২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ
লিসবনের এস্তাদিও দা লুজে এই আসরের ফাইনাল অনুস্থিত হবে
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২৫ জুন – ২৮ আগস্ট ২০১৯
চূড়ান্ত পর্ব:
১৭ সেপ্টেম্বর ২০১৯ – ২৩ আগস্ট ২০২০
দলচূড়ান্ত পর্ব: ৩২
মোট: ৭৯ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে)

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৫তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নামে পরিবর্তন করার পর ২৮তম আসর।

এই আসরের ফাইনাল পর্তুগালের ইস্তানবুলের লিসবনের এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত হবে।[১][২] ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল ২০২০ উয়েফা সুপার কাপে ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ বিজয়ীর বিরুদ্ধে খেলার অধিকার অর্জন করবে; উক্ত খেলায় বিজয়ী দল কাতারে অনুষ্ঠিত ২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্যও উত্তীর্ণ হয়ে যাবে এবং যদি তারা ইতিমধ্যে তাদের লিগ খেলার মধ্য দিয়ে যোগ্যতা উত্তীর্ণ হয়, তবে সংরক্ষিত আসনটি ২০১৯–২০ এরেডিভিসির চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে, যারা বর্তমানে পরবর্তী মৌসুমের প্রবেশ তালিকায় ১১তম স্থানে রয়েছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের প্লে-পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[৩]

লিভারপুল হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বমোট ৬ বার এবং বর্তমান চ্যাম্পিয়ন,[৪] যারা ১৬ দলের পর্বে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে এই আসর থেকে বিদায় নিয়েছে।

১৬ দলের পর্বে দ্বিতীয় লেগের প্রথম চারটি ম্যাচ আয়োজনের পর ইউরোপে ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এই আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।[৫][৬] মূলত ২০২০ সালের ৩০শে মে তারিখে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে এই আসরের ফাইনাল ম্যাচ আয়োজনে কথা ছিল, যা ২০২০ সালের ২৩শে মার্চ তারিখে স্থগিত করা হয়েছিল।[৭] ২০২০ সালের ১৭ই জুন তারিখে, উয়েফা এক ঘোষণায় জানায় যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সকল ম্যাচ ২০২০ সালের আগস্ট মাসে পর্তুগালে আগস্ট পর্তুগালে অনুষ্ঠিত হবে, অন্যদিকে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ ইস্তাম্বুল আয়োজন করবে।[৮]

এসোসিয়েশন দল বণ্টন

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[৯]

  • এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।

এসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৮ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৩–১৪ হতে ২০১৭–১৮ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[১০]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:

  • (ইউসিএল) – ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য এসোসিয়েশন র‍্যাঙ্কিং
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
স্পেন স্পেন১০৬.৯৯৮
ইংল্যান্ড ইংল্যান্ড৭৯.৬০৫
ইতালি ইতালি৭৬.২৪৯
জার্মানি জার্মানি৭১.৪২৭
ফ্রান্স ফ্রান্স৫৬.৪১৫
রাশিয়া রাশিয়া৫৩.৩৮২
পর্তুগাল পর্তুগাল৪৭.২৪৮
ইউক্রেন ইউক্রেন৪১.১৩৩
বেলজিয়াম বেলজিয়াম৩৮.৫০০
১০তুরস্ক তুরস্ক৩৫.৮০০
১১অস্ট্রিয়া অস্ট্রিয়া৩২.৮৫০
১২সুইজারল্যান্ড সুইজারল্যান্ড৩০.২০০
১৩চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র৩০.১৭৫
১৪নেদারল্যান্ডস নেদারল্যান্ডস২৯.৭৪৯
১৫গ্রিস গ্রিস২৮.৬০০
১৬ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া২৬.০০০
১৭ডেনমার্ক ডেনমার্ক২৫.৯৫০
১৮ইসরায়েল ইসরায়েল২১.৭৫০
১৯সাইপ্রাস সাইপ্রাস২১.৫৫০
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
২০রোমানিয়া রোমানিয়া২০.৪৫০
২১পোল্যান্ড পোল্যান্ড২০.১২৫
২২সুইডেন সুইডেন১৯.৯৭৫
২৩আজারবাইজান আজারবাইজান১৯.১২৫
২৪বুলগেরিয়া বুলগেরিয়া১৯.১২৫
২৫সার্বিয়া সার্বিয়া১৮.৭৫০
২৬স্কটল্যান্ড স্কটল্যান্ড১৮.৬২৫
২৭বেলারুশ বেলারুশ১৮.৬২৫
২৮কাজাখস্তান কাজাখস্তান১৮.১২৫
২৯নরওয়ে নরওয়ে১৭.৪২৫
৩০স্লোভেনিয়া স্লোভেনিয়া১৪.৫০০
৩১লিশটেনস্টাইন লিশটেনস্টাইন১৩.০০০
৩২স্লোভাকিয়া স্লোভাকিয়া১২.১২৫
৩৩মলদোভা মলদোভা১০.০০০
৩৪আলবেনিয়া আলবেনিয়া৮.৫০০
৩৫আইসল্যান্ড আইসল্যান্ড৮.২৫০
৩৬হাঙ্গেরি হাঙ্গেরি৮.১২৫
৩৭উত্তর মেসিডোনিয়া উত্তর ম্যাসেডোনিয়া৭.৫০০
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদলনোট
৩৮ফিনল্যান্ড ফিনল্যান্ড৬.৯০০
৩৯প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রজাতন্ত্র৬.৭০০
৪০বসনিয়া ও হার্জেগোভিনা বসনিয়া ও হার্জেগোভিনা৬.৬২৫
৪১লাতভিয়া লাতভিয়া৫.৬২৫
৪২এস্তোনিয়া এস্তোনিয়া৫.৫০০
৪৩লিথুয়ানিয়া লিথুয়ানিয়া৫.৩৭৫
৪৪মন্টিনিগ্রো মন্টিনিগ্রো৫.০০০
৪৫জর্জিয়া (রাষ্ট্র) জর্জিয়া৫.০০০
৪৬আর্মেনিয়া আর্মেনিয়া৪.৮৭৫
৪৭মাল্টা মাল্টা৪.৫০০
৪৮লুক্সেমবুর্গ লুক্সেমবুর্গ৪.৩৭৫
৪৯উত্তর আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ড৪.২৫০
৫০ওয়েলস ওয়েলস৩.৮৭৫
৫১ফ্যারো দ্বীপপুঞ্জ ফারো দ্বীপপুঞ্জ৩.৭৫০
৫২জিব্রাল্টার জিব্রালটার৩.০০০
৫৩অ্যান্ডোরা অ্যান্ডোরা১.৩৩১
৫৪সান মারিনো সান মারিনো০.৪৯৯
৫৫কসোভো কসোভো০.০০০

বিন্যাস

নিম্নে এই মৌসুমের প্রবেশ তালিকা উল্লেখ করা হয়েছে।[১১]

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রবেশাধিকার তালিকা
পর্বসমূহযেসকল দল এই পর্বে প্রবেশ করেযেসকল দল পূর্ববর্তী পর্ব হতে প্রবেশ করে
প্রাথমিক পর্ব
(৪টি দল)
  • এসোসিয়েশন ৫২–৫৫ থেকে ৪টি চ্যাম্পিয়ন
প্রথম বাছাইপর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ২০–৫১ থেকে ৩১টি চ্যাম্পিয়ন (ব্যতিক্রম লিশটেনস্টাইন)
  • প্রাথমিক পর্ব থেকে ১টি বিজয়ী
দ্বিতীয় বাছাইপর্বচ্যাম্পিয়নস পথ
(২০টি দল)
  • এসোসিয়েশন ১৬–১৯ থেকে ৪টি চ্যাম্পিয়ন
  • প্রথম বাছাইপর্ব থেকে ১৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • এসোসিয়েশন ১২–১৫ থেকে ৪টি রানার-আপ
তৃতীয় বাছাইপর্বচ্যাম্পিয়নস পথ
(১২টি দল)
  • এসোসিয়েশন ১৪–১৫ থেকে ২টি চ্যাম্পিয়ন
  • দ্বিতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ১০টি বিজয়ী
লিগ পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ৭–১১ থেকে ৫টি রানার-আপ
  • এসোসিয়েশন ৬ থেকে ১টি ৩য় স্থান অধিকারী
  • দ্বিতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ২টি বিজয়ী
প্লে-অফ পর্বচ্যাম্পিয়নস পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ১২–১৩ থেকে ২টি বিজয়ী
  • তৃতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • তৃতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ৪টি বিজয়ী
গ্রুপ পর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ১–১১ থেকে ১১টি বিজয়ী
  • এসোসিয়েশন ১–৬ থেকে ৬টি রানার-আপ
  • এসোসিয়েশন ১–৫ থেকে ৫টি তৃতীয় স্থান অধিকারী
  • এসোসিয়েশন ১–৪ থেকে ৪টি চতুর্থ স্থান অধিকারী
  • প্লে-অফ পর্ব থেকে ৪টি বিজয়ী (চ্যাম্পিয়নস পথ)
  • প্লে-অফ পর্ব থেকে ২টি বিজয়ী (লিগ পথ)
নকআউট পর্ব
(১৬টি দল)
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ বিজয়ী
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ রানার-আপ

পূর্বনির্ধারিত প্রবেশ তালিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়, যেহেতু চ্যাম্পিয়নস লিগ এবং / অথবা ইউরোপা লিগের শিরোপাধারী তাদের ঘরোয়া লিগের মাধ্যমে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করে। যদি চ্যাম্পিয়নস লিগের কোনও জায়গা ফাঁকা থাকে, উপযুক্ত পথে আগের রাউন্ডে সর্বোচ্চ পদযুক্ত সংস্থার দলকে সেই অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়।

  • সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু লিভারপুল ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ১১-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৩-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৫-এর (গ্রিস) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ইসরায়েল এবং সাইপ্রাস) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
  • এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে। যাহোক, যেহেতু চেলসি ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৮–১৯ প্রিমিয়ার লিগে ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:
    • এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
    • এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং অস্ট্রিয়া) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল

গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১১]

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে)
গ্রুপ পর্ব
ইংল্যান্ড লিভারপুলচ্যা (২য়)ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার (৪র্থ)জার্মানি আরবি লাইপৎসিশ (৩য়)পর্তুগাল বেনফিকা (১ম)
ইংল্যান্ড চেলসিইউ (৩য়)ইতালি ইয়ুভেন্তুস (১ম)জার্মানি বায়ার লেভারকুজেন (৪র্থ)ইউক্রেন শাখতার দোনেৎস্ক (১ম)
স্পেন বার্সেলোনা (১ম)ইতালি নাপোলি (২য়)ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ (১ম)বেলজিয়াম খেংক (১ম)
স্পেন আতলেতিকো মাদ্রিদ (২য়)ইতালি আতালান্তা (৩য়)ফ্রান্স লিল (২য়)তুরস্ক গালাতাসারায় (১ম)
স্পেন রিয়াল মাদ্রিদ (৩য়)ইতালি ইন্টার মিলান (৪র্থ)ফ্রান্স লিঁও (৩য়)অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ (১ম)
স্পেন ভালেনসিয়া (৪র্থ)জার্মানি বায়ার্ন মিউনিখ (১ম)রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ (১ম)
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি (১ম)জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড (২য়)রাশিয়া লকোমতিভ মস্কো (২য়)
প্লে-অফ পর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
সুইজারল্যান্ড ইয়াং বয়েস (১ম)চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাহা (১ম)
তৃতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
নেদারল্যান্ডস আয়াক্স (১ম)গ্রিস পিএওকে (১ম)রাশিয়া ক্রাস্নোদার (৩য়)বেলজিয়াম ক্লাব ব্রুজ (২য়)
পর্তুগাল পোর্তো (২য়)তুরস্ক ইস্তানবুল বাশাকশেহির (২য়)
ইউক্রেন দিনামো কিয়েভ (২য়)অস্ট্রিয়া এলএএসকে (২য়)
দ্বিতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
ক্রোয়েশিয়া দিনামো জাগরেব (১ম)ইসরায়েল ম্যাকাবি তেল আবিব (১ম)সুইজারল্যান্ড বাজেল (২য়)নেদারল্যান্ডস পিএসভি আইন্দোভেন (২য়)
ডেনমার্ক কোপেনহেগেন (১ম)সাইপ্রাস এপিওইএল (১ম)চেক প্রজাতন্ত্র ভিক্তোরিয়া প্লজেন (২য়)গ্রিস অলিম্পিয়াকোস (২য়)
প্রথম বাছাইপর্ব
রোমানিয়া ক্লুজ (১ম)কাজাখস্তান আস্তানা (১ম)উত্তর মেসিডোনিয়া স্কেন্দিয়া (১ম)জর্জিয়া (রাষ্ট্র) সাবুর্তালো তিবি‌লিসি (১ম)
পোল্যান্ড পিয়াস্ত গ্লিভিৎস (১ম)নরওয়ে রুসনবর্গ (১ম)ফিনল্যান্ড এইচজেকে (১ম)আর্মেনিয়া আরারাত-আর্মেনিয়া (১ম)
সুইডেন এআইকে (১ম)স্লোভেনিয়া মারিবর (১ম)প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ডানডক (১ম)মাল্টা ভালেটা (১ম)
আজারবাইজান কারাবাখ (১ম)স্লোভাকিয়া স্লোভান ব্রাতিস্লাভা (১ম)বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো (১ম)লুক্সেমবুর্গ এফ৯১ দুদলঁজ (১ম)
বুলগেরিয়া লুডোগোরেটস রাজগ্রাড (১ম)মলদোভা শেরিফ তিরাস্পোল (১ম)লাতভিয়া রিগা (১ম)উত্তর আয়ারল্যান্ড লিনফিল্ড (১ম)
সার্বিয়া রেড স্টার বেলগ্রেড (১ম)আলবেনিয়া পার্তিজানি (১ম)এস্তোনিয়া নোম্মে কাইয়ু (১ম)ওয়েলস দ্য নিউ সেইন্টস (১ম)
স্কটল্যান্ড সেল্টিক (১ম)আইসল্যান্ড ভালুর (১ম)লিথুয়ানিয়া সুদুভা (১ম)ফ্যারো দ্বীপপুঞ্জ এইচবি থওশাওন (১ম)
বেলারুশ বাতে বরিসভ (১ম)হাঙ্গেরি ফেরেনৎসভারোশি (১ম)মন্টিনিগ্রো সুৎজেস্কা নিকশিচ (১ম)
প্রাথমিক পর্ব
জিব্রাল্টার লিঙ্কন রেড ইম্পস (১ম)অ্যান্ডোরা এফসি স্যান্টা কুলোমা (১ম)সান মারিনো ত্রে পেন্নে (১ম)কসোভো ফেরোনিকেয়ি (১ম)

পর্ব ও ড্রয়ের তারিখ

এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[১২]

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচী
ধাপপর্বড্রয়ের তারিখপ্রথম লেগদ্বিতীয় লেগ
বাছাইপর্বপ্রাথমিক পর্ব১১ জুন ২০১৯২৫ জুন ২০১৯ (সেমি-ফাইনাল পর্ব)২৮ জুন ২০১৯ (ফাইনাল পর্ব)
প্রথম বাছাইপর্ব১৮ জুন ২০১৯৯–১০ জুলাই ২০১৯১৬–১৭ জুলাই ২০১৯
দ্বিতীয় বাছাইপর্ব১৯ জুলাই ২০১৯২৩–২৪ জুলাই ২০১৯৩০–৩১ জুলাই ২০১৯
তৃতীয় বাছাইপর্ব২২ জুলাই ২০১৯৬–৭ আগস্ট ২০১৯১৩ আগস্ট ২০১৯
প্লে-অফপ্লে-অফ পর্ব৫ আগস্ট ২০১৯২০–২১ আগস্ট ২০১৯২৭–২৮ আগস্ট ২০১৯
গ্রুপ পর্বম্যাচদিন ১২৯ আগস্ট ২০১৯
(মোনাকো)
১৭–১৮ সেপ্টেম্বর ২০১৯
ম্যাচদিন ২১–২ অক্টোবর ২০১৯
ম্যাচদিন ৩২২–২৩ অক্টোবর ২০১৯
ম্যাচদিন ৪৫–৬ নভেম্বর ২০১৯
ম্যাচদিন ৫২৬–২৭ নভেম্বর ২০১৯
ম্যাচদিন ৬১০–১১ ডিসেম্বর ২০১৯
নকআউট পর্ব১৬ দলের পর্ব১৬ ডিসেম্বর ২০১৯১৮–১৯ ও ২৫–২৬ ফেব্রুয়ারি ২০২০১০–১১ মার্চ ও ৭–৮ আগস্ট ২০২০[ক]
কোয়ার্টার-ফাইনাল১০ জুলাই ২০২০[খ]১২–১৫ আগস্ট ২০২০[গ]
সেমি-ফাইনাল১৮–১৯ আগস্ট ২০২০[ঘ]
ফাইনাললিসবনের এস্তাদিও দা লুজে ২৩ আগস্ট ২০২০[ঙ]

প্রাথমিক পর্ব

প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে[১৩] এবং পরবর্তীতে এক লেগের ভাগে ভাগ করা হয়েছে।

২০১৯ সালে ১১ই জুন দুপুর ১২:০০টায় (সিইএসটি) উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৫শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৮শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই কসোভোর ফাদিল ভোকরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

দল ১ ফলাফল দল ২
সেমি-ফাইনাল পর্ব
ত্রে পেন্নে সান মারিনো০–১অ্যান্ডোরা স্যান্টা কুলোমা
ফেরোনিকেয়ি কসোভো১–০জিব্রাল্টার লিঙ্কন রেড ইম্পস
দল ১ ফলাফল দল ২
ফাইনাল পর্ব
ফেরোনিকেয়ি কসোভো২–১অ্যান্ডোরা স্যান্টা কুলোমা


সেমি-ফাইনাল পর্ব


ফাইনাল পর্ব

বাছাইপর্ব

বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৯ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৩] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।

প্রথম বাছাইপর্ব

২০১৯ সালের ১৮ই জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৯ এবং ১০ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৬ এবং ১৭ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
নোম্মে কাইয়ু এস্তোনিয়া২–২ (অ্যা)উত্তর মেসিডোনিয়া স্কেন্দিয়া০–১২–১
সুদুভা লিথুয়ানিয়া১–২সার্বিয়া রেড স্টার বেলগ্রেড০–০১–২
আরারাত-আর্মেনিয়া আর্মেনিয়া৩–৪সুইডেন এআইকে২–১১–৩
আস্তানা কাজাখস্তান২–৩রোমানিয়া ক্লুজ১–০১–৩
ফেরেনৎসভারোশি হাঙ্গেরি৫–৩বুলগেরিয়া লুডোগোরেটস রাজগ্রাড২–১৩–২
পার্তিজানি আলবেনিয়া০–২আজারবাইজান কারাবাখ০–০০–২
স্লোভান ব্রাতিস্লাভা স্লোভাকিয়া২–২
(২–৩ পে.)
মন্টিনিগ্রো সুৎজেস্কা নিকশিচ১–১১–১
(অ.স.প.)
সারায়েভো বসনিয়া ও হার্জেগোভিনা২–৫স্কটল্যান্ড সেল্টিক১–৩১–২
শেরিফ তিরাস্পোল মলদোভা৩–৪জর্জিয়া (রাষ্ট্র) সাবুর্তালো তিবি‌লিসি০–৩৩–১
এফ৯১ দুদলঁজ লুক্সেমবুর্গ৩–৩ (অ্যা)মাল্টা ভালেটা২–২১–১
লিনফিল্ড উত্তর আয়ারল্যান্ড০–৬নরওয়ে রুসনবর্গ০–২০–৪
ভালুর আইসল্যান্ড০–৫স্লোভেনিয়া মারিবর০–৩০–২
ডানডক প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড০–০
(৫–৪ পে.)
লাতভিয়া রিগা০–০০–০
(অ.স.প.)
দ্য নিউ সেইন্টস ওয়েলস৩–২কসোভো ফেরোনিকেয়ি২–২১–০
এইচজেকে ফিনল্যান্ড৫–২ফ্যারো দ্বীপপুঞ্জ এইচবি থওশাওন৩–০২–২
বাতে বরিসভ বেলারুশ৩–২পোল্যান্ড পিয়াস্ত গ্লিভিৎস১–১২–১


ম্যাচ

নোম্মে কাইয়ু এস্তোনিয়া০–১উত্তর মেসিডোনিয়া স্কেন্দিয়া
প্রতিবেদন
স্কেন্দিয়া উত্তর মেসিডোনিয়া১–২এস্তোনিয়া নোম্মে কাইয়ু
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২,৫৪৬[১৫]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, নোম্মে কাইয়ু অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


সুদুভা লিথুয়ানিয়া০–০সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
সুদুভা স্টেডিয়াম, মারিয়াম্পোল
দর্শক সংখ্যা: ৩,২০০[১৫]
রেফারি: ইয়ুর্গেন দাউবেয়ার বুরখাট (ডেনমার্ক)
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া২–১লিথুয়ানিয়া সুদুভা
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ২৩,৭৫১[১৫]
রেফারি: আদাম ফারকাশ (হাঙ্গেরি)

রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ২–১ গোলে জয়ী


আরারাত-আর্মেনিয়া আর্মেনিয়া২–১সুইডেন এআইকে
প্রতিবেদন
  • ওবাসি গোল ৩৯'
দর্শক সংখ্যা: ১,৪৯৭[১৫]
রেফারি: ডুয়ে স্ট্রুকান (ক্রোয়েশীয়)
এআইকে সুইডেন৩–১আর্মেনিয়া আরারাত-আর্মেনিয়া
  • গইটম গোল ৪৭'৫২'
  • লারশন গোল ৬২' (পে.)
প্রতিবেদন
  • কোবায়লকো গোল ৭৭'
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১১,৩৮২[১৫]
রেফারি: রবার্ট হেনেসি (প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড)

এআইকে সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


আস্তানা কাজাখস্তান১–০রোমানিয়া ক্লুজ
প্রতিবেদন
আস্তানা এরিনা, নুর-সুলতান
দর্শক সংখ্যা: ১৮,৫৮৭[১৫]
রেফারি: লরেন্স ভিসার (বেলজিয়াম)
ক্লুজ রোমানিয়া৩–১কাজাখস্তান আস্তানা
  • অমরানি গোল ১০'২৬'৭৩'
প্রতিবেদন
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ৮,০৯২[১৫]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)

সিএফআর ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


ফেরেনৎসভারোশি হাঙ্গেরি২–১বুলগেরিয়া লুডোগোরেটস রাজগ্রাড
  • এনগুয়েন গোল ৬'
  • জুবকভ গোল ৬৫'
প্রতিবেদন
  • শেয়ারচক গোল ৩১'
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,১১৫[১৫]
রেফারি: আইটান শেমেউলেভিচ (ইসরায়েল)
লুডোগোরেটস রাজগ্রাড বুলগেরিয়া২–৩হাঙ্গেরি ফেরেনৎসভারোশি
  • তেরজিভ গোল ২৪'
  • হায়িস্টার গোল ৬৯' (আ.গো.)
প্রতিবেদন
  • খারাতিন গোল ১৭'
  • স্কভারকা গোল ২১'
  • এনগুয়েন গোল ৪৮'
হুভেফার্মা এরিনা, রাজগ্রাড
দর্শক সংখ্যা: ৭,৩৬৫[১৫]
রেফারি: দোনাতাস রুমশাস (লিথুয়ানিয়া)

ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৫–৩ গোলে জয়ী


পার্তিজানি আলবেনিয়া০–০আজারবাইজান কারাবাখ
প্রতিবেদন
সেলমান স্টেরমাসি স্টেডিয়াম, তিরানা
দর্শক সংখ্যা: ২,১২০[১৫]
রেফারি: থরভালদুর আরনাসন (আইসল্যান্ড)
কারাবাখ আজারবাইজান২–০আলবেনিয়া পার্তিজানি
  • অজোবিচ গোল ৫১'
  • কিন্তানা গোল ৯০+৪'
প্রতিবেদন
ডালখা এরিনা, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৫,৯৩২[১৫]
রেফারি: দুমিত্রু মুন্তেন (মলদোভা)

কারাবাখ সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী


স্লোভান ব্রাতিস্লাভা স্লোভাকিয়া১–১মন্টিনিগ্রো সুৎজেস্কা নিকশিচ
  • শপোরার গোল ৮২'
প্রতিবেদন
  • কোয়াশেভিচ গোল ৯০+৫'
তেহেলনে পোলে, ব্রাতিস্লাভা
দর্শক সংখ্যা: ১১,২৫০[১৫]
রেফারি: ভিতালি মেশকভ (রাশিয়া)
সুৎজেস্কা নিকশিচ মন্টিনিগ্রো১–১ (অ.স.প.)স্লোভাকিয়া স্লোভান ব্রাতিস্লাভা
  • শোফ্রানাক গোল ৯০+৩'
প্রতিবেদন
পেনাল্টি
  • নিকোলিচ পেনাল্টিতে গোল করেছেন
  • কোয়াশেভিচ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • ভ্লাইসাভলেভিচ পেনাল্টিতে গোল করেছেন
  • বুবানিয়া পেনাল্টিতে গোল করেছেন
  • বুলাতোভিচ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৩–২
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে দ্রাজিচ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে বজিকভ
  • পেনাল্টিতে গোল করেছেন রাতাও
  • পেনাল্টিতে গোল করেছেন আবেনা
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে স্পোরার
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৪,৭৬৪[১৫]
রেফারি: হোরাৎসিউ ফেশনিক (রোমানিয়া)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, সুৎজেস্কা নিকশিচ পেনাল্টিতে ৩–২ গোলে জয়ী


সারায়েভো বসনিয়া ও হার্জেগোভিনা১–৩স্কটল্যান্ড সেল্টিক
  • অরেমুশ গোল ২৯'
প্রতিবেদন
  • জনস্টন গোল ৩৫'
  • এদুয়ার গোল ৫১'
  • সিনক্লেয়ার গোল ৮৫'
কশেভো সিটি স্টেডিয়াম, সারায়েভো
দর্শক সংখ্যা: ২৪,৭২৩[১৫]
রেফারি: গ্লেন নিবার্গ (সুইডেন)
সেল্টিক স্কটল্যান্ড২–১বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো
  • ক্রিস্টি গোল ২৬'
  • ম্যাকগ্রেগর গোল ৭৫'
প্রতিবেদন
  • তাতার গোল ৬২'
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৫৮,৬৬২[১৫]
রেফারি: আল্যাঁ দুরিওজ (লুক্সেমবুর্গ)

সেল্টিক সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


শেরিফ তিরাস্পোল মলদোভা০–৩জর্জিয়া (রাষ্ট্র) সাবুর্তালো তিবি‌লিসি
প্রতিবেদন
  • রলোভিচ গোল ৩০'
  • কখরেইদজে গোল ৬৭'
  • কাকুবাভা গোল ৭১'
শেরিফ স্টেডিয়াম, তিরাস্পোল
দর্শক সংখ্যা: ৫,৭০৬[১৫]
রেফারি: ইভান আওল গ্রিফিথ (ওয়েলস)
সাবুর্তালো তিবি‌লিসি জর্জিয়া (রাষ্ট্র)১–৩মলদোভা শেরিফ তিরাস্পোল
  • রলোভিচ গোল ৫৯'
প্রতিবেদন
  • লাটিফি গোল ৩'
  • মার্গভেলাশভিলি গোল ৮' (আ.গো.)
  • তাম্বে গোল ১১'
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ৭,৫৬০[১৫]
রেফারি: পাবেল ওরেল (চেক প্রজাতন্ত্র)

সাবুর্তালো তিবি‌লিসি সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


এফ৯১ দুদলঁজ লুক্সেমবুর্গ২–২মাল্টা ভালেটা
  • বেত্তায়েব গোল ২৬'
  • স্টোলৎস গোল ৪৫+২'
প্রতিবেদন
  • পেকের গোল ৬৪'
  • জে. বোর্গ গোল ৭০'
স্তাদ জসি বার্থেল, লুক্সেমবুর্গ[নোট ৪]
দর্শক সংখ্যা: ১,১৫২[১৫]
রেফারি: আর্নল্ড হান্টার (উত্তর আয়ারল্যান্ড)
ভালেটা মাল্টা১–১লুক্সেমবুর্গ এফ৯১ দুদলঁজ
  • ফোন্তানেল্লা গোল ৩৫'
প্রতিবেদন
  • পোকার গোল ৫৯'
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,৫১২[১৫]
রেফারি: জুরি ফিশার (এস্তোনিয়া)

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ভালেটা অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


লিনফিল্ড উত্তর আয়ারল্যান্ড০–২নরওয়ে রুসনবর্গ
প্রতিবেদন
  • জেনসেন গোল ২২'
  • সোদারলান্দ গোল ৬৯'
উইন্ডসর পার্ক, বেলফাস্ট
দর্শক সংখ্যা: ২,৭১০[১৫]
রেফারি: আইভায়লো স্টোয়ানভ (বুলগেরিয়া)
রুসনবর্গ নরওয়ে৪–০উত্তর আয়ারল্যান্ড লিনফিল্ড
  • কোনরাদসেন গোল ২০'৫১'
  • আকিনতোলা গোল ৬৯'
  • হেলান্দ গোল ৮৫'
প্রতিবেদন
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১১,৯০৪[১৫]
রেফারি: এনেয়া ইয়র্জি (আলবেনিয়া)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–০ গোলে জয়ী


ভালুর আইসল্যান্ড০–৩স্লোভেনিয়া মারিবর
প্রতিবেদন
  • পেরিচিচ গোল ৪৩'
  • হোতিচ গোল ৬০'
  • ক্রনাভেতার গোল ৮৬' (পে.)
হিদারেন্দি, রেইকিয়াভিক
দর্শক সংখ্যা: ১,২০১[১৫]
রেফারি: শিসতফ ইয়াকুবিক (পোল্যান্ড)
মারিবর স্লোভেনিয়া২–০আইসল্যান্ড ভালুর
  • ক্রনাভেতার গোল ১১'
  • তাভারেস গোল ৩২'
প্রতিবেদন
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৬,৭১৬[১৫]
রেফারি: জোয়াও পিনেইরো (পর্তুগাল)

মারিবর সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী


ডানডক প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড০–০লাতভিয়া রিগা
প্রতিবেদন
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[১৫]
রেফারি: পিটার ক্রালোভিচ (স্লোভাকিয়া)
রিগা লাতভিয়া০–০ (অ.স.প.)প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ডানডক
প্রতিবেদন
পেনাল্টি
  • দেবেলকো পেনাল্টিতে গোল করেছেন
  • শারিচ পেনাল্টিতে গোল করেছেন
  • গাবোভস পেনাল্টিতে গোল করেছেন
  • ব্রিসোলা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • পানিচ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • রাকেলস পেনাল্টিতে গোল করেছেন
  • পেটেরসন্স পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৪–৫
  • পেনাল্টিতে গোল করেছেন হোবান
  • পেনাল্টিতে গোল করেছেন মারে
  • পেনাল্টিতে গোল করেছেন জারভিস
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে মাসি
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে জি. কেলি
  • পেনাল্টিতে গোল করেছেন ম্যাকগ্রা
  • পেনাল্টিতে গোল করেছেন হোয়ারে
স্কন্টো স্টেডিয়াম, রিগা
দর্শক সংখ্যা: ৬,০৫০[১৫]
রেফারি: দিমিতার মেকারভস্কি (উত্তর ম্যাসেডোনিয়া)

সামগ্রিকভাবে ০–০ গোলে ড্র, ডানডক পেনাল্টিতে ৫–৪ গোলে জয়ী


দ্য নিউ সেইন্টস ওয়েলস২–২কসোভো ফেরোনিকেয়ি
  • ড্র্যাপার গোল ৪৯' (পে.)
  • এডওয়ার্ডস গোল ৭৭'
প্রতিবেদন
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,১৪০[১৫]
রেফারি: ত্রুস্তিন ফাররুগিয়া কান (মাল্টা)
ফেরোনিকেয়ি কসোভো০–১ওয়েলস দ্য নিউ সেইন্টস
প্রতিবেদন
  • এবে গোল ৬৭'
দর্শক সংখ্যা: ৭,৮০০[১৫]
রেফারি: এস্পেন এস্কস (নরওয়ে)

দ্য নিউ সেইন্টস সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


এইচজেকে ফিনল্যান্ড৩–০ফ্যারো দ্বীপপুঞ্জ এইচবি থওশাওন
  • লাপ্পালাইনেন গোল ২১'৬৬'
  • ও'শনেসি গোল ৪২'
প্রতিবেদন
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৪,৭১৯[১৫]
রেফারি: জর্জি ক্রুয়াশভিলি (জর্জিয়া)
এইচবি থওশাওন ফ্যারো দ্বীপপুঞ্জ২–২ফিনল্যান্ড এইচজেকে
  • পিঙ্গেল গোল ১৭'
  • আন্দারসন গোল ৫৬'
প্রতিবেদন
  • রিস্কি গোল ৬০'৭৭'
গুন্দাদালুর, তরশাভন
দর্শক সংখ্যা: ৬২০[১৫]

এইচজেকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী


বাতে বরিসভ বেলারুশ১–১পোল্যান্ড পিয়াস্ত গ্লিভিৎস
  • দ্রাহুন গোল ৬৪'
প্রতিবেদন
  • পারজিশেক গোল ৩৬'
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১১,৫২৯[১৫]
পিয়াস্ত গ্লিভিৎস পোল্যান্ড১–২বেলারুশ বাতে বরিসভ
  • চেরউইনস্কি গোল ২১'
প্রতিবেদন
স্তাদিওন পিয়াস্ত, গ্লিভিৎস
দর্শক সংখ্যা: ৯,৩১২[১৫]

বাতে বরিসভ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী

দ্বিতীয় বাছাইপর্ব

দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁ-এ দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২৩ এবং ২৪শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ৩০ এবং ৩১শে জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
ক্লুজ রোমানিয়া৩–২ইসরায়েল ম্যাকাবি তেল আবিব১–০২–২
বাতে বরিসভ বেলারুশ২–৩নরওয়ে রুসনবর্গ২–১০–২
দ্য নিউ সেইন্টস ওয়েলস০–৩ডেনমার্ক কোপেনহেগেন০–২০–১
ফেরেনৎসভারোশি হাঙ্গেরি৪–২মাল্টা ভালেটা৩–১১–১
ডানডক প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১–৪আজারবাইজান কারাবাখ১–১০–৩
সাবুর্তালো তিবি‌লিসি জর্জিয়া (রাষ্ট্র)০–৫ক্রোয়েশিয়া দিনামো জাগরেব০–২০–৩
সেল্টিক স্কটল্যান্ড৭–০এস্তোনিয়া নোম্মে কাইয়ু৫–০২–০
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া৩–২ফিনল্যান্ড এইচজেকে২–০১–২
সুৎজেস্কা নিকশিচ মন্টিনিগ্রো০–৪সাইপ্রাস এপিওইএল০–১০–৩
মারিবর স্লোভেনিয়া৪–৪ (অ্যা)সুইডেন এআইকে২–১২–৩
(অ.স.প.)
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
ভিক্তোরিয়া প্লজেন চেক প্রজাতন্ত্র০–৪গ্রিস অলিম্পিয়াকোস০–০০–৪
পিএসভি আইন্দোভেন নেদারল্যান্ডস৪–৪ (অ্যা)সুইজারল্যান্ড বাজেল৩–২১–২


ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
ক্লুজ রোমানিয়া১–০ইসরায়েল ম্যাকাবি তেল আবিব
  • অমরানি গোল ২২'
প্রতিবেদন
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১১,১৫০[১৬]
রেফারি: হোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (স্পেন)
ম্যাকাবি তেল আবিব ইসরায়েল২–২রোমানিয়া ক্লুজ
  • ব্ল্যাকম্যান গোল ১৫'
  • কোহেন গোল ৪৮'
প্রতিবেদন
  • কুলিও গোল ১৯' (পে.)
  • রন্দন গোল ৪২'
নেটানিয়া স্টেডিয়াম, নেটানিয়া[নোট ৬]
দর্শক সংখ্যা: ১১,৯৪৭[১৬]
রেফারি: মার্কো ফ্রিৎস (জার্মানি)

ক্লুজ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


বাতে বরিসভ বেলারুশ২–১নরওয়ে রুসনবর্গ
  • স্তাসেভিচ গোল ৫' (পে.)
  • স্কাভিশ গোল ৫১'
প্রতিবেদন
  • কোনরাদসেন গোল ২৫'
বরিসভ এরিনা, বারিশ
দর্শক সংখ্যা: ১২,৬৯৬[১৬]
রুসনবর্গ নরওয়ে২–০বেলারুশ বাতে বরিসভ
  • হেলান্দ গোল ৭৩' (পে.)
  • সোদারলান্দ গোল ৮৫'
প্রতিবেদন
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৪,৮৭৫[১৬]
রেফারি: মার্কো দি বেল্লো (ইতালি)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


দ্য নিউ সেইন্টস ওয়েলস০–২ডেনমার্ক কোপেনহেগেন
প্রতিবেদন
  • সোতিরিও গোল ১৮'
  • স্কভ গোল ৬১' (পে.)
পার্ক হল, অসওয়েস্ট্রি
দর্শক সংখ্যা: ১,২৩০[১৬]
রেফারি: আলেক্সান্ডার হারকাম (অস্ট্রিয়া)
কোপেনহেগেন ডেনমার্ক১–০ওয়েলস দ্য নিউ সেইন্টস
  • জেকা গোল ৫২'
প্রতিবেদন
পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন
দর্শক সংখ্যা: ১২,৫২৩[১৬]
রেফারি: করিম আবেদ (ফ্রান্স)

কোপেনহেগেন সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী


ফেরেনৎসভারোশি হাঙ্গেরি৩–১মাল্টা ভালেটা
  • বনেলো গোল ১৯' (আ.গো.)
  • লাঞ্জাফামে গোল ৩৬' (পে.)৫৯'
প্রতিবেদন
  • ইয়ুরি গোল ৮৫'
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ১৮,৬০৩[১৬]
রেফারি: রাদু পেত্রেস্কু (রোমানিয়া)
ভালেটা মাল্টা১–১হাঙ্গেরি ফেরেনৎসভারোশি
  • ফোন্তানেল্লা গোল ২৭' (পে.)
প্রতিবেদন
  • এনগুয়েন গোল ৬০'
সেন্টনারি স্টেডিয়াম, তা' কালি
দর্শক সংখ্যা: ১,১০৮[১৬]

ফেরেনৎসভারোশি সামগ্রিকভাবে ৪–২ গোলে জয়ী


ডানডক প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১–১আজারবাইজান কারাবাখ
  • হোবান গোল ৭৮'
প্রতিবেদন
  • এমরেলি গোল ৪'
অরিয়েল পার্ক, ডানডক
দর্শক সংখ্যা: ৩,১০০[১৬]
রেফারি: বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
কারাবাখ আজারবাইজান৩–০প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ডানডক
  • হাইমে রোমেরো গোল ১২'৮৭'
  • আইলতন গোল ৭৬'
প্রতিবেদন
ডালখা এরিনা, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৫,৮৩২[১৬]
রেফারি: সভেন ওদ্ভার মোন (নরওয়ে)

কারাবাখ সামগ্রিকভাবে ৪–১ গোলে জয়ী


সাবুর্তালো তিবি‌লিসি জর্জিয়া (রাষ্ট্র)০–২ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
প্রতিবেদন
  • ওরশিচ গোল ৬৭'
  • পেতকোভিচ গোল ৭৮' (পে.)
মিখেইল মেসখি স্টেডিয়াম, তিবি‌লিসি
দর্শক সংখ্যা: ১৫,১৬৫[১৬]
রেফারি: পেত্র আরদেলেয়ানু (চেক প্রজাতন্ত্র)
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া৩–০জর্জিয়া (রাষ্ট্র) সাবুর্তালো তিবি‌লিসি
প্রতিবেদন
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ০[১৬] (দর্শকহীন ম্যাচ)
রেফারি: দানিয়েলে দোভেরি (ইতালি)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–০ গোলে জয়ী


সেল্টিক স্কটল্যান্ড৫–০এস্তোনিয়া নোম্মে কাইয়ু
  • আয়ের গোল ৩৬'
  • ক্রিস্টি গোল ৪৪' (পে.)৬৫'
  • গ্রিফিথস গোল ৪৫+৩'
  • ম্যাকগ্রেগর গোল ৭৭'
প্রতিবেদন
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৪১,৮৭২[১৬]
রেফারি: ইয়াকব কেহলেট (ডেনমার্ক)
নোম্মে কাইয়ু এস্তোনিয়া০–২স্কটল্যান্ড সেল্টিক
প্রতিবেদন
  • কুলিনিৎস গোল ১০' (আ.গো.)
  • সভেদ গোল ৯০+৩'
এ. এল লে কক এরিনা, তাল্লিন[নোট ১]
দর্শক সংখ্যা: ৪,০১৪[১৬]
রেফারি: বেনোয়া মিয়ো (ফ্রান্স)

সেল্টিক সামগ্রিকভাবে ৭–০ গোলে জয়ী


রেড স্টার বেলগ্রেড সার্বিয়া২–০ফিনল্যান্ড এইচজেকে
  • বোয়াকিয়ে গোল ২৭'
  • পাভকভ গোল ৯০'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৩৬,২৮৯[১৬]
রেফারি: পাবেল গিল (পোল্যান্ড)
এইচজেকে ফিনল্যান্ড২–১সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
  • দালস্ত্রোম গোল ৪৬'
  • রিস্কি গোল ৯০+২'
প্রতিবেদন
  • ইয়োভানচিচ গোল ৫৬'
তেলিয়া ৫জি এরিনা, হেলসিঙ্কি
দর্শক সংখ্যা: ৯,১০৭[১৬]
রেফারি: আল্যাঁ বিয়েরি (সুইজারল্যান্ড)

রেড স্টার বেলগ্রেড সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


সুৎজেস্কা নিকশিচ মন্টিনিগ্রো০–১সাইপ্রাস এপিওইএল
প্রতিবেদন
  • দে ভিন্সেন্তি গোল ৪২' (পে.)
স্তাদিওন ক্রায় বিস্ত্রিসে, নিকশিচ
দর্শক সংখ্যা: ৫,৫০০[১৬]
রেফারি: ইশ্তভান ভাদ (হাঙ্গেরি)
এপিওইএল সাইপ্রাস৩–০মন্টিনিগ্রো সুৎজেস্কা নিকশিচ
  • পাভলোভিচ গোল ১৩'২৫'৬৬'
প্রতিবেদন
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ৮,২৯৭[১৬]
রেফারি: রয় রেইনশ্রেইবার (ইসরায়েল)

এপিওইএল সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী


মারিবর স্লোভেনিয়া২–১সুইডেন এআইকে
  • ক্রনাভেতার গোল ৬'
  • ইভকোভিচ গোল ৩৮'
প্রতিবেদন
  • গইটম গোল ২৮'
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ৭,৮১৬[১৬]
রেফারি: জাশা স্টেগেমান (জার্মানি)
এআইকে সুইডেন৩–২ (অ.স.প.)স্লোভেনিয়া মারিবর
  • কার্লসন গোল ৪'
  • লারশন গোল ৬১'
  • ইলিয়োনুসি গোল ৯৩'
প্রতিবেদন
  • কতনিক গোল ৪৮'
  • ক্রেৎসু গোল ১১৭'
ফ্রেন্ডস এরিনা, সোলনা
দর্শক সংখ্যা: ১৯,১৭৯[১৬]
রেফারি: আদ্রিয়েঁ জাকোতেত (সুইজারল্যান্ড)

সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, মারিবর অ্যাওয়ে গোলের জন্য জয়ী

লিগ পথ
ভিক্তোরিয়া প্লজেন চেক প্রজাতন্ত্র০–০গ্রিস অলিম্পিয়াকোস
প্রতিবেদন
দুসান এরিনা, প্লজেন
দর্শক সংখ্যা: ১০,৬৩২[১৬]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)
অলিম্পিয়াকোস গ্রিস৪–০চেক প্রজাতন্ত্র ভিক্তোরিয়া প্লজেন
  • গিলের্মে গোল ৫১'৭৩'
  • গেরেরো গোল ৭০'
  • সেমেদো গোল ৮২'
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩০,১২৩[১৬]
রেফারি: হুয়ান মার্তিনেজ মুনুয়েরা (স্পেন)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৪–০ গোলে জয়ী


পিএসভি আইন্দোভেন নেদারল্যান্ডস৩–২সুইজারল্যান্ড বাজেল
  • ব্রুমা গোল ১৪'
  • ল্যামার্স গোল ৮৯'
  • মালেন গোল ৯০+২'
প্রতিবেদন
  • আয়েতি গোল ৪৫+১'
  • আলদেরেতে গোল ৭৯'
ফিলিপ্স স্তাদিওন, আইন্দোভেন
দর্শক সংখ্যা: ৩১,০০০[১৬]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)
বাজেল সুইজারল্যান্ড২–১নেদারল্যান্ডস পিএসভি আইন্দোভেন
  • জোমার্ত গোল ৮'
  • ভান ভলফসভিঙ্কেল গোল ৬৮'
প্রতিবেদন
  • ব্রুমা গোল ২৩'
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: ২৯,২১৬[১৬]
রেফারি: ফাবিও ভেরিসিমো (পর্তুগাল)

সামগ্রিকভাবে ৪–৪ গোলে ড্র, বাজেল অ্যাওয়ে গোলের জন্য জয়ী

তৃতীয় বাছাইপর্ব

তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ২২শে জুলাই তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ৬ এবং ৭ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ১৩ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
ক্লুজ রোমানিয়া৫–৪স্কটল্যান্ড সেল্টিক১–১৪–৩
এপিওইএল সাইপ্রাস৩–২আজারবাইজান কারাবাখ১–২২–০
পিএওকে গ্রিস৪–৫নেদারল্যান্ডস আয়াক্স২–২২–৩
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া৫–১হাঙ্গেরি ফেরেনৎসভারোশি১–১৪–০
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া২–২
(৭–৬ পে.)
ডেনমার্ক কোপেনহেগেন১–১১–১
(অ.স.প.)
মারিবর স্লোভেনিয়া২–৬নরওয়ে রুসনবর্গ১–৩১–৩
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
ইস্তানবুল বাশাকশেহির তুরস্ক০–৩গ্রিস অলিম্পিয়াকোস০–১০–২
ক্রাস্নোদার রাশিয়া৩–৩ (অ্যা)পর্তুগাল পোর্তু০–১৩–২
ক্লাব ব্রুজ বেলজিয়াম৪–৩ইউক্রেন দিনামো কিয়েভ১–০৩–৩
বাজেল সুইজারল্যান্ড২–৫অস্ট্রিয়া এলএএসকে১–২১–৩


ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
ক্লুজ রোমানিয়া১–১স্কটল্যান্ড সেল্টিক
  • রন্দন গোল ২৮'
প্রতিবেদন
  • ফোরেস্ট গোল ৩৭'
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৩,০৫৫[১৭]
সেল্টিক স্কটল্যান্ড৩–৪রোমানিয়া ক্লুজ
  • ফোরেস্ট গোল ৫১'
  • এদুয়ার গোল ৬১'
  • ক্রিস্টি গোল ৭৬'
প্রতিবেদন
  • দেয়াক গোল ২৭'
  • অমরানি গোল ৭৪' (পে.)৮০'
  • সুকুদেয়ান গোল ৯০+৭'
সেল্টিক পার্ক, গ্লাসগো
দর্শক সংখ্যা: ৫০,৯৬৪[১৭]
রেফারি: আন্দ্রিস ত্রেইমানিস (লাতভিয়া)

ক্লুজ সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী


এপিওইএল সাইপ্রাস১–২আজারবাইজান কারাবাখ
  • মেরকিস গোল ৯০+৫'
প্রতিবেদন
  • এমরেলি গোল ৫৪'
  • গেয়ে গোল ৬৯'
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ৯,৪৮১[১৭]
রেফারি: দাভিদে মাসসা (ইতালি)
কারাবাখ আজারবাইজান০–২সাইপ্রাস এপিওইএল
প্রতিবেদন
  • দে ভিন্সেন্তি গোল ৩৪' (পে.)
  • মাতিচ গোল ৬৮'
তোফিক বাহরামভ রিপাবলিকান স্টেডিয়াম, বাকু[নোট ৩]
দর্শক সংখ্যা: ৩১,৫৩১[১৭]
রেফারি: ড্যানিয়েল সিবার্ট (জার্মানি)

এপিওইএল সামগ্রিকভাবে ৩–২ গোলে জয়ী


পিএওকে গ্রিস২–২নেদারল্যান্ডস আয়াক্স
  • আকপম গোল ৩২'
  • মাতোস গোল ৩৯'
প্রতিবেদন
তুম্বা স্টেডিয়াম, থেসালোনিকি
দর্শক সংখ্যা: ২৩,৪১৮[১৭]
আয়াক্স নেদারল্যান্ডস৩–২গ্রিস পিএওকে
প্রতিবেদন
  • বিসেসোয়ার গোল ২৩'৯০+৪'
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫৩,৯৪২[১৭]
রেফারি: ক্রেইগ পওসন (ইংল্যান্ড)

আয়াক্স সামগ্রিকভাবে ৫–৪ গোলে জয়ী


দিনামো জাগরেব ক্রোয়েশিয়া১–১হাঙ্গেরি ফেরেনৎসভারোশি
প্রতিবেদন
  • শিগের গোল ৫৯'
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ১৪,২৮৩[১৭]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)
ফেরেনৎসভারোশি হাঙ্গেরি০–৪ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
প্রতিবেদন
  • আদেমি গোল ১৬'
  • পেতকোভিচ গোল ৪৭'
  • ওলমো গোল ৫৫'
  • গোয়াক গোল ৭৯'
গ্রুপামা এরিনা, বুদাপেস্ট
দর্শক সংখ্যা: ২০,৩২১[১৭]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৫–১ গোলে জয়ী


রেড স্টার বেলগ্রেড সার্বিয়া১–১ডেনমার্ক কোপেনহেগেন
  • পাভকভ গোল ৪৪'
প্রতিবেদন
  • উইন্ড গোল ৮৪' (পে.)
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪০,৮১২[১৭]
রেফারি: তিয়াগো মার্চিন্স (পর্তুগাল)
কোপেনহেগেন ডেনমার্ক১–১ (অ.স.প.)সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
  • এন'দোয়ে গোল ৪৫'
প্রতিবেদন
  • বোয়াকিয়ে গোল ১৭'
পেনাল্টি
  • উইন্ড পেনাল্টিতে গোল করেছেন
  • ফিশার পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • সোতিরিও পেনাল্টিতে গোল করেছেন
  • বেংসন পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • জেকা পেনাল্টিতে গোল করেছেন
  • এন'দোয়ে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • বার্তোলেক পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
  • নেলসন পেনাল্টিতে গোল করেছেন
  • পাপায়ানোপুলোস পেনাল্টিতে গোল করেছেন
  • গ্রিতবুস্ত পেনাল্টিতে গোল করেছেন
  • উইন্ড পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৬–৭
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে মারিন
  • পেনাল্টিতে গোল করেছেন ইভানিচ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ইয়েভতোভিচ
  • পেনাল্টিতে গোল করেছেন জান্দের
  • পেনাল্টিতে গোল করেছেন পানকভ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ইয়োভানচিচ
  • পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে সিমিচ
  • পেনাল্টিতে গোল করেছেন দেগেনেক
  • পেনাল্টিতে গোল করেছেন গোবেয়িচ
  • পেনাল্টিতে গোল করেছেন বোরজান
  • পেনাল্টিতে গোল করেছেন পানকভ
পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন
দর্শক সংখ্যা: ২৯,৮৭২[১৭]
রেফারি: গেদিমিনাস মাজেইকা (লিথুয়ানিয়া)

সামগ্রিকভাবে ২–২ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড পেনাল্টিতে ৭–৬ গোলে জয়ী


মারিবর স্লোভেনিয়া১–৩নরওয়ে রুসনবর্গ
  • তাভারেস গোল ৭০'
প্রতিবেদন
  • সোদারলান্দ গোল ৫০'৬৪'
  • জেনসেন গোল ৭১'
লিয়ুদস্কি ভ্রত, মারিবর
দর্শক সংখ্যা: ১০,৩১৬[১৭]
রেফারি: ফ্রঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
রুসনবর্গ নরওয়ে৩–১স্লোভেনিয়া মারিবর
  • সোদারলান্দ গোল ৫৩'
  • কোনরাদসেন গোল ৬১'৮১'
প্রতিবেদন
  • পোজেগ ভানৎসাশ গোল ৪৫+২'
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৮,৫৬৪[১৭]
রেফারি: সেরডার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)

রুসনবর্গ সামগ্রিকভাবে ৬–২ গোলে জয়ী

লিগ পথ
ইস্তানবুল বাশাকশেহির তুরস্ক০–১গ্রিস অলিম্পিয়াকোস
প্রতিবেদন
  • মাসুরাস গোল ৫৩'
বাশাকশেহির ফাতিহ তেরিম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪,৩০১[১৭]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
অলিম্পিয়াকোস গ্রিস২–০তুরস্ক ইস্তানবুল বাশাকশেহির
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ২৮,৫২১[১৭]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৩–০ গোলে জয়ী


ক্রাস্নোদার রাশিয়া০–১পর্তুগাল পোর্তো
প্রতিবেদন
  • সার্জিও অলিভেইরা গোল ৮৯'
ক্রাস্নোদার স্টেডিয়াম, ক্রাস্নোদার
দর্শক সংখ্যা: ৩৪,৮৭৪[১৭]
পোর্তো পর্তুগাল২–৩রাশিয়া ক্রাস্নোদার
  • জে লুইস গোল ৫৭'
  • লুইস দিয়াজ গোল ৭৬'
প্রতিবেদন
  • ভিলেনা গোল ৩'
  • সুলেয়মানভ গোল ১৩'৩৪'
এস্তাদিও দো দ্রাগাও, পোর্তো
দর্শক সংখ্যা: ৪৮,৫২০[১৭]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, ক্রাস্নোদার অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


ক্লাব ব্রুজ বেলজিয়াম১–০ইউক্রেন দিনামো কিয়েভ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৭,০১৮[১৭]
রেফারি: জাভিয়ের এস্ত্রাদা ফার্নান্দেজ (স্পেন)
দিনামো কিয়েভ ইউক্রেন৩–৩বেলজিয়াম ক্লাব ব্রুজ
  • বুয়ালস্কি গোল ৬'
  • শেপেলিয়েভ গোল ৫০'
  • মেশেল গোল ৯০+৩' (আ.গো.)
প্রতিবেদন
  • ডেলি গোল ৩৮'
  • ভোরমার গোল ৮৮'
  • ওপেন্দা গোল ৯০+৫'
এনএসসি অলিম্পিস্কি, কিয়েভ
দর্শক সংখ্যা: ৪২,১৫২[১৭]
রেফারি: ইভান বেবেক (ক্রোয়েশিয়া)

ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৪–৩ গোলে জয়ী


বাজেল সুইজারল্যান্ড১–২অস্ট্রিয়া এলএএসকে
  • জুফি গোল ৮৭'
প্রতিবেদন
  • ট্রাউনার গোল ৫১'
  • ক্লাউস গোল ৮২'
সেন্ট ইয়াকব-পার্ক, বাজেল
দর্শক সংখ্যা: ২০,৪৭০[১৭]
রেফারি: আন্দ্রিয়াস ইকবার্গ (সুইডেন)
এলএএসকে অস্ট্রিয়া৩–১সুইজারল্যান্ড বাজেল
  • র‌্যানফটল গোল ৫৯'
  • গোয়াজাঁজি গোল ৮৯'
  • রাগুশ গোল ৯০+৪'
প্রতিবেদন
  • আদেমি গোল ৮০'
লিনৎসার স্তাদিওন, লিনৎস
দর্শক সংখ্যা: ১২,৯৬৬[১৭]
রেফারি: আলিয়ার আগায়েভ (আজারবাইজান)

এলএএসকে সামগ্রিকভাবে ৫–২ গোলে জয়ী

প্লে-অফ পর্ব

প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৯ সালের ৫ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিঁও-এ প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৯ সালের ২০ এবং ২১শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৯ সালের ২৭ এবং ২৮শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া৩–১নরওয়ে রুসনবর্গ২–০১–১
ক্লুজ রোমানিয়া০–২চেক প্রজাতন্ত্র ভিক্তোরিয়া প্লজেন০–১০–১
ইয়াং বয়েস সুইজারল্যান্ড৩–৩ (অ্যা)সার্বিয়া রেড স্টার বেলগ্রেড২–২১–১
এপিওইএল সাইপ্রাস০–২নেদারল্যান্ডস আয়াক্স০–০০–২
দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
লিগ পথ
এলএএসকে অস্ট্রিয়া১–৩বেলজিয়াম ক্লাব ব্রুজ০–১১–২
অলিম্পিয়াকোস গ্রিস৬–১রাশিয়া ক্রাস্নোদার৪–০২–১


ম্যাচ

চ্যাম্পিয়নস পথ
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া২–০নরওয়ে রুসনবর্গ
  • পেতকোভিচ গোল ৮' (পে.)
  • ওরশিচ গোল ২৮'
প্রতিবেদন
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৩,৮৫৯[১৮]
রুসনবর্গ নরওয়ে১–১ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
  • আকিনতোলা গোল ১১'
প্রতিবেদন
  • গোয়াক গোল ৭১'
লেরকেন্দাল স্তাদিওন, ত্রন্দহেইম
দর্শক সংখ্যা: ১৮,১৭৩[১৯]
রেফারি: হাৎসেগান (রোমানিয়া)

দিনামো জাগরেব সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী


ক্লুজ রোমানিয়া০–১চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাহা
প্রতিবেদন
  • মাসোপুস্ত গোল ২৮'
স্তাদিউনুল ড. কুন্সতান্তিন রাদুলেস্কু, ক্লুজ-নাপোস্কা
দর্শক সংখ্যা: ১৫,১৯৬[২০]
স্লাভিয়া প্রাহা চেক প্রজাতন্ত্র১–০রোমানিয়া ক্লুজ
  • বোরিল গোল ৬৬'
প্রতিবেদন
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৮,৫৬২[২১]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

স্লাভিয়া প্রাহা সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী


ইয়াং বয়েস সুইজারল্যান্ড২–২সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
  • আসালে গোল ৭'
  • হোয়াহু গোল ৭৬' (পে.)
প্রতিবেদন
  • দেগেনেক গোল ১৮'
  • গার্সিয়া গোল ৪৬'
স্তাদ দে সুইস, বের্ন
দর্শক সংখ্যা: ২৬,৩৭৫[২২]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া১–১সুইজারল্যান্ড ইয়াং বয়েস
  • ভুকানোভিচ গোল ৫৯'
প্রতিবেদন
রেড স্টার স্টেডিয়াম, বেলগ্রেড
দর্শক সংখ্যা: ৪৭,৪৮৭[২৩]

সামগ্রিকভাবে ৩–৩ গোলে ড্র, রেড স্টার বেলগ্রেড অধিক অ্যাওয়ে গোলের জন্য জয়ী


এপিওইএল সাইপ্রাস০–০নেদারল্যান্ডস আয়াক্স
প্রতিবেদন
জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া
দর্শক সংখ্যা: ১৪,৫৪৯[২৪]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
আয়াক্স নেদারল্যান্ডস২–০সাইপ্রাস এপিওইএল
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫১,৬৪৫[২৫]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)

আয়াক্স সামগ্রিকভাবে ২–০ গোলে জয়ী

লিগ পথ
এলএএসকে অস্ট্রিয়া০–১বেলজিয়াম ক্লাব ব্রুজ
প্রতিবেদন
লিনৎসার স্তাদিওন, লিনৎস
দর্শক সংখ্যা: ১২,৬৩৭[২৬]
রেফারি: শিমন মারচিনিয়াক (পোল্যান্ড)
ক্লাব ব্রুজ বেলজিয়াম২–১অস্ট্রিয়া এলএএসকে
প্রতিবেদন
  • ক্লাউস গোল ৭৪' (পে.)

ক্লাব ব্রুজ সামগ্রিকভাবে ৩–১ গোলে জয়ী


অলিম্পিয়াকোস গ্রিস৪–০রাশিয়া ক্রাস্নোদার
  • গেরেরো গোল ৩০'
  • রাঞ্জেলোভিচ গোল ৭৮'৮৫'
  • পোদোঁস গোল ৮৯'
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ২৯,১৩২[২৮]
ক্রাস্নোদার রাশিয়া১–২গ্রিস অলিম্পিয়াকোস
  • ইয়ুতকিন গোল ১০'
প্রতিবেদন
  • এল-আরাবি গোল ১১'৪৮'
ক্রাস্নোদার স্টেডিয়াম, ক্রাস্নোদার
দর্শক সংখ্যা: ৩৪,৬২৭[২৯]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

অলিম্পিয়াকোস সামগ্রিকভাবে ৬–১ গোলে জয়ী

গ্রুপ পর্ব

২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইউরোপ-এ অবস্থিত
লন্ডন
লন্ডন
মাদ্রিদ
মাদ্রিদ
২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা দলগুলোর অবস্থান।
বাদামী: গ্রুপ এ; লাল: গ্রুপ বি; কমলা: গ্রুপ সি; হলুদ: গ্রুপ ডি;
সবুজ: গ্রুপ ই; নীল: গ্রুপ এফ; বেগুনী: গ্রুপ জি; গোলাপী: গ্রুপ এইচ।

২০১৯ সালের ২৯শে আগস্ট, ১৮টায় সিইএসটি উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[৩০] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। উক্ত ড্র-এ নিয়ম ছিল যে একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে:[৩১][৩২]

  • পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শিরোপাধারী দল এবং ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে। যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
  • পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৯ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৩]

প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং বিপরীত দলের মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৭–১৮ সেপ্টেম্বর, ১–২ অক্টোবর, ২২–২৩ অক্টোবর, ৭–৮ নভেম্বর, ২৬–২৭ নভেম্বর এবং ১০–১১ ডিসেম্বর ২০১৯।

যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৯–২০ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।

সর্বমোট ১৬টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। আতালান্তা এই আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে।

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনপিএসজিরিয়ালব্রুজগালাতাসারায়
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ১৭+১৫১৬নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৩–০১–০৫–০
স্পেন রিয়াল মাদ্রিদ১৪+৬১১২–২২–২৬–০
বেলজিয়াম ক্লাব ব্রুজ১২−৮ইউরোপা লিগে অবনমিত০–৫১–৩০–০
তুরস্ক গালাতাসারায়১৪−১৩০–১০–১১–১
ক্লাব ব্রুজ বেলজিয়াম০–০তুরস্ক গালাতাসারায়
প্রতিবেদন

রিয়াল মাদ্রিদ স্পেন২–২বেলজিয়াম ক্লাব ব্রুজ
প্রতিবেদন
  • ডেনিস গোল ৯'৩৯'
দর্শক সংখ্যা: ৬৫,১১২[৩৪]
রেফারি: জর্জি কাবাকভ (বুলগেরিয়া)
গালাতাসারায় তুরস্ক০–১ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
প্রতিবেদন
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৬,৫৩২[৩৪]
রেফারি: শিমন মারচিনিয়াক (পোল্যান্ড)

গালাতাসারায় তুরস্ক০–১স্পেন রিয়াল মাদ্রিদ
প্রতিবেদন
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৪৮,৮৮৬[৩৫]
ক্লাব ব্রুজ বেলজিয়াম০–৫ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৬,৯৪৬[৩৫]
রেফারি: ড্যানিয়েল সিবার্ট (জার্মানি)

রিয়াল মাদ্রিদ স্পেন৬–০তুরস্ক গালাতাসারায়
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৫,৪৯২[৩৬]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)
পারি সাঁ-জেরমাঁ ফ্রান্স১–০বেলজিয়াম ক্লাব ব্রুজ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৭,৪১৮[৩৬]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

গালাতাসারায় তুরস্ক১–১বেলজিয়াম ক্লাব ব্রুজ
  • বুয়ুক গোল ১১'
প্রতিবেদন
  • দিয়াত্তা গোল ৯০+২'
তুর্ক টেলিকম স্টেডিয়াম, ইস্তানবুল
দর্শক সংখ্যা: ৩৪,৫০০[৩৭]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
রিয়াল মাদ্রিদ স্পেন২–২ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭৫,৫৩৪[৩৭]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনবায়ার্নটটেনহ্যামঅলিম্পিয়াকোসবেলগ্রেড
জার্মানি বায়ার্ন মিউনিখ২৪+১৯১৮নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৩–১২–০৩–০
ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার১৮১৪+৪১০২–৭৪–২৫–০
গ্রিস অলিম্পিয়াকোস১৪−৬ইউরোপা লিগে অবনমিত২–৩২–২১–০
সার্বিয়া রেড স্টার বেলগ্রেড২০−১৭০–৬০–৪৩–১
অলিম্পিয়াকোস গ্রিস২–২ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,০০১[৩৩]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)
বায়ার্ন মিউনিখ জার্মানি৩–০সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭০,০০০[৩৩]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)

রেড স্টার বেলগ্রেড সার্বিয়া৩–১গ্রিস অলিম্পিয়াকোস
প্রতিবেদন
  • সেমেদো গোল ৩৭'
দর্শক সংখ্যা: ৪৩,২৯১[৩৪]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)
টটেনহ্যাম হটস্পার ইংল্যান্ড২–৭জার্মানি বায়ার্ন মিউনিখ
প্রতিবেদন
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৬০,১২৭[৩৪]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

টটেনহ্যাম হটস্পার ইংল্যান্ড৫–০সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
প্রতিবেদন
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৫১,৭৪৩[৩৫]
রেফারি: মার্কো গুইদা (ইতালি)
অলিম্পিয়াকোস গ্রিস২–৩জার্মানি বায়ার্ন মিউনিখ
  • এল-আরাবি গোল ২৩'
  • গিলের্মে গোল ৭৯'
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,৬৭০[৩৫]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)

বায়ার্ন মিউনিখ জার্মানি২–০গ্রিস অলিম্পিয়াকোস
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৩,৬৪৬[৩৬]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)

টটেনহ্যাম হটস্পার ইংল্যান্ড৪–২গ্রিস অলিম্পিয়াকোস
প্রতিবেদন
  • এল-আরাবি গোল ৬'
  • সেমেদো গোল ১৯'
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, লন্ডন
দর্শক সংখ্যা: ৫৭,০২৪[৩৭]
রেফারি: জর্জি কাবাকভ (বুলগেরিয়া)
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া০–৬জার্মানি বায়ার্ন মিউনিখ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৪,১১৮[৩৭]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)

অলিম্পিয়াকোস গ্রিস১–০সার্বিয়া রেড স্টার বেলগ্রেড
  • এল-আরাবি গোল ৮৭' (পে.)
প্রতিবেদন
কারাইস্কাকিস স্টেডিয়াম, পিরেয়াস
দর্শক সংখ্যা: ৩১,৮৯৮[৩৮]
বায়ার্ন মিউনিখ জার্মানি৩–১ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
প্রতিবেদন
  • সেসেগনন গোল ২০'
দর্শক সংখ্যা: ৬৬,৩৫৩[৩৮]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

গ্রুপ সি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনসিটিআতালান্তাশাখতারদিনামো
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি১৬+১২১৪নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৫–১১–১২–০
ইতালি আতালান্তা১২−৪১–১১–২২–০
ইউক্রেন শাখতার দোনেৎস্ক১৩−৫ইউরোপা লিগে অবনমিত০–৩০–৩২–২
ক্রোয়েশিয়া দিনামো জাগরেব১০১৩−৩১–৪৪–০৩–৩
শাখতার দোনেৎস্ক ইউক্রেন০–৩ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
প্রতিবেদন
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ৩৬,৬৭৫[৩৩]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া৪–০ইতালি আতালান্তা
  • লেওভাচ গোল ১০'
  • ওরশিচ গোল ৩১'৪২'৬৮'
প্রতিবেদন
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৮,৮৬৩[৩৩]
রেফারি: হেসুস হিল মানজানো (স্পেন)

আতালান্তা ইতালি১–২ইউক্রেন শাখতার দোনেৎস্ক
  • জাপাতা গোল ২৮'
প্রতিবেদন
  • মোরায়েস গোল ৪১'
  • সলোমন গোল ৯০+৫'
ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড২–০ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৯,০৪৬[৩৪]
রেফারি: সেরডার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)

শাখতার দোনেৎস্ক ইউক্রেন২–২ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
  • কনোপ্লেয়াঙ্কা গোল ১৬'
  • দদো গোল ৭৫'
প্রতিবেদন
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ২১,৫২৬[৩৫]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড৫–১ইতালি আতালান্তা
প্রতিবেদন
  • মালিনোভস্কাই গোল ২৮' (পে.)
দর্শক সংখ্যা: ৪৯,৩০৮[৩৫]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)

আতালান্তা ইতালি১–১ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
  • পাশালিচ গোল ৪৯'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৪,৩২৬[৩৬]
রেফারি: আলেকসি কুলবাকভ (বেলারুশ)
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া৩–৩ইউক্রেন শাখতার দোনেৎস্ক
  • পেতকোভিচ গোল ২৫'
  • ইভানুশেচ গোল ৮৩'
  • আদেমি গোল ৮৯'
প্রতিবেদন
  • প্যাট্রিক গোল ১৩'
  • মোরায়েস গোল ৯০+৩'
  • তেতে গোল ৯০+৮' (পে.)
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৮,৩১৬[৩৬]

আতালান্তা ইতালি২–০ক্রোয়েশিয়া দিনামো জাগরেব
  • মুরিয়েল গোল ২৭' (পে.)
  • গোমেজ গোল ৪৭'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৮,৩৬৫[৩৭]
রেফারি: সার্জি কারাসেভ (রাশিয়া)

শাখতার দোনেৎস্ক ইউক্রেন০–৩ইতালি আতালান্তা
প্রতিবেদন
  • কাস্তানিয়ে গোল ৬৬'
  • পাশালিচ গোল ৮০'
  • গোসেন্স গোল ৯০+৪'
মেটালিস্ট স্টেডিয়াম, খারকিভ[নোট ৭]
দর্শক সংখ্যা: ২৬,৫৩৬[৩৮]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া১–৪ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
প্রতিবেদন
স্তাদিওন মাকসিমির, জাগরেব
দর্শক সংখ্যা: ২৯,৩৮৫[৩৮]

গ্রুপ ডি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনইয়ুভেন্তুসআতলেতিকোলেভারকুজেনলকোমতিভ
ইতালি ইয়ুভেন্তুস১২+৮১৬নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–০৩–০২–১
স্পেন আতলেতিকো মাদ্রিদ+৩১০২–২১–০২–০
জার্মানি বায়ার লেভারকুজেন−৪ইউরোপা লিগে অবনমিত০–২২–১১–২
রাশিয়া লকোমতিভ মস্কো১১−৭১–২০–২০–২
আতলেতিকো মাদ্রিদ স্পেন২–২ইতালি ইয়ুভেন্তুস
  • সাভিচ গোল ৭০'
  • এরেরা গোল ৯০'
প্রতিবেদন
মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৬৬,২৮৩[৩৩]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
বায়ার লেভারকুজেন জার্মানি১–২রাশিয়া লকোমতিভ মস্কো
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৬,৫৯২[৩৩]
রেফারি: পাবেল রাচকোভস্কি (পোল্যান্ড)

লকোমতিভ মস্কো রাশিয়া০–২স্পেন আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৭,০৫১[৩৪]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
ইয়ুভেন্তুস ইতালি৩–০জার্মানি বায়ার লেভারকুজেন
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৪,৫২৫[৩৪]
রেফারি: উইলি কলাম (স্কটল্যান্ড)

আতলেতিকো মাদ্রিদ স্পেন১–০জার্মানি বায়ার লেভারকুজেন
প্রতিবেদন
মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৫৬,৭৭৬[৩৫]
রেফারি: আর্তুর সোয়ারেস জিয়াস (পর্তুগাল)

লকোমতিভ মস্কো রাশিয়া১–২ইতালি ইয়ুভেন্তুস
প্রতিবেদন
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৬,৮৬১[৩৬]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)
বায়ার লেভারকুজেন জার্মানি২–১স্পেন আতলেতিকো মাদ্রিদ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৮,১৬০[৩৬]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

লকোমতিভ মস্কো রাশিয়া০–২জার্মানি বায়ার লেভারকুজেন
প্রতিবেদন
  • ঝেমালেতদিনভ গোল ১১' (আ.গো.)
  • বেন্ডা গোল ৫৪'
আরজেডডি এরিনা, মস্কো
দর্শক সংখ্যা: ২৫,৭৫৭[৩৭]

আতলেতিকো মাদ্রিদ স্পেন২–০রাশিয়া লকোমতিভ মস্কো
প্রতিবেদন
মেট্রোপলিটানো স্টেডিয়াম, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৫৮,৪২৬[৩৮]
রেফারি: ভিক্তর কাশাই (হাঙ্গেরি)
বায়ার লেভারকুজেন জার্মানি০–২ইতালি ইয়ুভেন্তুস
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৯,৫৪২[৩৮]
রেফারি: বেনোয়া বাস্তিয়েঁ (ফ্রান্স)

গ্রুপ ই

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনলিভারপুলনাপোলিজালৎসবুর্গ‎খেংক
ইংল্যান্ড লিভারপুল১৩+৫১৩নকআউট পর্বের জন্য উত্তীর্ণ১–১৪–৩২–১
ইতালি নাপোলি১১+৭১২২–০১–১৪–০
অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ‎১৬১৩+৩ইউরোপা লিগে অবনমিত০–২২–৩৬–২
বেলজিয়াম খেংক২০−১৫১–৪০–০১–৪
রেড বুল জালৎসবুর্গ অস্ট্রিয়া৬–২বেলজিয়াম খেংক
  • হোলান্ড গোল ২'৩৪'৪৫'
  • হোয়াং হি-চ্যান গোল ৩৬'
  • সবোস্লাই গোল ৪৫+২'
  • উলমা গোল ৬৬'
প্রতিবেদন
  • লুকুমি গোল ৪০'
  • সামাত্তা গোল ৫২'
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪১]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)
নাপোলি ইতালি২–০ইংল্যান্ড লিভারপুল
প্রতিবেদন
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৩৮,৮৭৮[৪১]

খেংক বেলজিয়াম০–০ইতালি নাপোলি
প্রতিবেদন
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৯,৯৬২[৪২]
লিভারপুল ইংল্যান্ড৪–৩অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ
প্রতিবেদন
  • হোয়াং হি-চ্যান গোল ৩৯'
  • মিনামিনো গোল ৫৬'
  • হোলান্ড গোল ৬০'
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫২,২৪৩[৪২]
রেফারি: আন্দ্রিয়াস ইকবার্গ (সুইডেন)

খেংক বেলজিয়াম১–৪ইংল্যান্ড লিভারপুল
  • ওডি গোল ৮৮'
প্রতিবেদন
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৯,৬২৬[৪৩]
রেড বুল জালৎসবুর্গ অস্ট্রিয়া২–৩ইতালি নাপোলি
প্রতিবেদন
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪৩]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

লিভারপুল ইংল্যান্ড২–১বেলজিয়াম খেংক
  • ওয়েইনাল্ডাম গোল ১৪'
  • অক্সল্যাড-চেম্বারলিন গোল ৫৩'
প্রতিবেদন
  • সামাত্তা গোল ৪১'
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫২,৬১১[৪৪]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
নাপোলি ইতালি১–১অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ
প্রতিবেদন
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ৩২,৮৬২[৪৪]
রেফারি: শিমন মারচিনিয়াক (পোল্যান্ড)

খেংক বেলজিয়াম১–৪অস্ট্রিয়া রেড বুল জালৎসবুর্গ
  • সামাত্তা গোল ৮৫'
প্রতিবেদন
  • ডাকা গোল ৪৩'
  • মিনামিনো গোল ৪৫'
  • হোয়াং হি-চ্যান গোল ৬৯'
  • হোলান্ড গোল ৮৭'
লুমিনাস এরিনা, খেংক
দর্শক সংখ্যা: ১৭,২৮৪[৪৫]
রেফারি: মাত্তিয়াস ইয়েস্ত্রানিউস (ফিনল্যান্ড)
লিভারপুল ইংল্যান্ড১–১ইতালি নাপোলি
  • লভ্রেন গোল ৬৫'
প্রতিবেদন
অ্যানফিল্ড, লিভারপুল
দর্শক সংখ্যা: ৫২,১২৮[৪৫]

রেড বুল জালৎসবুর্গ অস্ট্রিয়া০–২ইংল্যান্ড লিভারপুল
প্রতিবেদন
স্টাডিওন ওয়ালস-সিৎজেনহাইম, ওয়ালস-সিৎজেনহাইম
দর্শক সংখ্যা: ২৯,৫২০[৪৬]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)
নাপোলি ইতালি৪–০বেলজিয়াম খেংক
প্রতিবেদন
স্তাদিও সান পাওলো, নেপলস
দর্শক সংখ্যা: ২২,২৬৫[৪৬]

গ্রুপ এফ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনবার্সেলোনাডর্টমুন্ডইন্টারস্লাভিয়া
স্পেন বার্সেলোনা+৫১৪নকআউট পর্বের জন্য উত্তীর্ণ৩–১২–১০–০
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড১০০–০৩–২২–১
ইতালি ইন্টার মিলান১০+১ইউরোপা লিগে অবনমিত১–২২–০১–১
চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাহা১০−৬১–২০–২১–৩
ইন্টার মিলান ইতালি১–১চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাহা
  • বারেল্লা গোল ৯০+২'
প্রতিবেদন
  • ওলায়িঙ্কা গোল ৬৩'
দর্শক সংখ্যা: ৫০,১২৮[৪১]
রেফারি: রুডি বুকে (ফ্রান্স)
বরুসিয়া ডর্টমুন্ড জার্মানি০–০স্পেন বার্সেলোনা
প্রতিবেদন
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[৪১]
রেফারি: অভিদিউ হাতেগান (রোমানিয়া)

স্লাভিয়া প্রাহা চেক প্রজাতন্ত্র০–২জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
প্রতিবেদন
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,৩৭০[৪২]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
বার্সেলোনা স্পেন২–১ইতালি ইন্টার মিলান
প্রতিবেদন
  • মার্তিনেজ গোল ৩'
দর্শক সংখ্যা: ৮৬,১৪১[৪২]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

স্লাভিয়া প্রাহা চেক প্রজাতন্ত্র১–২স্পেন বার্সেলোনা
  • বরিল গোল ৫০'
প্রতিবেদন
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,১৭০[৪৩]
রেফারি: ববি ম্যাডেন (স্কটল্যান্ড)
ইন্টার মিলান ইতালি২–০জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
  • মার্তিনেজ গোল ২২'
  • কান্দ্রেভা গোল ৮৯'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬৫,৬৭৩[৪৩]

বরুসিয়া ডর্টমুন্ড জার্মানি৩–২ইতালি ইন্টার মিলান
প্রতিবেদন
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৬,০৯৯[৪৪]
রেফারি: ড্যানি মাকেলি (নেদারল্যান্ডস)

স্লাভিয়া প্রাহা চেক প্রজাতন্ত্র১–৩ইতালি ইন্টার মিলান
  • সুচেক গোল ৩৭' (পে.)
প্রতিবেদন
সিনোবো স্টেডিয়াম, প্রাগ
দর্শক সংখ্যা: ১৯,৩৭০[৪৫]
রেফারি: শিমন মারচিনিয়াক (পোল্যান্ড)
বার্সেলোনা স্পেন৩–১জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৯০,০৭১[৪৫]
রেফারি: ক্লেমঁ তুরপিঁ (ফ্রান্স)

ইন্টার মিলান ইতালি১–২স্পেন বার্সেলোনা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৭১,৮১৮[৪৬]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)
বরুসিয়া ডর্টমুন্ড জার্মানি২–১চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাহা
প্রতিবেদন
  • সুচেক গোল ৪৩'
ভেস্টফালনস্টাডিওন, ডর্টমুন্ড
দর্শক সংখ্যা: ৬৫,০৭৯[৪৬]
রেফারি: সার্জি কারাসেভ (রাশিয়া)

গ্রুপ জি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনলাইপৎসিশলিঁওবেনফিকাজিনিত
জার্মানি আরবি লাইপৎসিশ১০+২১১নকআউট পর্বের জন্য উত্তীর্ণ০–২২–২২–১
ফ্রান্স লিঁও+১২–২৩–১১–১
পর্তুগাল বেনফিকা১০১১−১[ক]ইউরোপা লিগে অবনমিত১–২২–১৩–০
রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ−২[ক]০–২২–০৩–১
লিঁও ফ্রান্স১–১রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ
প্রতিবেদন
পার্ক ওলাঁপিক লিঁও, দেসিনঁ-শাপিউ
দর্শক সংখ্যা: ৪৭,২০১[৪১]
বেনফিকা পর্তুগাল১–২জার্মানি আরবি লাইপৎসিশ
প্রতিবেদন
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৪৬,৪৬০[৪১]

আরবি লাইপৎসিশ জার্মানি০–২ফ্রান্স লিঁও
প্রতিবেদন
রেড বুল এরিনা, লাইপৎসিশ
দর্শক সংখ্যা: ৪০,১৯৪[৪২]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)

আরবি লাইপৎসিশ জার্মানি২–১রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ
  • লাইমার গোল ৪৯'
  • সাবিৎজার গোল ৫৯'
প্রতিবেদন
  • রাকিতস্কি গোল ২৫'
রেড বুল এরিনা, লাইপৎসিশ
দর্শক সংখ্যা: ৪১,০৫৮[৪৩]
রেফারি: আলী পালাবিয়িক (তুরস্ক)
বেনফিকা পর্তুগাল২–১ফ্রান্স লিঁও
  • সিলভা গোল ৪'
  • পিজ্জি গোল ৮৬'
প্রতিবেদন
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৫৩,০৩৫[৪৩]
রেফারি: ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)

জিনিত সেন্ট পিটার্সবার্গ রাশিয়া০–২জার্মানি আরবি লাইপৎসিশ
প্রতিবেদন
  • ডেম্মে গোল ৪৫+৫'
  • সাবিৎজার গোল ৬৩'
দর্শক সংখ্যা: ৫০,৪৫২[৪৪]
রেফারি: ওরেল গ্রিনফিল্ড (ইসরায়েল)
লিঁও ফ্রান্স৩–১পর্তুগাল বেনফিকা
প্রতিবেদন
পার্ক ওলাঁপিক লিঁও, দেসিনঁ-শাপিউ
দর্শক সংখ্যা: ৫১,০৭৭[৪৪]
রেফারি: বিয়র্ন কুইপার্স (নেদারল্যান্ডস)

জিনিত সেন্ট পিটার্সবার্গ রাশিয়া২–০ফ্রান্স লিঁও
প্রতিবেদন
আরবি লাইপৎসিশ জার্মানি২–২পর্তুগাল বেনফিকা
  • ফোশবায়ে গোল ৯০' (পে.)৯০+৬'
প্রতিবেদন
  • পিজ্জি গোল ২০'
  • ভিনিসিউস গোল ৫৯'
রেড বুল এরিনা, লাইপৎসিশ
দর্শক সংখ্যা: ৩৮,৩৩৯[৪৫]
রেফারি: হেসুস হিল মানজানো (স্পেন)

বেনফিকা পর্তুগাল৩–০রাশিয়া জিনিত সেন্ট পিটার্সবার্গ
প্রতিবেদন
এস্তাদিও দা লুজ, লিসবন
দর্শক সংখ্যা: ৪০,২৩২[৪৬]
রেফারি: আন্তোনিও মাতেউ লাহোজ (স্পেন)
লিঁও ফ্রান্স২–২জার্মানি আরবি লাইপৎসিশ
প্রতিবেদন
পার্ক ওলাঁপিক লিঁও, দেসিনঁ-শাপিউ
দর্শক সংখ্যা: ৫৩,২৮৮[৪৬]

গ্রুপ এইচ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জনভালেনসিয়াচেলসিআয়াক্সলিল
স্পেন ভালেনসিয়া+২১১[ক]নকআউট পর্বের জন্য উত্তীর্ণ২–২০–৩৪–১
ইংল্যান্ড চেলসি১১+২১১০–১৪–৪২–১
নেদারল্যান্ডস আয়াক্স১২+৬১০ইউরোপা লিগে অবনমিত০–১০–১৩–০
ফ্রান্স লিল১৪−১০১–১১–২০–২
আয়াক্স নেদারল্যান্ডস৩–০ফ্রান্স লিল
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫১,৪৪১[৪১]
চেলসি ইংল্যান্ড০–১স্পেন ভালেনসিয়া
প্রতিবেদন

ভালেনসিয়া স্পেন০–৩নেদারল্যান্ডস আয়াক্স
প্রতিবেদন
লিল ফ্রান্স১–২ইংল্যান্ড চেলসি
  • ওসিমহেন গোল ৩৩'
প্রতিবেদন
স্তাদ পিয়ের-মুগোয়া, ভিলনোভ দ'আস্ক
দর্শক সংখ্যা: ৪৮,৫২৩[৪২]
রেফারি: আলেকসি কুলবাকভ (বেলারুশ)

আয়াক্স নেদারল্যান্ডস০–১ইংল্যান্ড চেলসি
প্রতিবেদন
ইয়োহান ক্রুইফ এরিনা, আমস্টারডাম
দর্শক সংখ্যা: ৫২,৪৮২[৪৩]
রেফারি: অভিদিউ হাতেগান (রোমানিয়া)
লিল ফ্রান্স১–১স্পেন ভালেনসিয়া
  • আইকোনে গোল ৯০+৫'
প্রতিবেদন
স্তাদ পিয়ের-মুগোয়া, ভিলনোভ দ'আস্ক
দর্শক সংখ্যা: ৪৭,৪৮৮[৪৩]
রেফারি: ডেনিজ আইটেকিন (জার্মানি)

ভালেনসিয়া স্পেন৪–১ফ্রান্স লিল
প্রতিবেদন
  • ওসিমহেন গোল ২৫'
দর্শক সংখ্যা: ৩৮,২৫২[৪৪]
রেফারি: সার্জি কারাসেভ (রাশিয়া)
চেলসি ইংল্যান্ড৪–৪নেদারল্যান্ডস আয়াক্স
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩৯,১৩২[৪৪]
রেফারি: জিয়ানলুকা রক্কি (ইতালি)

ভালেনসিয়া স্পেন২–২ইংল্যান্ড চেলসি
  • সোলের গোল ৪০'
  • ওয়াস গোল ৮২'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৩,৪৮৬[৪৫]
রেফারি: ফেলিক্স সোয়ার (জার্মানি)

টেমপ্লেট:Football box


টেমপ্লেট:Football boxটেমপ্লেট:Football box

নকআউট পর্ব

নোট

টেমপ্লেট:সূত্র তালিকা

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ

টেমপ্লেট:উয়েফা চ্যাম্পিয়নস লিগ আসরটেমপ্লেট:২০১৯–২০-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)টেমপ্লেট:২০১৯–২০-এ ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ