জিয়ানলুইজি বুফন

ইতালীয় ফুটবলার
(Gianluigi Buffon থেকে পুনর্নির্দেশিত)

জিয়ানলুইজি "জিজি" বুফন (ইতালীয়: Gianluigi Buffon, ইতালীয় উচ্চারণ: [ˈdʒidʒi bufˈfon]; জন্ম ২৮ জানুয়ারি ১৯৭৮), ইতালীয় গোলরক্ষক যিনি সেরিয়ে বি ক্লাব পারমা এবং ইতালি জাতীয় দলের সাবেক গোলরক্ষক। ইতালি জাতীয় দলের হয়ে তিনি সর্বাধিক সংখ্যক খেলায় মাঠে নেমেছেন। এছাড়া তাকে সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেও মনে করা হয়।[১][২][৩]

জিয়ানলুইজি বুফন
জিয়ানলুইজি বুফন ২০১৪ সালে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজিয়ানলুইজি বুফন
জন্ম (1978-01-28) ২৮ জানুয়ারি ১৯৭৮ (বয়স ৪৬)
জন্ম স্থানকারারা, ইতালি
উচ্চতা১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১]
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারমা
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯১–১৯৯৫পারমা
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
১৯৯৫–২০০১পারমা১৬৮(০)
২০০১–২০১৮জুভেন্টাস৫০৯(০)
২০১৮-২০১৯প্যারিস সেইন্ট-জার্মেইন১৭(০)
২০১৯-২০২১জুভেন্টাস১৭(০)
২০২১-পারমা(০)
জাতীয় দল
১৯৯৩ইতালি অনূর্ধ্ব ১৬(০)
১৯৯৪ইতালি অনূর্ধ্ব ১৭(০)
১৯৯৫ইতালি অনূর্ধ্ব ১৮(০)
১৯৯৫–১৯৯৭ইতালি অনূর্ধ্ব ২১১১(০)
১৯৯৭ইতালি অনূর্ধ্ব ২৩(০)
১৯৯৭–২০১৮ইতালি১৭৬(০)
অর্জন ও সম্মাননা
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
অ্যাসোসিয়েশন ফুটবল
ফিফা বিশ্বকাপ
স্বর্ণ পদক - প্রথম স্থানজার্মানি ২০০৬
উয়েফা ইউরো
রৌপ্য পদক - দ্বিতীয় স্থানপোল্যান্ড ও ইউক্রেন ২০১২
ফিফা কনফেডারেশন্স কাপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থানব্রাজিল ২০১৩
উয়েফা অনূর্ধ্ব-২১ ইউরপিয়ান চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থানস্পেন ১৯৯৬
ভূমধ্যসাগরীয় গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থানইতালি ১৯৯৭
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

পেলের প্রকাশিত ১০০ জন জীবিত বিখ্যাত ফুটবলারদের তালিকায় বুফনও ছিলেন। তিনি ৮ বার সিরি এ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন, যা একটি রেকর্ড। ইতালির ২০০৬ বিশ্বকাপ জিতার পর তিনি ইয়াশিন পুরস্কারও জিতেন। এছাড়া তিনি প্রতিযোগিতার সেরা দলেও জায়গা করে নেন। বুফনই একমাত্র গোলরক্ষক যিনি উয়েফা বছরের সেরা ক্লাব ফুটবলার পুরস্কার জিতেছেন। এছাড়া তিনি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেন এবং ২০০৩, ২০০৪ ও ২০০৬ সালে উয়েফা বর্ষসেরা দলে জায়গা পান। ২০০৬ সালে তিনি বালোঁ দ'অর পুরস্কারে দ্বিতীয় হন। ২০০৬ ও ২০০৭ সালে তিনি ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পান।[৪][৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ