ভিনসেন্ট কোম্পানি[৪৪]নাইকি[৪৫]ইতিহাদ এয়ারওয়েজ[৪৬]নেক্সেন টায়ার[৪৭]
ম্যানচেস্টার ইউনাইটেড জোসে মরিনহো অ্যান্টনিও ভ্যালেন্সিয়াঅ্যাডিডাস[৪৮]শেভরোলেট[৪৯]কোহলার[৫০]
নিউক্যাসেল ইউনাইটেড রাফায়েল বেনিতেজ জামাল লাসেলসপুমা[৫১]ফান৮৮[৫২]এমআরএফ টায়ার্স[৫৩]
সাউথহ্যাম্পটন মার্ক হিউজ স্টিভেন ডেভিসআন্ডার আরমোর[৫৪]ভার্জিন মিডিয়া[৫৫]ভার্জিন মিডিয়া
টটেনহ্যাম হটস্পার মৌরিসিয়ো পোচেতিনো উগো লরিস[৫৬]নাইকি[৫৭]এআইএ[৫৮]
ওয়াটফোর্ড হাভি গার্সিয়া ট্রয় ডিনি[৫৯]অ্যাডিডাস[৬০]এফএক্সপ্রো
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড মানুয়েল পালেগ্রিনি মার্ক নোবল[৬১]আম্ব্রো[৬২]বেটওয়ে[৬৩]ব্যাসেট অ্যান্ড গোল্ড[৬৪]
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স নুনো এস্পিরিতো সান্তো ড্যানি বাথঅ্যাডিডাস[৬৫]ডাব্লিউ৮৮[৬৬]কোয়েনডিল[৬৭]
  • বর্তমান প্রিমিয়ার লিগ এবং ইংরেজ ফুটবল লিগ ম্যানেজারের তালিকার বর্তমান সংস্করণ অনুযায়ী।
  • নাইকি "দ্য মার্লিন" নামে নতুন একটি ম্যাচ বল তৈরি করেছে।

ম্যানেজার পরিবর্তন

দলবিদায়ী ম্যানেজারপ্রস্থানের
ধরন
পদ শূন্যের তারিখটেবিলে অবস্থানআগমনী ম্যানেজারনিযুক্তির তারিখ
আর্সেনাল আর্সেন ওয়েঙ্গারপদত্যাগ১৩ মে ২০১৮[৬৮]প্রাক-মৌসুম উনাই এমেরি২৩ মে ২০১৮[৬৯]
এভার্টন স্যাম অ্যালারডাইসপদচ্যুত১৬ মে ২০১৮[৭০] মার্কো সিলভা৩১ মে ২০১৮[৭১]
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ডেভিড মইজচুক্তি শেষ১৬ মে ২০১৮[৭২] মানুয়েল পালেগ্রিনি২২ মে ২০১৮[৭৩]
চেলসি আন্তোনিও কোন্তেপদচ্যুত১৩ জুলাই ২০১৮ মৌরিৎসিয়ো সারি১৪ জুলাই ২০১৮

লিগ টেবিল

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন বা অবনমন
আর্সেনালচ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
বোর্ন্‌মাউথ
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন
বার্নলি
কার্ডিফ সিটিইউরোপা লিগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
চেলসি
ক্রিস্টাল প্যালেস
এভার্টন
ফুলহ্যাম
১০হাডার্সফিল্ড টাউন
১১লেস্টার সিটি
১২লিভারপুল
১৩ম্যানচেস্টার সিটি
১৪ম্যানচেস্টার ইউনাইটেড
১৫নিউক্যাসেল ইউনাইটেড
১৬সাউথহ্যাম্পটন
১৭টটেনহ্যাম হটস্পার
১৮ওয়াটফোর্ডইএফএল চ্যাম্পিয়নশিপের জন্য অবনমিত
১৯ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
২০উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ